লিভারপুলের পর চেলসিকেও ছাড়ল না ওয়েস্ট হাম

চেলসির জালে বল ঢুকছে তৃতীয়বারের মতোছবি: রয়টার্স

গত ৭ নভেম্বর নিজেদের মাঠে লিভারপুলকে ৩-২ গোলে হারিয়ে দিয়েছিল ওয়েস্ট হাম। কিন্তু এরপর থেকে গত দুই মৌসুমে প্রিমিয়ার লিগে চমক দেখিয়ে চলা দলটা আর জয়ের দেখাই যেন পাচ্ছিল না। উলভারহ্যাম্পটনের মাঠে হেরে গেল, এরপর হারল ম্যানচেস্টার সিটির মাঠেও। ব্রাইটনের বিপক্ষে ১-১ গোলে টানা তিন ম্যাচে জয়হীন থাকায় লিভারপুলের বিপক্ষে জয়ের আনন্দটাই যেন মিলিয়ে যেতে বসেছিল ওয়েস্ট হামের।

কিন্তু নিজেদের মাঠে আজ চেলসিকে পেয়ে সে আনন্দ আবার ফিরিয়ে আনল ডেভিড ময়েসের দল। উপলক্ষটাই দারুণ। একে তো চেলসি ম্যাচের আগে ছিল লিগ শীর্ষে থাকা দল, তার ওপর আবার চেলসি আর ওয়েস্ট হাম লন্ডনেরই ক্লাব। ‘ডার্বি’তে শেষ পর্যন্ত টমাস টুখেলের দলকে ৩-২ গোলে হারিয়ে দিয়েছে ওয়েস্ট হাম। সেটিও কীভাবে! দুবার পিছিয়ে পড়ার ফিরে এসে শেষ মুহূর্তে গোল করে জয়!

থিয়াগো সিলভার গোলে প্রথমে এগিয়ে যায় চেলসি
ছবি: রয়টার্স

গোল খেয়ে ১২ মিনিট পরই তা ফেরত দেওয়ার ‘রীতি’ মেনে দুবার ম্যাচে সমতা ফিরিয়েছে ওয়েস্ট হাম। ২৮ মিনিটে কর্নার থেকে ম্যাসন মাউন্টের ক্রসে থিয়াগো সিলভার হেডে এগিয়ে যায় চেলসি।

এ গোলে চেলসির এক টুকরা ইতিহাসেও নাম উঠে যায় সিলভার। ‘ব্লু’দের ইতিহাসে এখন লিগে সবচেয়ে বেশি বয়সী গোলদাতা ৩৭ বছর ৭৩ দিন বয়সী ব্রাজিলিয়ান ডিফেন্ডার। এর আগে চেলসির হয়ে লিগে সবচেয়ে বেশি বয়সে গোলের রেকর্ড ছিল চেলসির কিংবদন্তি আইভরিয়ান স্ট্রাইকার দিদিয়ের দ্রগবার (৩৭ বছর ৪৯ দিন বয়সে, ২০১৫ সালে লেস্টার সিটির বিপক্ষে)।

কিন্তু সিলভার গোলে চেলসির এগিয়ে যাওয়ার আনন্দ ১২ মিনিট পরই হাওয়া। পেনাল্টি থেকে আর্জেন্টাইন মিডফিল্ডার মানুয়েল লানসিনির গোলে সমতায় ফেরে হ্যামার্স। গোলটার পেছনে চেলসির মিডফিল্ডার জর্জিনিওরই দায় বেশি।

মাউন্ট দারুণ ভলিতে করেন চেলসির দ্বিতীয় গোল
ছবি: রয়টার্স

কদিন আগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে চেলসির ১-১ গোলে ড্র ম্যাচে তাঁর ভুল ব্যাক পাস থেকে গোল পেয়েছিল ইউনাইটেড, আজ আবার একই ভুল জর্জিনিওর। গোলকিপার এদুয়ার্দ মেন্দির উদ্দেশে ইতালিয়ান মিডফিল্ডারের দেওয়া ব্যাক পাসে হিসাবে ভুল হলো, তাতে এমনই চাপে পড়েন মেন্দি যে ওয়েস্ট হামের ফরোয়ার্ড জ্যারড বাওয়েনকে ফেলে দিতে হয় তাঁকে। পেনাল্টি!

ম্যান ইউনাইটেডের বিপক্ষে সেদিন নিজের ভুলের প্রায়শ্চিত্ত জর্জিনিও নিজেই করেছিলেন পেনাল্টি থেকে গোল করে, আজ আর তা হলো না। তবে চেলসির আবার এগিয়ে যেতে সময়ও লাগেনি। ৪৪ মিনিটেই হাকিম জিয়াশের লম্বা পাসে নিখুঁত ভলিতে গোল করেন ম্যাসন মাউন্ট। এগিয়ে থেকে বিরতিতে যায় চেলসি।

তখন কে ভেবেছিল, চেলসি হারতে পারে! সম্ভাবনার হিসাব-নিকাশের বেলায় পরিসংখ্যান এসে জানাচ্ছিল, ২০১৮ সালের ডিসেম্বরে উলভারহ্যাম্পটনের বিপক্ষে ম্যাচের পর আজকের আগে লিগে ৪৭ ম্যাচে কখনো এগিয়ে থেকে বিরতিতে যাওয়ার পর ম্যাচে হারেনি চেলসি।

পেনাল্টি থেকে লানসিনির গোলে প্রথমবার সমতায় ফেরে ওয়েস্ট হাম
ছবি: রয়টার্স

৪৮তম বারে এসে হিসাব পাল্টে গেল আজ। চোটে পড়া কাই হাভার্টজের বদলে বিরতির পর স্ট্রাইকার রোমেলু লুকাকুকে নামায় চেলসি, কিন্তু ৫৬ মিনিটে উল্টো গোল পেয়ে যায় ওয়েস্ট হাম। বক্সের প্রান্ত থেকে নিচু শটে গোল করেন জ্যারড বাওয়েন।

ম্যাচে ৬৪ শতাংশ বলের দখল রাখা, শটের সংখ্যায় (১৯-১১) এগিয়ে থাকা চেলসিকে শেষ পর্যন্ত ড্রও দিল না ওয়েস্ট হাম। ৮৭ মিনিটে আর্থুর মাসুয়াকুর গোলে জিতেই মাঠ ছাড়ল। চেলসি কোচ টুখেলের জন্য অপ্রীতিকর একটা পরিসংখ্যানও বাড়তি মাত্রা পেল। জার্মান কোচের অধীনে এ নিয়ে ৫৩ ম্যাচে তৃতীয়বার ম্যাচে একের বেশি গোল খেল চেলসি।

এখন শীর্ষ স্থান হারানো তো বটেই, তিনে নেমে যাওয়ার শঙ্কায়ও থাকতে হচ্ছে চেলসিকে। ১৫ ম্যাচে ৩৩ পয়েন্ট চেলসির, দুইয়ে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ১৪ ম্যাচে ৩২। তিনে থাকা লিভারপুল ১ পয়েন্ট পিছিয়ে সিটির চেয়ে।

লিভারপুল এই মুহূর্তে ওয়েস্ট হামের বিপক্ষে খেলছে, ম্যান সিটি আজ রাত ১১টা ৩০ মিনিটে নামবে ওয়াটফোর্ডের মাঠে। ১৫ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে ৪ নম্বরে ওয়েস্ট হাম।