লিগের কাছ থেকে ২৭১০ কোটি পাবে বার্সা, মেসির চুক্তি নবায়নের আশা
সিভিসি ক্যাপিট্যাল পার্টনারস। যুক্তরাজ্যভিত্তিক একটি বিনিয়োগ কোম্পানি। কিন্তু বার্সেলোনার কাছে এই নামটা এখন কোনো দেবদূতের চেয়ে কম কিছু নয়!
এখনো আনুষ্ঠানিকভাবে নয়, তবে স্প্যানিশ লা লিগার সঙ্গে ২৭০ কোটি ইউরোর একটা চুক্তি করেছে সিভিসি। এই চুক্তি অনুযায়ী লা লিগা কর্তৃপক্ষ একটা নতুন কোম্পানি তৈরি করবে, যেটির দায়িত্ব হবে স্পনসরশিপ চুক্তিসহ লিগের বাণিজ্যিক দিকগুলো দেখা।
ওই নতুন প্রতিষ্ঠিত কোম্পানির ১০ শতাংশের মালিকানাস্বত্ব থাকবে সিভিসির। এই অর্থ দিয়ে ক্লাবগুলোর অবকাঠামোগত উন্নতি, খেলোয়াড় কেনাবেচা কিংবা বেতন দেওয়ায় সাহায্য করা হবে।
এখানেই বার্সেলোনা দেখছে নতুন আশা। ২৭০ কোটি ইউরোর ৯০ শতাংশই ক্লাবগুলোর মধ্যে বণ্টন করে দেবে লিগ কর্তৃপক্ষ, যে হিসাবে বার্সেলোনা ২৭ কোটি ইউরো পাওয়ার কথা। এ অর্থের কিছু অংশ দলের পেছনে খরচ করতে পারবে বার্সা। আর দলের পেছনে অর্থ খরচের অনুমতি পাওয়া মানে লিওনেল মেসির চুক্তি নবায়নে নতুন আশা পাচ্ছে বার্সা।
সিভিসির সঙ্গে লা লিগার চুক্তি অবশ্য এখনো আনুষ্ঠানিক হয়নি। সব কটি ক্লাব মিলে বৈঠকে বসে এই চুক্তিতে সম্মতি দিলেই চুক্তি হবে। সে ক্ষেত্রে লিগের কাছ থেকে অর্থ পাবে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদসহ সব ক্লাব।
সব ক্লাব অবশ্য সমান পরিমাণ অর্থ পাবে না। স্প্যানিশ দৈনিক মার্কা লিখেছে, বার্সেলোনা ২৭ কোটি ইউরো পেতে পারে, রিয়াল পাবে ২৬ কোটি ১০ লাখের মতো। এই ভেদাভেদ কেন? মার্কা জানাচ্ছে, গত সাত মৌসুমে টিভিতে সম্প্রচার থেকে কোন ক্লাবের সুবাদে কেমন অর্থ পেয়েছে লিগ, সেটির ভিত্তিতে বণ্টন হবে। সেখানেই এগিয়ে গেছে বার্সা।
সিভিসি থেকে পাওয়া অর্থের ৯০ শতাংশ ক্লাবগুলোর মধ্যে বণ্টনের পর লিগ কর্তৃপক্ষ ১০ কোটি ইউরোর একটা তহবিল আলাদা করে রাখলে মেয়েদের ফুটবল ও অপেশাদার-আধা পেশাদার ফুটবলের উন্নয়নের জন্য।
বার্সা যে ২৭ কোটি ইউরো পাবে, তার ১৫ শতাংশ খরচ করতে পারবে দলের পেছনে। সেটি খেলোয়াড় কেনাবেচায় খরচ করা হবে, নাকি খেলোয়াড়দের বেতন দেওয়ায়—সেটা ক্লাবের বিবেচনা। বার্সার এবার দলবদলে খেলোয়াড় কেনায় তেমন খরচ হয়নি।
শুধু রাইটব্যাক এমারসন রয়ালকে রিয়াল বেতিস থেকে ফিরিয়ে নিয়ে এসেছে প্রায় ৯০ লাখ ইউরো খরচায়। এর বাইরে সের্হিও আগুয়েরো, মেম্ফিস, এরিক গার্সিয়াকে কিনতে কোনো খরচ হয়নি, কারণ তিনজনেরই তাঁদের সাবেক ক্লাবের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে গিয়েছিল।
বার্সার দলবদলে খরচ নয়, খেলোয়াড়দের বেতনেই খরচের দরকার। লিগের বেঁধে দেওয়া বেতনের সীমা অতিক্রম করায় নতুন চার খেলোয়াড়কে তো নিবন্ধন করাতে পারছিলই না বার্সেলোনা, গত ৩০ জুন বার্সার সঙ্গে চুক্তি শেষ হয়ে যাওয়া লিওনেল মেসির চুক্তিও নবায়ন করতে পারছে না বার্সা।
গত কিছুদিনে বিভিন্ন সূত্র থেকে গুঞ্জন উঠেছে, মেসির সঙ্গে বার্সার চুক্তি নিয়ে সমঝোতা হয়ে গেছে, কিন্তু ক্লাবের বেতনের খরচকে সীমার মধ্যে আনতে পারছে না বলে মেসিকে নিবন্ধন করাতে পারছে না বার্সা। নতুন এই ২৭ কোটি ইউরো মেসির চুক্তি নবায়নসহ আগুয়েরো-মেম্ফিসদের নিবন্ধনেও বার্সাকে সাহায্য করবে, লিখেছে বার্সেলোনাভিত্তিক সংবাদমাধ্যম স্পোর্ত।
ইএসপিএনের বার্সাভিত্তিক সাংবাদিক সামুয়েল মার্সদেন অবশ্য টুইট করেছেন, ‘...বেতনে খরচের সীমা ‘‘কিছুটা বাড়বে’’ বলে আমাকে জানানো হয়েছে। তবে এই অর্থে দলবদলের জন্য বরাদ্দ বেড়ে যাবে না। এখনো বেতনের বিল কমাতে বার্সাকে অনেক কাজ করতে হবে। তবে প্রতিটি ছোট অবদানই সাহায্য করে, আর এটা ক্লাবের জন্য অনেক ভালো একটা খবর।’
সিভিসির এই বিনিয়োগ নিয়ে লা লিগা আরও জনপ্রিয় হওয়ার লক্ষ্যে কাজ করবে। পাঁচ-ছয় বছরের মধ্যে জনপ্রিয়তায় ইংলিশ প্রিমিয়ার লিগকে ধরে ফেলার পরিকল্পনা লা লিগার, সিভিসি-লা লিগা চুক্তি–সংশ্লিষ্ট এক ব্যক্তির নাম প্রকাশ না করার শর্তকে সম্মান জানিয়ে এমনটাই লিখেছে সংবাদ সংস্থা রয়টার্স।