রোনালদোর রেকর্ডে মেসি-সুয়ারেজ

ইকুয়ডেরের রক্ষণে সেভাবে ত্রাসের সঞ্চার করতে পারেননি মেসি
ছবি: এএফপি

তাঁরা দুজন এখন আলাদা। সেটি হৃদয়গত নয়,দুজনের জায়গা গেছে বদলে । বার্সেলোনায় থাকতেই বন্ধুত্ব ঘনিষ্ঠ হয়েছিল দুজনের। এত দিন এক সঙ্গে ছিলেন, খেলেছেন। একজন বার্সেলোনা ছেড়ে নতুন আস্তানা তৈরি করেছেন মাদ্রিদের এক অংশে। কিন্তু সেই বন্ধুত্ব, বন্ধন তো আর এত সহজে শেষ হয়ে যাওয়ার নয়।


লিওনেল মেসি আর লুইস সুয়ারেজের কথাই বলা হচ্ছে। দুই বন্ধুর ক্লাব ভিন্ন হয়ে গেছে এ মৌসুমেই। বিচ্ছেদের পর আজ ভোরে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে দুজনই খেলতে নেমেছিলেন নিজেদের জন্মভূমির হয়ে। গোল পেয়েছেন দুজনই। সেটিও একই জায়গা থেকে প্রায় একইভাবে। মেসির বাঁ পায়ের শট জালে জড়িয়েছে গোলরক্ষকের বাঁ দিক দিয়ে, সুয়ারেজও জাল খুঁজে পেয়েছেন গোলরক্ষকের বাঁ দিক দিয়েই। বলা বাহুল্য, দুটিই ছিল পেনাল্টি।

ইকুয়েডরকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। তার আগে চিলির বিপক্ষে ২-১ গোলের জয় তুলে নেয় উরুগুয়ে। মন্তেভিডিওতে স্বাগতিকদের হয়ে ম্যাচের ৩৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন সুয়ারেজ। বুয়েনেই এইরেসে ম্যাচের ১৩ মিনিটে পেনাল্টি থেকে মেসির গোলে শেষ পর্যন্ত জিতেছে আর্জেন্টিনা।

এর মধ্য দিয়ে দারুণ এক রেকর্ডে ভাগ বসালেন দুই বন্ধু। দক্ষিণ আমেরিকান দলগুলোর মধ্যে প্রতিযোগিতামূলক ম্যাচে সবচেয়ে বেশি গোলের রেকর্ড এখন যুগ্মভাবে রোনালদো, মেসি ও সুয়ারেজের। ৩৯ গোল নিয়ে মেসি-সুয়ারেজের আগে রেকর্ডটি গড়েছিলেন ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো।

পেনাল্টি থেকে গোলের পর সুয়ারেজ
ছবি: এএফপি

ইকুয়েডরের বিপক্ষে তেমন ভালো খেলতে পারেননি মেসি। প্রতিপক্ষের বক্সে মাত্র একবারই বল ছুঁয়েছেন মেসি—সেটি ওই পেনাল্টি থেকে গোল করার সময়। পেনাল্টি থেকে আর্জেন্টিনার হয়ে এটা ছিল তাঁর ১৩তম গোল। মিলটা দেখুন, চিলির বিপক্ষে সুয়ারেজও প্রতিপক্ষের গোলপোস্ট তাক করে মাত্র একটি শট নিতে পেরেছেন। কখন আবার! পেনাল্টিতে!

জাতীয় দলের হয়ে প্রতিযোগিতামূলক ও প্রীতি ম্যাচ মিলিয়ে এ নিয়ে ৭১ গোল করলেন মেসি। দেশের হয়ে দক্ষিণ আমেরিকান কোনো ফুটবলারের সর্বোচ্চ গোলের খেরোখাতায় মেসি এখন দুইয়ে। তাঁর সামনে রয়েছেন ব্রাজিল কিংবদন্তি পেলে।

৭৭ গোল করেছেন তিনবার বিশ্বকাপজয়ী সাবেক এ ফুটবলার। মেসি-সুয়ারেজ আরও একটি জায়গায় মিলে গেছেন দারুণভাবে। দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে বিশ্বকাপ বাছাইপর্বে সর্বোচ্চ গোলের রেকর্ডও মেসি-সুয়ারেজের। দুজনেই সমান ২২টি করে গোল করলেন।