রোনালদোও চাকরি বাঁচাতে পারলেন না সুলশারের

সুলশারছবি: রয়টার্স

এ মৌসুমটা অনেক আশা নিয়ে শুরু করেছিলেন ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থকেরা। গত মৌসুমে সবাইকে চমকে দিয়ে লিগে দ্বিতীয় হয়েছিল উলে গুনার সুলশারের দল। এবার তো দলবদলে রীতিমতো আলোড়ন তুলেছে তারা। রিয়াল মাদ্রিদ থেকে রাফায়েল ভারানকে নিয়েছে, বরুসিয়া ডর্টমুন্ড থেকে টেনে এনেছে উইঙ্গার জ্যাডন সাঞ্চোকে। আর দলবদলের শেষ মুহূর্তে উচ্ছ্বাসের বন্যা বইয়ে প্রত্যাবর্তনের গল্প লিখেছেন ক্রিস্টিয়ানো রোনালদো।

এমন তারকা ঠাসা দল নিয়ে সুলশার দুর্দান্ত কিছু উপহার দেবেন, এ আশা করতে দোষ ছিল না। কিন্তু নির্দিষ্ট কোনো কৌশলে দলকে খেলানোর চেষ্টাই করেননি সুলশার। ছন্নছাড়া এক দলকে মাঝেমধ্যে শেষ মুহূর্তে উদ্ধার করেছেন রোনালদো। কিন্তু রোনালদো পারলেন না সুলশারের চাকরি বাঁচাতে। লিগে ১২ ম্যাচে পঞ্চম হারের পর আজ সুলশারকে ছাঁটাই করেছে ইউনাইটেড। তবে বিদায় বার্তায় ছাঁটাই নয়, বিদায় শব্দটাই ব্যবহার করেছে ইউনাইটেড।

সুলশারের অধীনে এ মৌসুমে ভালো খেলেনি ইউনাইটেড
ফাইল ছবি: রয়টার্স

এক মাস ধরে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতিটি ম্যাচ শেষে গুঞ্জন উঠত, চাকরি হারাচ্ছেন সুলশার। কিন্তু খেলোয়াড় হিসেবে সুলশারের অতীত রেকর্ড তাঁকে টিকিয়ে রাখছিল চাকরিতে। কিন্তু কাল রাতে ওয়াটফোর্ডের কাছে ৪-১ গোলে হারের পর ধৈর্য হারাল ইউনাইটেড। আজ সুলশারকে তাঁর দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে রেড ডেভিলরা।

আজ বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায় টুইটে খবরটা জানিয়েছে ইউনাইটেড, ‘ম্যানচেস্টার ইউনাইটেড নিশ্চিত করছে উলে গুনার সুলশার কোচের পদ থেকে সরে যাচ্ছেন। সবকিছুর জন্য ধন্যবাদ উলে।’

রোনালদোরা পারেননি কোচের চাকরি বাঁচাতে
ছবি: রয়টার্স

ম্যানচেস্টার ইউনাইটেড তাদের নিজস্ব ওয়েবসাইট থেকে এ ব্যাপারে একটি বড় বিবৃতি দিয়েছে। আনুষ্ঠানিক সে বিবৃতিতে বলা হয়েছে, ‘ম্যানচেস্টার ইউনাইটেড ঘোষণা দিচ্ছে উলে গুনার সুলশার কোচের পদ থেকে সরে যাচ্ছেন।’

‘উলে সব সময় ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি হয়ে থাকবেন এবং এমন কঠিন এক সিদ্ধান্ত নিতে হওয়ায় আমরা খুবই দুঃখিত। গত কয়েক সপ্তাহ খুবই হতাশাজনক কাটলেও দীর্ঘমেয়াদি সাফল্যের ভিত্তি স্থাপনের জন্য গত তিন বছরে তিনি যে কঠোর পরিশ্রম করেছেন, সেটা ভুলে গেলে চলবে না।’

‘কোচ হিসেবে তাঁর অক্লান্ত পরিশ্রমের জন্য আমাদের ধন্যবাদ নিয়েই বিদায় নিচ্ছেন উলে। ভবিষ্যতের জন্য তাঁকে শুভকামনা জানাচ্ছি। ক্লাবের ইতিহাসে তাঁর অবস্থান আগের জায়গাতেই থাকবে। শুধু খেলোয়াড় হিসেবেই নয়, একজন অসাধারণ মানুষ ও কোচ হিসেবেও যিনি আমাদের অসাধারণ সব মুহূর্ত উপহার দিয়েছেন। ম্যানচেস্টার ইউনাইটেডের পরিবারের সদস্য হিসেবে ওল্ড ট্রাফোর্ডে সব সময় তাঁকে স্বাগত জানানো হবে।’

প্রায় তিন বছর দায়িত্বে ছিলেন সুলশার
ছবি: রয়টার্স

বিবৃতিতে রোনালদোদের পরবর্তী কোচের ব্যাপারেও জানানো হয়েছে, ‘সামনের ম্যাচগুলোতে আপাতত মাইকেল ক্যারিক দলের দায়িত্ব নিচ্ছেন। আর এই সময়ে মৌসুমের বাকি সময়ের জন্য অন্তর্বর্তীকালীন এক কোচ খুঁজছে ক্লাব।’

২০১৮ সালে জোসে মরিনিওকে ছাঁটাই করে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবেই সুলশারকে দায়িত্ব দিয়েছিল ইউনাইটেড। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে পিএসজির ঘরের মাঠে তরুণ এক দল নিয়ে ৩-১ গোলের জয় এনে দেওয়ার পর তাঁকে স্থায়ীভাবে নিয়োগ দেয় ইউনাইটেড। তাঁর অধীনে প্রায় তিন বছর খেলে কোনো শিরোপা পায়নি ইউনাইটেড। ১৬৮ ম্যাচে ৯২টি জয় পেয়েছে ইউনাইটেড, হেরেছে ৪১ ম্যাচে।