লিগ শিরোপার পথে আবারও রোনালদোদের হোঁচট

আবারও হোঁচট খেল জুভেন্টাস
ছবি: রয়টার্স

‘ভেবে দেখেছ কি

তারারাও যত আলোকবর্ষ দূরে

তারও দূরে

তুমি আর আমি যাই ক্রমে সরে সরে।’

‘মহীনের ঘোড়াগুলি’র বিখ্যাত গানটি ক্রিস্টিয়ানো রোনালদো শুনেছেন কি না, কে জানে। না শোনারই কথা। নিজের কাজে সদা ব্যস্ত ইউরোপীয় একজন ফুটবল তারকা উপমহাদেশীয় কোনো ব্যান্ডের গান শুনছেন, এমন প্রত্যাশা করা অমূলক। কিন্তু যদি শুনতেন, তাহলে হয়তো নিজের বর্তমান অবস্থার সঙ্গে বেশ ভালোই মেলাতে পারতেন এই পর্তুগিজ তারকা। লিগ শিরোপা যে গানের কথার মতোই রোনালদোদের থেকে ক্রমে ক্রমে দূরে সরে যাচ্ছে!

আরেকটু দূরে সরে গিয়েছে গত রাতে। হেল্লাস ভেরোনার মাঠে লিগের ম্যাচ খেলতে গিয়েছিল জুভেন্টাস। যথারীতি গোল করেছেন রোনালদো। কিন্তু নিজের দায়িত্বটুকু ঠিকঠাক পালন করলে কী হবে, মাঠের অপর প্রান্তে তো ঠিকই গোল খেয়ে বসেছে বর্তমান লিগ চ্যাম্পিয়নরা! আর তাতেই নিশ্চিত হয়ে গিয়েছে আরও দুটি পয়েন্ট হারাচ্ছেন রোনালদোরা। আর পয়েন্ট হারানো মানে, লিগ শিরোপার দৌড়ে আরেকটু পিছিয়ে গেছেন তাঁরা।

শিরোপা থেকে কী আরও একটু দূরে সরে গেল জুভেন্টাস?
ছবি: রয়টার্স

স্তাদিও মার্কান্তোনিও বেন্তেগোদিতে এদিন দুই দলই নেমেছিল ৩-৫-২ ছকে। জুভেন্টাসের হয়ে আক্রমণভাগে রোনালদোর সঙ্গে জুটি বেঁধেছিলেন দেয়ান কুলুসেভস্কি। ম্যাচের দ্বিতীয় মিনিটেই রোনালদোর কাছ থেকে বল নিয়ে গোল করার একটা সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন ওয়েলশ মিডফিল্ডার অ্যারন র‍্যামসি। সাত মিনিটে জুভেন্টাসের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছিল হেল্লাস, উইংব্যাক দাভিদে ফারাওনির এক হেড লাগে গোলবারে। ১৪ মিনিটে জুভেন্টাসের ইতালিয়ান উইঙ্গার ফেদেরিকো কিয়েসার এক শট বেশ ভালোভাবেই আটকে দেন গোলরক্ষক মার্কো সিলভেস্ত্রি। ডান উইংয়ে ম্যাচজুড়েই বেশ দুর্দান্ত খেলেছেন কিয়েসা।

৪৯ মিনিটে এই কিয়েসার পাস থেকেই ডান পায়ের শটে গোল করে দলকে এগিয়ে দেন রোনালদো। ৭৭ মিনিটে সার্বিয়ান মিডফিল্ডার দারকো লাইয়োভিচের ক্রসে মাথা ছুঁইয়ে হেল্লাস ভেরোনাকে সমতায় ফেরান চেক প্রজাতন্ত্রের মিডফিল্ডার আন্তোনিন বারাক। আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবে এই বারাক এবার বেশ নাম কুড়িয়েছেন। রোনালদোদের বিপক্ষে গোল করেই নিজের জাত চেনালেন যেন।

‘অভিজ্ঞতার অভাবে’ই হোাচট খাচ্ছে জুভেন্টাস?
ছবি: রয়টার্স

শেষে সুযোগ পেয়েও আর কাজে লাগাতে পারেননি রোনালদোরা। আর তাতেই নিশ্চিত হয়ে গিয়েছে ২৩ ম্যাচ শেষে ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা ইন্টার মিলানের চেয়ে জুভেন্টাসের সাত পয়েন্টের ব্যবধান। দ্বিতীয় স্থানে থাকা এসি মিলানের পয়েন্ট ৪৯।

এদিকে জুভেন্টাসের কোচ আন্দ্রেয়া পিরলো পয়েন্ট হারানোর পেছনে দায়ী করেছেন দলের অনভিজ্ঞতাকে, ‘দলে অভিজ্ঞতা নেই। অনেক তরুণ খেলোয়াড় এখন দলে। দলে এমন কেউ নেই, যে কিনা প্রয়োজনের সময়ে নিজের গলার আওয়াজ সবাইকে শোনাতে পারে। আমি রোনালদো আর অ্যালেক্স সান্দ্রোকে বলেছিলাম ম্যাচের মধ্যে আরেকটু সবাইকে উদ্বুদ্ধ করতে। আমাদের বেঞ্চেও মানসম্পন্ন খেলোয়াড় ছিল না।’