রোনালদোর মতো তারকারা নিজেদের সবকিছুর ঊর্ধ্বে ভাবেন

জুভেন্টাস তারকা ক্রিস্টিয়ানো রোনালদোছবি: টুইটার

ক্রিস্টিয়ানো রোনালদোর ওপর রাগ কমছেই না ইতালির ক্রীড়া মন্ত্রী ভিনচেঞ্জো স্পাদাফোরার। করোনায় আক্রান্তের পর যেসব নিয়ম-নীতি মেনে চলতে হয়, ইতালিতে ফেরার মধ্যে দিয়ে রোনালদো সম্ভবত সেসব নিয়ম ভেঙেছেন বলে এর আগে মন্তব্য করেছিলেন তিনি। জুভেন্টাস তারকার সমালোচনায় আবারও মুখ খুললেন স্পাদাফোরা। রোনালদোর মতো তারকারা নিজেদের সবকিছুর ঊর্ধ্বে ভাবেন, এমন কথা বলেছেন ইতালির এই ক্রীড়া মন্ত্রী।

করোনায় আক্রান্ত হওয়ার পর চুল ছেঁটে ফেলেছেন রোনালদো
ছবি: টুইটার

পর্তুগালের হয়ে খেলতে গিয়ে করোনায় আক্রান্ত হন রোনালদো। দেশে না থেকে ইতালিতে চলে যান তিনি। এরপরই রোনালদোর সমালোচনায় ফেটে পড়েন স্পাদাফোরা। এখন কোয়ারেন্টিনে থাকায় জুভেন্টাসের হয়ে মাঠেও নামতে পারছেন না পর্তুগিজ তারকা।

যদিও স্পাদাফোরা রোনালদোর কাজে-কর্মে মোটেও সন্তুষ্ট হতে পারছেন না। তাঁর মতে, করোনা মহামারিতে নিজেকে কর্তৃপক্ষের আরোপিত স্বাস্থ্য বিধি মেনে চলার ঊর্ধ্বে মনে করেন রোনালদো। জনসাধারণের নিয়ম মেনে চলার ব্যাপারে তাঁর মতো তারকার উদ্বুদ্ধ করতে এগিয়ে আসা উচিত বলে মনে করেন স্পাদাফোরা।

ইতালিয়ান সংবাদমাধ্যম ‘লা গাজেত্তা দেল্লো স্পোর্টস’ স্পাদাফোরার মন্তব্য প্রকাশ করেছে। রোনালদোর মতো তারকাদের উচিত সবাইকে নিয়ম মেনে চলতে প্রেরণা দেওয়া, নিজেদের মতো করে নিয়ম ভাঙায় উৎসাহিত করা উচিত নয় বলে মন্তব্য করেন ক্রীড়া মন্ত্রী। স্পাদাফোরা বলেন, ‘বিধিনিষেধে তো কাজ হচ্ছে। এসব মেনে চলতে হবে। আমরা আরও অনমনীয় হতে পারতাম। কিন্তু রোনালদোর মতো কেউ যখন তা অমান্য করে? তার মতো চ্যাম্পিয়নরা নিজেদের সবকিছুর ঊর্ধ্বে মনে করেন। লোকজনের নিয়ম মেনে চলতে তার মতো ব্যক্তিত্বদের উৎসাহ জোগানো উচিত বলে মনে করি আমি।’

করোনা মহামারি প্রকট আকার ধারণ করার পর ইউরোপে মুলতবি ছিল ক্লাব ফুটবল। বিরতির পর তা পুনরায় মাঠে গড়িয়ে শেষও হয়েছে। এখন চলছে নতুন মৌসুম। তবে এর মধ্য করোনা পরিস্থিতি আবারও খারাপ হতে শুরু করেছে ইউরোপে। স্পাদাফোরা মনে করেন, খেলা আবার স্থগিত হতে পারে—এই ভাবনা মাথায় রেখে সিরি ‘আ’ ক্লাবগুলোর বিকল্প পরিকল্পনা সেরে রাখা উচিত, ‘লিগের এটা নিয়ে অবশ্যই ভাবা উচিত। পরিকল্পনা “বি” ও “সি” প্রস্তুত রাখা উচিত।’

গত সপ্তাহে ইতালিতে কোভিড-১৯ ভাইরাসে নতুন করে ৯০০০ হাজার আক্রান্তের খবর পাওয়া গেছে। দেশটির ব্যস্ততম শহরগুলোয় চলাফেরায় বিধিনিষেধ আরোপের কথা ভাবছে ইতালিয়ান সরকার।