রোনালদোকে ঘৃণা করার কারণ জানালেন দিবালা

রোনালদোর সম্পর্কে ভুল ধারণা ছিল দিবালার। ছবি: জুভেন্টাস টুইটার
রোনালদোর সম্পর্কে ভুল ধারণা ছিল দিবালার। ছবি: জুভেন্টাস টুইটার

পাওলো দিবালা ও ক্রিস্টিয়ানো রোনালদোর রসায়নটা নির্ঘাত আর্জেন্টিনার সমর্থকদের মনে আক্ষেপের জন্ম দেয়। জুভেন্টাসের জার্সিতে রোনালদোর মতো মহাতারকার সঙ্গে ভালোই মানিয়ে নিয়েছেন দিবালা। কিন্তু আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির সঙ্গে এখনো জুটি বাধা হলো না দিবালার। কিন্তু এক সময় ঘৃণা করা রোনালদোর সঙ্গে ঠিকই জমে উঠেছে তাঁর।

ঘৃণা করার কারণটা অবশ্য সবারই জানা। ক্যারিয়ার জুড়ে মেসির একমাত্র যোগ্য প্রতিদ্বন্দ্বী এই রোনালদো। মেসির দেশ আর্জেন্টিনায় রোনালদোকে ঘৃণা করাটা আতাই বাধ্যতামূলক পর্যায়েই পড়ে। দিবালা সে কথা রোনালদোকে জানিয়েও দিয়েছেন দুই মৌসুম আগে। রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে যোগ দেওয়ার পর রোনালদোকে দিবালা বলেছিলেন, ‘আমি ক্রিস্টিয়ানোকে বলেছিলাম, তোমাকে আমরা আর্জেন্টিনায় ঘৃণা করি। তোমার ব্যক্তিত্ব, তুমি যেভাবে চল, যেভাবে হাঁট-সবকিছু।’

কিন্তু সামনাসামনি দেখার পর, একসঙ্গে খেলার পর দিবালার যে মত পরিবর্তন হয়েছে সেটাও জানা গেল আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনকে দেওয়া অনলাইনের ওই সাক্ষাৎকারে, ‘সত্যি হলো, তুমি (রোনালদো) আমাকে বিস্মিত করেছ। কারণ তোমাকে ভিন্ন (আর্জেন্টিনায় যেমন ভাবা হয়) মনে হচ্ছে এখন।’

এ মৌসুমে ইন্টার মিলানের কঠিন পরীক্ষা পার করে জুভেন্টাসকে লিগের শীর্ষে নিয়ে আসার পেছনে রোনালদো-দিবালা জুটির ভালো ভূমিকা। কিন্তু আর্জেন্টিনায় এখনো মেসির সঙ্গে জুটি বাঁধা হয়নি দিবালার। এ নিয়ে গত মোসুমেই মুখ খুলেছিলেন দিবালা। বলেছিলেন মাঠে দুজনের ভূমিকা প্রায় এক হওয়াতে এক সঙ্গে খেলা কঠিন। এ নিয়ে রীতিমতো আগুন জ্বলে উঠেছিল ফুটবল অঙ্গনে।

দিবালা জানাচ্ছেন তাঁর এমন কিছু বলার পেছনে ভালো যুক্তি ছিল, ‘আমি কখনো সতীর্থের সমালোচনা করতে চাইনি। আমি চেয়েছি যা চলছে সে অবস্থার উন্নতি হোক, সেটা। আমি এ নিয়ে লিওর সঙ্গে কথাও বলেছি কারণ ট্যাকটিকের দিক থেকে আমরা দুজন প্রায় এক। (এ কারণে) আমি বিশ্বকাপ বা কোপা আমেরিকায় খুব একটা খেলার সুযোগ পাইনি। কিন্তু আমি সব সময় কোচদের সিদ্ধান্ত মেনে নিয়েছি। কারণ আর্জেন্টিনায় এটা গুরুত্বপূর্ণ।’