রোনালদোর সতীর্থকে প্রশ্ন, রোনালদোর গায়ের গন্ধ কেমন?

ক্রিস্টিয়ানো রোনালদোফাইল ছবি: রয়টার্স

আন্দ্রে সিলভা নিশ্চিত ভাবেননি, সংবাদ সম্মেলনে এমন প্রশ্নও হতে পারে!  

একটা নতুন ক্লাবে গেছেন, সেখানে প্রথম সংবাদ সম্মেলন তাঁর। কী ধরনের প্রশ্নই-বা হতে পারে? কী ভেবে এই ক্লাবে আসা, কী লক্ষ্য তাঁর, ক্লাবের কোন দিকটি তাঁকে সবচেয়ে বেশি টেনেছে...এসবই তো! আরেকটু চটপটে সংবাদের খোঁজে কোনো সাংবাদিক রোনালদো-মেসির তুলনা নিয়ে সিলভাকে প্রশ্ন করলেও করতে পারতেন। ২৫ বছর বয়সী পর্তুগিজ স্ট্রাইকার যে ক্যারিয়ারে ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে পর্তুগাল জাতীয় দলে খেলেছেন, আর লিওনেল মেসির বিপক্ষে খেলেছেন ক্লাব ফুটবলে, স্প্যানিশ লিগে।

কিন্তু এসব নয়, গতকাল সংবাদ সম্মেলনে অদ্ভুতুড়ে-বিব্রতকর এক প্রশ্নের সম্মুখীন হতে হলো সিলভাকে। তাঁর উদ্দেশে এক সাংবাদিকের প্রশ্ন, ক্রিস্টিয়ানো রোনালদোর গায়ের গন্ধ কেমন, রোনালদোর মতো সুন্দর পেশি তিনি পেতে চান কি না!

নতুন ক্লাবে যোগ দিয়ে খুশি সিলভা
ছবি: টুইটার

পাঁচ-ছয় বছর আগে পোর্তোর জার্সিতে পেশাদার ফুটবলে অভিষেকের পর দুই বছরে আলো ছড়িয়ে বেশ নাম কুড়িয়েছিলেন সিলভা, পর্তুগালের নতুন প্রতিভাদের একজন হিসেবে তাঁকে দেখা হতো। কিন্তু সেখানে ৪১ ম্যাচে ১৭ গোল করার পর ২০১৭ সালে এসি মিলানে গিয়ে পথ হারালেন। এক বছর ছিলেন মিলানে, ২৫ ম্যাচে করলেন ২ গোল। সেখান থেকে ২০১৮-১৯ মৌসুমে সেভিয়ায় ধারে গিয়ে ২৭ ম্যাচে করলেন ৯ গোল। এরপর জার্মান ক্লাব আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টে গিয়ে আবার নিজেকে খুঁজে পেলেন সিলভা।

মিলান থেকেই ২০১৯-২০ মৌসুমে ধারে গিয়ে করলেন ২৫ ম্যাচে ১২ গোল, পরের মৌসুমে তাঁকে পাকাপাকিভাবে কিনে নেয় ফ্রাঙ্কফুর্ট। এবার ৩২ ম্যাচে সিলভা করলেন ২৮ গোল! এমন ফর্ম দেখেই এই মাসের শুরুর দিকে ৩ কোটি ইউরোতে সিলভাকে দলে টেনে নেয় জার্মানিরই আর বি লাইপজিগ। গতকাল নতুন ক্লাবের হয়ে তাঁর পরিচিতি অনুষ্ঠান হলো, এরপর সংবাদ সম্মেলনেই অদ্ভুত এই প্রশ্নের মুখে পড়তে হলো সিলভাকে।

এই সংবাদ সম্মেলনেই বিব্রতকর সে প্রশ্ন শুনতে হয়েছে সিলভাকে
ছবি: টুইটার

পর্তুগালের একজন খেলোয়াড়ের সংবাদ সম্মেলন, সেখানে রোনালদোকে নিয়ে অনেক প্রশ্ন থাকাই স্বাভাবিক। প্রথমে স্বাভাবিক ঢঙের প্রশ্নই হচ্ছিল। কিন্তু সিলভাসহ সংবাদ সম্মেলনকক্ষে উপস্থিত সবাইকে চমকে দিয়ে এক সাংবাদিক প্রশ্ন করে বসলেন, ‘আপনি তো ক্রিস্টিয়ানো রোনালদোকে খুব ভালো করে চেনেন, একই ড্রেসিংরুমে ছিলেন আপনি। অনেক হ্যান্ডসাম একজন মানুষ তিনি (রোনালদো)। আপনারও কি তাঁর মতো এত সুন্দর হতে ইচ্ছা করে, তাঁর মতো পেশি বানাতে চান?’

এতটুকুই সিলভাকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। কিন্তু ওই সাংবাদিক এতটুকুতেই থামলেন না। রোনালদোর পেশি থেকে এবার তাঁর প্রশ্নে উঠে এল রোনালদোর গায়ের গন্ধ, ‘তিনি দেখতে যেমন সুন্দর, তাঁর গায়ের গন্ধও কি তেমনই?’ ওই সাংবাদিক নিজের ‘অভিজ্ঞতা’ জানাতে বললেন, ‘আমি শুধু রোনালদোর সুগন্ধির ঘ্রাণ নিয়েছি।’

নতুন জার্সিতে সিলভা
ছবি: টুইটার

এমন প্রশ্নের পর আর কীই-বা জবাব দিতে পারেন সিলভা? বিব্রতকর পরিস্থিতিতে পড়েও অবশ্য দারুণ জবাব দিয়েছেন পর্তুগিজ স্ট্রাইকার। বিব্রতকর প্রসঙ্গটা পুরোপুরি এড়িয়ে গিয়ে রোনালদোর ক্যারিয়ারকেই টেনে আনলেন উত্তরে, ‘ক্রিস্টিয়ানো যত শিরোপা জিতেছে, কোনো দিন আমি যদি অত শিরোপা জিততে পারি, সেটা অসাধারণ হবে। কিন্তু আমি এটা বিশ্বাস করি যে প্রত্যেক মানুষেরই পথ আলাদা। আমি শুধু নিজের সেরাটা দিয়ে যত দূর সম্ভব যাওয়াতেই সব মনোযোগ দিই।’

এরপর রোনালদোকে অনুকরণ করার ইচ্ছা জানিয়ে ওই সাংবাদিকের প্রশ্নটা স্মিত হাসিতে এড়িয়ে গেলেন সিলভা, ‘ক্রিস্টিয়ানো তাঁর ক্যারিয়ারে যত কিছু করে দেখিয়েছেন, তাঁর কিছু করে দেখাতে পারলেই সেটা অসাধারণ হবে। আর তাঁকে অনুরোধ করে দেখব, তিনি যেন নিজের পারফিউমের ঘ্রাণ শুঁকে আমাকে জানান।’