লিগ শিরোপার বিনিময়ে পিচিচি ছেড়ে দিতেও রাজি মেসি

লা লিগার গত মৌসুমে শিরোপা গেছে চিরপ্রতিদ্বন্দ্বীদের ঘরে। রিয়াল মাদ্রিদের শিরোপা উৎসব দেখতে হয়েছে লিওনেল মেসিকে। অথচ গত মৌসুমে লা লিগায় তাঁর থেকে বেশি গোল আর কেউ করেননি।

এমন সাফল্যে আনন্দের চেয়ে কষ্ট হয় বেশি। দল কিছু জিততে না পারলে ব্যক্তিগত সাফল্য অনেকের কাছেই কণ্টকাকীর্ণ সিংহাসন! মেসি এমন খেলোয়াড়দেরই একজন, যাঁর কাছে দল সবকিছুর উর্দ্ধে।

আর তাই লিগ শিরোপা না জিতে ‘পিচিচি’ (লা লিগায় সর্বোচ্চ গোলদাতার পুরষ্কার) জয়ে কোনো আগ্রহ নেই বার্সেলোনার আর্জেন্টাইন তারকার।

গত মৌসুমে লিগে সর্বোচ্চ গোল করার পুরস্কারটা কাল পেয়েছেন মেসি। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ তাঁর হাতে তুলে দিয়েছে পিচিচি ট্রফি।

এই পুরস্কার হাতে নিয়েই মেসি বলেছেন, এ মৌসুমে লিগ শিরোপার সঙ্গে তিনি এই ট্রফিটা বিনিময় করতে চান।

মেসি এ মৌসুমে পিচিচি জিততে পারবেন কি না, তা সময়ই বলে দেবে। লিগে এবার খুব ভালো শুরু করতে পারেননি বার্সা তারকা। ১৩ ম্যাচে ৬ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় তিনি তিনে। ভিয়ারিয়ালের জেরার্ড মোরেনো ৮ গোল নিয়ে শীর্ষে।

তবে গত মৌসুমের এই ট্রফি জিতেই দারুণ এক রেকর্ড গড়েছেন ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড। লা লিগার ইতিহাসে আর কোনো খেলোয়াড় মেসির মতো সাতবার পিচিচি জিততে পারেননি। এ পথে মেসি টপকে গেলেন অ্যাথলেটিক বিলবাও কিংবদন্তি তেলমো জারাকে।

এ মৌসুমে শুরুটা ভালো হয়নি মেসির
ছবি: টুইটার

পিচিচি জিতে মার্কাকে মেসি বলেন, ‘অষ্টমবারের মতো পিচিচি জয়? আমি জানি না, এটা নিয়ে ভাবছিও না। এটার প্রতি আমার কোনো মোহ নেই। পিচিচির চেয়ে আমি লা লিগা জিততেই বেশি পছন্দ করব। আমরা এটার জন্যই লড়ছি।’

কিন্তু লিগ জিততে ঠিক যে পথে থাকা প্রয়োজন, বার্সা এখনো সেই পথে উঠে আসতে পারেনি। ১৩ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পাঁচে বার্সা। এ অবস্থান বার্সাভক্তদের কাছে মোটেও প্রত্যাশিত নয়। স্বাভাবিকভাবেই মেসি কিংবা ক্লাবের কাছে তো নয়-ই।

মেসি সে কথা স্বীকার করেই বললেন, ‘আমরা এবার একটু মন্থর গতিতে এগোচ্ছি। এত পয়েন্ট হারানোর কথা না। কিছু ম্যাচ জিততেই পারতাম। শীর্ষে ফিরতে এখন একতাবদ্ধ হয়ে কিছু ভালো ম্যাচ খেলতে হবে।’