লিভারপুল থেকে এমবাপ্পের বিকল্প আনছে পিএসজি?

এ তিনজনের একজনই যাচ্ছেন পিএসজিতে?ছবি: লিভারপুল টুইটার

কী একটা অবস্থা পিএসজির!

এমন দুজন খেলোয়াড় তাঁদের দলে, যাদের নিয়ে প্রতিনিয়ত দলবদলের গুঞ্জন ওঠে। বলা হচ্ছে নেইমার আর কিলিয়ান এমবাপ্পের কথা। দুজনকে কিনতে প্রায় ৪০ কোটি ইউরো খরচ হলেও প্রায় প্রতি দলবদলের বাজারে তাঁদের ক্লাব ছাড়ার কথাবার্তা শোনা যায়। নেইমার বার্সেলোনায় ফেরত যাচ্ছেন, এই গুঞ্জনের তো কোনোই সীমা–পরিসীমা নেই। এমবাপ্পেকে নিয়েও গুঞ্জন কম নেই। নিজেদের পরবর্তী ‘গ্যালাকটিকো’ হিসেবে এমবাপ্পেকেই দলে চাইছে রিয়াল মাদ্রিদ—কয়েক বছর ধরেই শোনা যায় এমন কথা।

দল খারাপ খেললেও এই মৌসুমে দুর্দান্ত ফর্মে আছেন সালাহ।
ছবি: রয়টার্স

কিন্তু যতই এমন কথা শোনা যাক না কেন, শেষমেশ পিএসজি কিন্তু ঠিকই এই দুই তারকাকে ধরে রেখেছে এখন পর্যন্ত। কিন্তু ভবিষ্যতেও যে ধরে রাখতে পারবে, তাঁর নিশ্চয়তা কোথায়? রিয়াল, বার্সা, লিভারপুল, সিটির মতো ক্লাবগুলোর ‘লোলুপ দৃষ্টি’ উপেক্ষা করে এই দুই খেলোয়াড়কে ধরে রাখার পেছনে পিএসজিকে সবচেয়ে বেশি সাহায্য করেছে এই দুজনের সঙ্গে তাঁদের চুক্তি। চুক্তি থাকা অবস্থায় কেউ এমবাপ্পে বা নেইমারকে চাইলে আগ্রহী ক্লাবের সঙ্গে আলোচনার টেবিলে পিএসজি এমনিতেই একটা সুবিধা পেয়ে থাকে। চুক্তির মেয়াদ যত কমতে থাকে, সেই সুবিধাও তত বেশি কমতে থাকে পিএসজির।

নেইমার-এমবাপ্পে—দুজনের সঙ্গেই পিএসজির চলতি চুক্তি শেষ হতে যাচ্ছে আগামী বছরের জুনে। মেরেকেটে আর এক বছর আছে। এরপরই দুজন চুক্তির শিকল থেকে মুক্ত, তাঁরা যদি পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করেন, সেটি ভিন্ন প্রসঙ্গ। চুক্তি নবায়ন করলে তো ভালো, না করলে আবার পিএসজির সমস্যা। বিকল্প খোঁজা লাগবে। সেই বিকল্প হিসেবে এখন খবরে এসেছে মোহাম্মদ সালাহর নাম।

এমবাপ্পের ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা বেড়েই চলেছে
ছবি: রয়টার্স

ফরাসি সংবাদমাধ্যম লা পারিসিয়েন জানিয়েছে, পিএসজি থেকে কিলিয়ান এমবাপ্পে চলে গেলে তাঁর জায়গায় লিভারপুল থেকে ২৯ বছর বয়সী মিসরীয় উইঙ্গার মোহাম্মদ সালাহকে আনতে পারে তারা। লিভারপুলের হয়ে বড় শিরোপাগুলোর সব কটিই মোটামুটি জেতা হয়ে গেছে এই উইঙ্গারের। অল রেডদের ৩০ বছরের লিগখরা মেটাতে সাহায্য করেছেন, জিতেছেন চ্যাম্পিয়নস লিগও। সালাহদের হাত ধরে লিভারপুলে এসেছে উয়েফা সুপার কাপ এবং ক্লাব বিশ্বকাপ। কিন্তু এবার লিভারপুল কেমন যেন ম্রিয়মাণ। সালাহ দুর্দান্ত ফর্মে আছেন ঠিকই, কিন্তু সে অনুযায়ী লিভারপুল ভালো কিছু করতে পারছে না।

চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিয়েছে, লিগেও অবস্থা তথৈবচ। কাপ প্রতিযোগিতাগুলো থেকেও বিদায় নিয়েছে তাঁরা। বিভিন্ন সময়ে সালাহ ও তাঁর মুখপাত্র আকারে-ইঙ্গিতে বুঝিয়েছেন, লিভারপুল ছাড়ার বিষয়টা একদমই অস্বাভাবিক কিছু নয় এখন। ওদিকে লিভারপুলের বাজে ফর্মও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, ক্লাবে পরিবর্তন অবশ্যম্ভাবী। আবারও নতুন করে শুরু করতে হবে ক্লপকে। ফলে কয়েক দিন আগেও যে খেলোয়াড়দের মনে করা হচ্ছিল অবিক্রিযোগ্য, তাঁদেরও বিক্রির ব্যাপারে চিন্তাভাবনা করা শুরু করে দিয়েছে লিভারপুল—লা পারিসিয়েনের প্রতিবেদন এমনটাই জানাচ্ছে।

কবে পিএসজি ছাড়বেন এমবাপ্পে?
ছবি : রয়টার্স

সবকিছু মিলিয়ে সালাহ যদি ক্লাব ছাড়েন, খুব বেশি আশ্চর্যের কিছু হবে না সেটা। আর ওদিকে এমবাপ্পে যদি পিএসজির হয়ে চুক্তি নবায়ন না করেন, সে ক্ষেত্রে সালাহর পরবর্তী ঠিকানা হতে পারে প্যারিস—লা পারিসিয়েন সেটাই জানাচ্ছে। চার বছর ধরে লিভারপুলে থাকা সালাহকে দলে আনার জন্য পিএসজির ক্রীড়া পরিচালক লিওনার্দো ও সভাপতি নাসের আল খেলাইফি এর আগেও চেষ্টা করেছেন, কিন্তু ব্যাটে-বলে মেলেনি। লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর মতো তারকাকে দলে আনার ব্যাপারে বছরের পর বছর ধরে তাঁরা চেষ্টা চালিয়ে গেলেও এই দুই মহারথীকে তাঁরা আদৌ দলে আনতে পারেন কি না, সেটাও একটা প্রশ্ন। আর না পারলে সালাহর দিকে হাত বাড়াবে তাঁরা।

অবশ্য সালাহর বিকল্প হিসেবে ঘুরেফিরে সেই এমবাপ্পের দিকেই হাত বাড়াতে পারে লিভারপুল, এটাও শোনা যাচ্ছে বছরখানেক ধরে। সে হিসেবে দুজন ক্লাব অদল–বদল করলেও খুব বেশি চমকের কিছু হবে না।