লিগ জেতার আর তেমন আশা দেখছেন না বুসকেতস

বার্সেলোনা লিগ জিততে পারবে না বলেই মনে করেন সের্হিও বুসকেতস।ছবি: রয়টার্স

অথচ এই মৌসুমের শেষটা কী দুর্দান্তই না হতে পারত বার্সেলোনার!

বাজে একটা শুরুর পর অধিনায়ক মেসির নেতৃত্বে ঘুরে দাঁড়ানো, একের পর এক ম্যাচ জেতা। সঙ্গে মাঠের বাইরে সাবেক কুখ্যাত সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউর পদত্যাগের পর হোয়ান লাপোর্তার ক্ষমতায় আসা। কোপা দেল রে জেতা। সবকিছু মিলিয়ে কিছুদিন আগেও মাঠ ও মাঠের বাইরে বেশ স্বস্তির একটা সুবাতাস বইছিল বার্সা শিবিরে। মেসিরা আশা করছিলেন, লিগ জেতার মাধ্যমে মৌসুমটাকে অবিস্মরণীয় করে রাখবেন। যত বাধাই আসুক না কেন, বার্সেলোনাকে যে আটকানো যায় না, সে বিজ্ঞাপন আরেকবার তুলে ধরবেন ফুটবলপ্রেমীদের কাছে।

কিন্তু কিসের কী? লিগে যেন বার্সার বড্ড অরুচি। লিগ জিততে হলে হাতে থাকা ম্যাচগুলো তো জিততে হতোই, উল্টো প্রার্থনা করতে হতো আতলেতিকো আর রিয়াল যেন পয়েন্ট হারায়। শেষ দুই ম্যাচে দুই পয়েন্ট হারিয়ে নিজেদের কাজটা নিজেরাই আরও কঠিন বানিয়ে দিয়েছেন মেসিরা। গত রাতে লেভান্তের বিপক্ষে ৩-৩ গোলে ড্র লিগ জয়ের আশাটাকে আরও মিইয়ে দিয়েছে যেন। এমন পারফরম্যান্সের পর যে লিগ জয়ের আশা করা যায় না, সেটা এবার বুঝতে পেরেছেন খোদ বার্সেলোনার পুরোনো যোদ্ধা সের্হিও বুসকেতস।

হতাশ হয়ে মাঠ ছাড়ছেন বুসকেতস।
ছবি: রয়টার্স

বুসকেতস বুঝেছেন, বেশি সময় বাকি নেই আর। রিয়াল ও আতলেতিকো পয়েন্ট হারালেও সেটা বার্সেলোনার শিরোপা জেতার জন্য যথেষ্ট হবে কি না, সেটা নিয়ে সন্দিহান এই রক্ষণাত্মক মিডফিল্ডার, ‘আমাদের বেশি সুযোগ নেই আর। দেখা যাক, বাকিরা (রিয়াল ও আতলেতিকো) কী করে। কিন্তু বেশি পয়েন্টের খেলাও বাকি নেই আর।’

লিওনেল মেসি ও পেদ্রির গোলে লেভান্তের বিপক্ষে শুরুতেই ২-০ গোলে এগিয়ে যায় বার্সেলোনা। প্রথমার্ধে দলটা যেভাবে খেলছিল, মনে হচ্ছিল তিন পয়েন্ট পকেটে চলে আসা সময়ের ব্যাপার মাত্র। কিন্তু পরে সেই একই ভুল করার মাশুল দিয়েছে বার্সেলোনা। একে একে বার্সার জালে তিন গোল পুরেছে লেভান্তে। ওদিকে উসমান দেম্বেলে এক গোল দিলেও সেটা পূর্ণ তিন পয়েন্ট পাওয়ার জন্য যথেষ্ট ছিল না। শেষমেশ দুই পয়েন্ট হারিয়েই মাঠ ছেড়েছে বার্সেলোনা। আর এটাই পোড়াচ্ছে বুসকেতসকে, ‘আমরা দুর্দান্তভাবে শুরু করেছিলাম ম্যাচটা। কিন্তু শেষমেশ সেটা হয়েছে, যেটা গোটা মৌসুম ধরে হয়ে আসছে। আমরা ভুল করেছি এবং প্রতিপক্ষ খুব সহজেই গোল করতে পেরেছে। আমরা দ্বিতীয়ার্ধে মোটেও ভালো খেলিনি। তারাও বেশ ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছে। এটা শুধু এই ম্যাচের ক্ষেত্রেই যে হয়েছে তা না। পুরো মৌসুমে অনেক ম্যাচেই এমনটা হয়েছে। এমন সময়য় ছিল, যখন আমরা বেশ ভালোই খেলছিলাম, কিন্তু আজকের ম্যাচের পর অমনটা আর বলা যায় না।’