লা লিগা জিততে রিয়াল–বার্সা–আতলেতিকোর কী সমীকরণ

রোববারই চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে সুয়ারেজের আতলেতিকো মাদ্রিদের।ছবি: এএফপি

বুন্দেসলিগা জিতে গেছে বায়ার্ন মিউনিখ। সিরি ‘আ’তে ১১ বছর পর শিরোপা জয় নিশ্চিত করে ফেলেছে ইন্টার মিলান। ইংলিশ প্রিমিয়ার লিগের শ্রেষ্ঠত্ব আবারও ফিরে পেয়েছে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে শিরোপা–লড়াই এখনো জমজমাট লা লিগা ও ফ্রেঞ্চ লিগ ‘আঁ’তে। দুই লিগেই ম্যাচ বাকি আছে দুটি করে। তবে স্পেন ও ফ্রান্স লিগ চ্যাম্পিয়ন পেয়ে যেতে পারে আগামী রোববারই। স্পেনে আতলেতিকো মাদ্রিদ ও ফ্রান্সে লিল চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে সেদিনই।

লা লিগা নামে পরিচিত স্প্যানিশ প্রিমেরা ডিভিশনে ৩৬ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে সবার ওপরে আতলেতিকো। দ্বিতীয় স্থানের রিয়াল মাদ্রিদের চেয়ে ২ পয়েন্টে এগিয়ে দিয়েগো সিমিওনের দল। লিওনেল মেসির বার্সেলোনা আতলেতিকোর চেয়ে পিছিয়ে ৪ পয়েন্টে। লা লিগায় শিরোপা লড়াই এখন সীমাবদ্ধ এই তিন দলের মধ্যেই। সবচেয়ে সুবিধাজনক অবস্থানে আতলেতিকো। ভাগ্য নিজেদের হাতেই আছে দলটির। স্পেনে চ্যাম্পিয়ন হতে শীর্ষ তিনের সামনে কী সমীকরণ, সেটিই মিলিয়ে নিতে পারেন এখানে।

পয়েন্ট তালিকার শীর্ষ তিন

লা লিগায় কার কী সমীকরণ

রিয়ালের চেয়ে ২ পয়েন্ট এগিয়ে আতলেতিকো।
ছবি: এএফপি

আতলেতিকো মাদ্রিদ

শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ: ওসাসুনা (১৬ মে, হোম); ভায়াদোলিদ (২৩ মে, অ্যাওয়ে)।


• শেষ দুই ম্যাচ জিতলেই চ্যাম্পিয়ন আতলেতিকো মাদ্রিদ।
• রোববার রিয়াল মাদ্রিদ যদি পয়েন্ট হারায়, তবে ওসাসুনাকে হারালেই চ্যাম্পিয়ন আতলেতিকো ।
• রোববার রিয়াল জিতে গেলে শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হবে আতলেতিকোকে। শেষ ম্যাচেও রিয়াল পয়েন্ট না হারালে ভায়োদোলিদের বিপক্ষে জিততেই হবে সুয়ারেজ-ওবলাকদের।
• শেষ দুই ম্যাচ হেরেও লিগ জেতার সম্ভাবনা আছে আতলেতিকোর। রিয়াল শেষ দুই ম্যাচ থেকে সর্বোচ্চ ১ ও বার্সা ৪ পয়েন্ট পেলেই ওই সম্ভাবনা অনূদিত হবে।

রিয়ালেরও লিগ জেতার ভালো সম্ভাবনা আছে।
ছবি: রয়টার্স

রিয়াল মাদ্রিদ

শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ: বিলবাও (১৬ মে, অ্যাওয়ে); ভিয়ারিয়াল (২৩ মে, হোম)।


• রিয়াল মাদ্রিদ শেষ দুই ম্যাচ জিতলে ও আতলেতিকো মাদ্রিদ শেষ দুই ম্যাচে ৪ পয়েন্ট পেলে মুখোমুখি লড়াইয়ে হিসেবে এগিয়ে থাকায় চ্যাম্পিয়ন হবে জিদানের দলই।
• বার্সা এক ম্যাচে পয়েন্ট হারালে ও আতলেতিকো শেষ দুই ম্যাচ থেকে মাত্র ১ পয়েন্ট পেলে আর একটি জয় পেলেই চ্যাম্পিয়ন হতে পারে রিয়াল।
• বার্সা-রিয়াল-আতলেতি, তিন দলেরই সমান ৮০ বা ৮২ পয়েন্ট নিয়ে লিগ শেষ করার সম্ভাবনা আছে। সে ক্ষেত্রে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায় চ্যাম্পিয়ন হবে রিয়ালই।

বার্সার সম্ভাবনাই সবচেয়ে কম।
ছবি: রয়টার্স

বার্সেলোনা

শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ: সেল্তা ভিগো (১৬ মে, হোম); এইবার (২৩ মে, অ্যাওয়ে)।


• বার্সা শেষ দুই ম্যাচ জিতলেও তাকিয়ে থাকতে হবে আতলেতিকো ও রিয়ালের দিকে। আতলেতিকো আর একটি ম্যাচ জিতলেই সব সম্ভাবনা শেষ বার্সার।
• আতলেতিকো যদি শেষ দুই ম্যাচে সর্বোচ্চ ১ পয়েন্ট ও রিয়াল সর্বোচ্চ ৩ পয়েন্ট পায় তবেই শেষ দুই ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হতে পারে বার্সা।