রোনালদো শুরু করেছেন, ‘কোকাকোলা’ নিয়ে এখন চলছে রসিকতা

সংবাদ সম্মেলনে ইউরোর অফিশিয়াল পানীয় কোকাকোলার বোতল সরিয়ে রোনালদো সামনে রেখেছিলেন পানির বোতল।ছবি: এএফপি

কোকাকোলার বোতল সরিয়ে রেখে শুরুটা করেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। এরপর বাকিরা যেন মজা শুরু করলেন! ইউরোয় সংবাদ সম্মেলনে এসে কেউ কোকাকোলার বোতল খুলে চুমুক দিচ্ছেন, কেউ আবার হেইনিকেনের বিয়ারের বোতল সরিয়ে রাখছেন, আবার কেউ পানির বোতলও সঙ্গে করে নিয়ে আসছেন। ইউরোর স্পনসরদের নিয়ে মাঠের বাইরের এ খেলা বেশ জমে উঠেছে।

কোক নয়, পানি খেতে বলেছিলেন রোনালদো।
ছবি: এএফপি

কাল ইউক্রেন-উত্তর মেসিডোনিয়া ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে যেমন দেখা গেল আন্দ্রি ইয়ারমোলেঙ্কোকে। সুন্দর ফুটবল ও উত্তেজনার পসরা সাজিয়ে ২-১ গোলে ম্যাচ জেতে ইউক্রেন। নিজে একটি গোল করার সঙ্গে সতীর্থকে দিয়ে আরেকটি গোল করান তিনি। স্বাভাবিকভাবেই সংবাদ সম্মেলনে এসেছিলেন ওয়েস্ট হামের এই উইঙ্গার। আর সংবাদ সম্মেলন টেবিলে সাজানো ছিল ইউরোর স্পনসর প্রতিষ্ঠানগুলোর বোতল। এক পাশে দুটি কোকাকোলার বোতল, অন্য পাশে হেইনিকেন বিয়ারের বোতল। দুটি প্রতিষ্ঠানই ইউরোর স্পনসর।

লুকাকু তো কোককে তাঁর এজেন্টের সঙ্গে যোগাযোগ করতে বলছেন
ছবি : টুইটার

এর আগে পর্তুগাল-হাঙ্গেরি ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে কোকাকোলার বোতল সরিয়ে রেখেছিলেন রোনালদো। ভীষণ ফিটনেস–সচেতন পর্তুগাল তারকা কোমল পানীয় পরিহার করে ‘পানি খান, কোক নয়’ কথাটা বলে স্বাস্থ্যসচেতনতার বিষয়টি বুঝিয়ে দেন। এতে শেয়ারবাজারে ক্ষতির মুখোমুখি হয় কোকাকোলা। মাত্র আধঘণ্টার ব্যবধানে কোকাকোলার ব্র্যান্ড মূল্য ৪০০ কোটি ডলার কমে যায়। অর্থাৎ কোকাকোলার ৩৩ হাজার ৯১৫ কোটি খসিয়ে দেয় সামাজিক যোগাযোগমাধ্যমে ৫৩ কোটি অনুসারীর অধিকারী রোনালদোর ওই এক কাণ্ড।

সংবাদ সম্মেলনে এসে পগবা অবশ্য কোক নয়, হেইনেকেন বিয়ারের বিরুদ্ধেই ছিলেন।
ছবি: টুইটার

কিন্তু কাল ইয়ারমোলেঙ্কো সংবাদ সম্মেলনে এসে রোনালদোর সঙ্গে যেন একটু মজাই করতে চাইলেন। উপস্থিত সংবাদকর্মীদের তিনি বলেন, ‘একটা কাজ করতে পারি? রোনালদোকে কোকাকোলার বোতল সরিয়ে রাখতে দেখেছি। কিন্তু আমি কোকাকোলার বোতল রাখছি, এই যে হেইনিকেনের বোতলও এখানে রাখলাম। তোমরা (স্পনসর প্রতিষ্ঠানগুলো) আমার সঙ্গে যোগাযোগ করতে পার।’

ইয়ারমোলেঙ্কো এ কথা বলার সময় কোকাকোলা ও হেইনিকেনের বোতলগুলো টেনে নিজের সামনে রাখেন। তাঁর হাসিমুখই বলে দিচ্ছিল মজা করছেন। ভাবখানা এমন যে রোনালদো ও পল পগবা যেহেতু এ দুটি স্পনসর প্রতিষ্ঠানের বোতল সরিয়ে তাদের শত্রু বনে গেছেন, এখন তারা চাইলে ইয়ারমোলেঙ্কোর সঙ্গে যোগাযোগ করতে পারেন! এর আগে ফ্রান্স-জার্মানি ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে হেইনিকেনের বোতল টেবিলের নিচে রেখে দেন ফরাসি তারকা পগবা।

হ্যারি কেন মনে করেন টাকা যেহেতু দিচ্ছে, তাই কোক কিংবা হেইনেকেন— যে কারওরই প্রচারের অধিকার আছে।
ছবি: রয়টার্স

এরপর সংবাদ সম্মেলন টেবিলে স্পনসর প্রতিষ্ঠানগুলোর রেখে দেওয়া বোতলগুলো নিয়ে রসিকতার যেন ঝড় বয়ে যাচ্ছে। ইতালি-সুইজারল্যান্ড ম্যাচে জোড়া গোল করা ম্যানুয়েল লোকাতেল্লি সংবাদ সম্মেলনে এসে রোনালদোর পক্ষ নেন। হাতে করে পানির বোতল নিয়ে এসে তিনি কোকাকোলার বোতল সরিয়ে রাখেন। যদিও বেলজিয়াম তারকা রোমেলু লুকাকু সংবাদ সম্মেলনে এসে মার্কিন যুক্তরাষ্ট্রের কোমল পানীয় প্রস্তুতকারক প্রতিষ্ঠানটিকে বলেন, তাঁর এজেন্ট রক নেশনের সঙ্গে যোগাযোগ করতে।

রাশিয়ার কোচ স্তানিস্লাভ চেরচেশভ আবার এক কাঠি সরেস। তিনি সংবাদ সম্মেলনে এসে কোকাকোলার বোতল খুলে দুবার চুমুক দেন। পাশ থেকে তাঁর এক শিষ্য বলেন, ‘রোনালদো কি করেছেন, দেখেননি?’ চেরচেশভের মধ্যে কোনো বিকার দেখা যায়নি। তিনি আরামে কোকাকোলার বোতলে চুমুক দিয়ে স্পনসরদের পক্ষে দাঁড়ানোর বিষয়টি বুঝিয়ে দেন। ইংল্যান্ডের তারকা হ্যারি কেইনও স্পনসরদের পক্ষে। তাঁর মতে, যেহেতু টাকা খরচ করছে, তাই সংবাদ সম্মেলন টেবিলে নিজেদের পণ্য রাখার অধিকার রয়েছে স্পনসর প্রতিষ্ঠানগুলোর।