রোনালদোর পর্তুগাল ১০ জন নিয়ে খেলছে?

ব্রুনো ফার্নান্দেজ এখন পর্যন্ত ইউরোতে আলো ছড়াতে পারেননি। রোনালদোরা তাই ভুগছেন বলে মনে হচ্ছে মরিনিওর।ছবি: রয়টার্স

ক্রিস্টিয়ানো রোনালদো না ব্রুনো ফার্নান্দেজ—পর্তুগালের ইউরো শিরোপা ধরে রাখার অভিযানে নায়ক হবেন কে? ইউরো শুরু হওয়ার আগে বড় হয়ে উঠেছিল প্রশ্নটি।

রোনালদো তো এক যুগ ধরেই পর্তুগালের সবচেয়ে বড় তারকা। অন্যদিকে ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে মাঝমাঠে গত দেড় বছরে যেভাবে আলো ছড়িয়েছেন ফার্নান্দেজ, তাতে তিনি রোনালদোকে ছাপিয়ে যাবেন, এমন আশা করেছিলেন অনেক সমর্থকই।

কিন্তু সেই ফার্নান্দেজ ইউরোর দুই ম্যাচ চলে যাওয়ার পরও হয়ে আছেন নিজের নামের ছায়া। ফার্নান্দেজের পারফরম্যান্সের ব্যাপারে উদ্বিগ্ন হয়ে উঠেছেন বিশ্ববিখ্যাত কোচ জোসে মরিনিও। তাঁর চোখে, ফার্নান্দেজ খেলায় পর্তুগাল আসলে হয়ে পড়ছে দশ জনের দল!

পর্তুগিজ কোচ মরিনিও যখন টটেনহামের দায়িত্বে ছিলেন, তখন থেকেই ম্যানচেস্টার ইউনাইটেডে আলো ছড়াচ্ছেন ফার্নান্দেজ। পর্তুগিজ এই মিডফিল্ডারের সৃষ্টিশীলতা সম্পর্কে ভালো করেই জানা তাঁর।

এখন এএস রোমার ক্লাবের দায়িত্ব নিলেও ফার্নান্দেজের ওপর চোখ আছে মরিনিওর। এ ছাড়া নিজে পর্তুগিজ হওয়ায় ইউরোতে নিজ দেশের খেলা মনোযোগ দিয়েই দেখছেন। তাঁর চোখে পড়েছে ফার্নান্দেজের নিষ্প্রভতা।

প্রথম ম্যাচে হাঙ্গেরির বিপক্ষে পুরো ম্যাচটি খেলতে পারলেও জার্মানির বিপক্ষে ৪-২ গোলে হারের ম্যাচে ৬৩ মিনিটে ফার্নান্দেজ মাঠ থেকে তুলে নিতে বাধ্য হন পর্তুগালের কোচ সান্তোস।

রোনালদোর গুরুদায়িত্বের বোঝা হালকা করতে পারেন ব্রুনো ফার্নান্দেজ।
ছবি: রয়টার্স

আজ রাতে ফ্রান্সের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে পর্তুগাল। এই ম্যাচে ফার্নান্দেজের জ্বলে ওঠার প্রয়োজনীয়তা অনুভব করছেন মরিনিও।

তিনি বলেন, ‘সর্বোচ্চ পর্যায়ে পর্তুগাল যেকোনো দলকে হারাতে পারে। কিন্তু সে জন্য আমাদের ১১ জন খেলোয়াড়কেই খেলতে হবে। সর্বশেষ দুই ম্যাচে ব্রুনো ফার্নান্দেজ মাঠে থাকলেও সে খেলেনি। আশা করি ফ্রান্সের বিপক্ষে সে নিজের খেলা খেলবে। কারণ সে অবিশ্বাস্য সম্ভাবনাময় খেলোয়াড়।’

ক্রিস্টিয়ানো রোনালদো এখন পর্যন্ত দুই ম্যাচে তিন গোল করে পর্তুগালকে টেনে নিয়ে চলেছেন টুর্নামেন্টে।
ছবি: রয়টার্স

ফার্নান্দেজের সৃষ্টিশীলতা সম্পর্কে প্রতিটি ম্যানচেস্টার ইউনাইটেডের সমর্থকেরই জানা। প্রিমিয়ার লিগের নিয়মিত দর্শকদেরও সেটা ভালো জানা। মরিনিও সেটি স্মরণ করিয়ে দিলেন, ‘সে পাস দিতে পারে, গোল করতে পারে। সে পেনাল্টি নিতে পারে। সে ফ্রি-কিক থেকেও গোল করতে পারে। সে পেনাল্টি আদায় করতে পারে। তাঁর অনেক কিছু দেওয়ার আছে। বাস্তবতা হলো, শেষ দুটি ম্যাচে সে কিছুই করে দেখাতে পারেনি।’

টুর্নামেন্টে পর্তুগালের জ্বলে উঠতে হলে ফার্নান্দেজের বিকল্প নেই বলেও জানান মরিনিও, ‘পর্তুগালের তিনজন দারুণ ফরোয়ার্ড আছে। তারা বের্নার্দো সিলভা, ক্রিস্টিয়ানো (রোনালদো) ও (ডিয়েগো) জোতা। তাদের সমন্বয়ের প্রয়োজন। কিন্তু ব্রুনো ভালো না খেলা পর্যন্ত সেটি সম্ভব হবে না।’