‘রোনালদোর চেয়ে লুকাকু ভালো’

রোনালদো-লুকাকু লড়াই হবে আজ।ছবি : রয়টার্স

আজ এমন এক রাত, যেসব রাতের জন্য ফুটবলপ্রেমীরা অপেক্ষা করে থাকেন চাতক পাখির মতো।

তিন দেশে তিনটা মহাগুরুত্বপূর্ণ ম্যাচ হতে যাচ্ছে, বড় দলগুলোর শিরোপাপ্রাপ্তির হিসাব-নিকাশ বদলে দেওয়ার সামর্থ্য আছে যে ম্যাচগুলোর। ইংল্যান্ডেই যেমন, পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার লড়াইয়ে রাত সাড়ে ১০টায় লড়বে লিভারপুল ও ম্যানচেস্টার ইউনাইটেড। রাত দুইটায় স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের করে নেওয়ার লড়াইয়ে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে মাঠে নামবে লিওনেল মেসির বার্সেলোনা। লিওনেল মেসির চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোও আজ নামবেন বড় এক পরীক্ষা দিতে। ইন্টার মিলানের বিপক্ষে রোনালদোর জুভেন্টাসের ম্যাচটা যে অনেকটাই বলে দেবে, এবার শিরোপা পাওয়ার লড়াইয়ে ক্লাব দুটোর অবস্থান কোথায় থাকবে মৌসুম শেষে!

ইন্টার মিলান ও জুভেন্টাস ম্যাচের আবেদন সব সময়েই ছিল। ম্যাচটা এতটাই গুরুত্বপূর্ণ যে ম্যাচটাকে ‘ডার্বি ডি ইতালিয়া’ বা ‘ইতালির ডার্বি’ বলা হয়ে থাকে। গোটা ইতালিই যেন ভাগ হয়ে যায় এই ম্যাচের সময়ে। আর এবার এই ম্যাচের ওপরেই নির্ভর করছে জুভেন্টাস এবারও লিগ জিতবে কি না, সেটি। পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে আছেন রোনালদোরা, শীর্ষে থাকা মিলানের চেয়ে ছয় পয়েন্ট পিছিয়ে। যদিও মিলানের চেয়ে একটা ম্যাচ কম খেলেছে তারা। ইন্টারের বিপক্ষে ম্যাচটা তাই বেশ গুরুত্বপূর্ণ জুভেন্টাসের জন্য। সে গুরুত্বপূর্ণ ম্যাচের আগেই একটা বাঁকা কথা শুনলেন রোনালদো।

আজ জ্বলে উঠতে পারবেন তো রোনালদো?
ছবি : রয়টার্স

ম্যাচটাকে অনেকে জুভেন্টাসের রোনালদো ও ইন্টারের বেলজিয়ান স্ট্রাইকার রোমেলু লুকাকুর লড়াই হিসেবে দেখছেন। এই লড়াইয়ে যে জিতবেন, ম্যাচ জেতার সম্ভাবনাও তাদেরই বেশি থাকবে। এর মধ্যে ইন্টার ও জুভেন্টাসের সাবেক ইতালিয়ান স্ট্রাইকার রবের্তো বোনিনসেনিয়া বলেছেন, লুকাকুর সঙ্গে রোনালদো পেরেই উঠবেন না!

বোনিনসেনিয়ার মতে, বর্তমান সময়ে রোনালদোর চেয়ে লুকাকুই ম্যাচের ভাগ্য গড়ে দেওয়ার ক্ষমতা বেশি রাখেন, ‘হিসাব করে দেখুন, ফিওরেন্টিনার বিপক্ষে ম্যাচটায় লুকাকু ওদের রক্ষণভাগের জীবন অতিষ্ঠ করে তুলেছিল। লুকাকু ও ক্রিস্টিয়ানো—দুজনই অসাধারণ খেলোয়াড়। কিন্তু আমার মনে হয় বড় ম্যাচের ভাগ্য গড়ে দেওয়ার ক্ষমতার দিক দিয়ে এখন লুকাকু রোনালদোর চেয়ে এগিয়ে।’

লুকাকু কি পারবেন ইন্টারকে জেতাতে?
ছবি : রয়টার্স

কিন্তু এমনটা কেন মনে হচ্ছে বোনিনসেনিয়ার? সেটার একটা ব্যাখ্যাও দিয়েছেন ১৯৭০ সালে ইতালির হয়ে বিশ্বকাপ ফাইনাল খেলা এই স্ট্রাইকার, ‘ক্রিস্টিয়ানো রোনালদো অসাধারণ খেলোয়াড় ছিল। কিন্তু এখন আমার কাছে মনে হয়, ওর বয়স বেড়েছে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ওর ফর্মও এখন পড়তির দিকে। ওই হিসাবে লুকাকুই এগিয়ে। আর আমার চোখে এ নিয়ে কোনোই সন্দেহ নেই।’

বোনিনসেনিয়া নিজেও এই দুই ক্লাবের হয়ে খেলেছেন। তবে তুলনামূলকভাবে ইন্টারের জার্সি গায়েই মাঠ মাতিয়েছেন বেশি দিন। সাত বছর নীল-কালো জার্সি গায়ে চড়িয়েছেন, ১৯৭ ম্যাচে গোল করেছেন ১১৩টি। ওই হিসাবে বরং জুভেন্টাসের জার্সি গায়েই খেলেছেন কম সময়। তিন মৌসুমে ৫৮ ম্যাচ খেলে ২২ গোল করেছেন। সে কারণেই কি না, লুকাকুর ইন্টারের প্রতি বোনিনসেনিয়ার দরদটা একটু বেশিই রোনালদোর জুভেন্টাসের চেয়ে!

দেখা যাক, বোনিনসেনিয়ার এই সমালোচনায় আবার নতুন করে তেতে ওঠেন কি না রোনালদো!