লিভারপুলের ব্রাজিল তারকার বাবার কী মর্মান্তিক মৃত্যু!

লিভারপুলের ব্রাজিলিয়ান গোলকিপার আলিসন ও ক্লাবটির কোচ ইয়ুর্গেন ক্লপ
ছবি: টুইটার

সময় খারাপ হলে ভাগ্যও নাকি বেইমানি করে—আলিসন বেকার কথাটা এখন মর্মে মর্মে উপলব্ধি করছেন।

সাম্প্রতিক সপ্তাহগুলোয় মাঠে ফর্ম ভালো যাচ্ছে না লিভারপুলের এই ব্রাজিলিয়ান গোলকিপারের। ম্যানচেস্টার সিটির বিপক্ষে ৪–১ গোলে হারের ম্যাচে একটা নয়, দু–দুটো ভুল করেছেন।

তা-ও ভুল দুটি করেছেন ম্যাচ ১-১ থাকা অবস্থায়, দুটি ভুল থেকেই গোল খেয়েছে লিভারপুল। এরপর লেস্টার সিটির বিপক্ষে ম্যাচেও লিভারপুল ১-০ গোলে এগিয়ে থাকা অবস্থায় ভুল করেছেন, সে ম্যাচে পরে ৩-১ গোলে হারে ইয়ুর্গেন ক্লপের দল।

গোলপোস্টের নিচে আগের বিশ্বস্ত হাত দুটো হারিয়ে খুঁজছেন আলিসন। এখন থেকে তাঁকে মনে মনে খুঁজতে হবে আরও একজনকে, মাথার ওপর বিশ্বস্ততা জোগাত যে হাত দুটি। কিন্তু আর কখনোই তাঁর দেখা পাওয়া যাবে না। বাবা হারিয়েছেন আলিসন। মৃত্যুটাও স্বাভাবিক নয়। পানিতে ডুবে মারা গেছেন তাঁর বাবা।

ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় শহর রিনকাও দো ইনফার্নোয় অবসর সময় কাটানোর একটা বাড়ি আছে আলিসনদের। সেই বাড়িসংলগ্ন লেকের পানিতে ডুবে মারা গেছেন আলিসনের বাবা জোসে বেকার।

৫৭ বছর বয়সী ভদ্রলোক লেকের পানিতে সাঁতার কাটতে নেমেছিলেন। কাল স্থানীয় সময় বিকেল পাঁচটা নাগাদ তাঁকে নিখোঁজ ঘোষণা করা হয়। রিও গ্রান্দের কাকাপাভা ডু সুল ফায়ার সার্ভিসের কর্মীরা রাত ১১টা ৫৯ মিনিটে তাঁর প্রাণহীন দেহ উদ্ধার করেন, ইএসপিএন ব্রাজিলকে জানিয়েছে কর্তৃপক্ষ। তাঁর মৃত্যুতে অস্বাভাবিক কোনো কিছুর সন্দেহ করা হচ্ছে না।

বাবা জোসে বেকারের সঙ্গে আলিসন
ছবি: ইনস্টাগ্রাম

আলিসনদের পরিবার জার্মান বংশোদ্ভূত। তাঁর বাবা ঝরঝরে জার্মান বলতেন। ২৮ বছর বয়সী এ গোলরক্ষক রোমায় থাকতে তাঁকে ‘জার্মান’ বলা হতো। দুই ছেলেকেই ফুটবলার বানিয়েছেন জোসে বেকার।

আলিসনের বড় ভাই মুরিয়েল ব্রাজিলের ক্লাব ফ্লুমিন্সের গোলরক্ষক। ২০১৮ সালে রোমা থেকে লিভারপুলে যোগ দেন আলিসন। পরের বছর জিতে নেন ফিফা ‘বেস্ট’ গোলরক্ষকের বর্ষসেরা পুরস্কার।

ব্রাজিলের পোর্তো অ্যালেগ্রে অঞ্চলের ক্লাব ইন্তারনাসিওনালে একসঙ্গে খেলেছেন আলিসন ও মুরিয়েল। তাঁদের বাবার মৃত্যুতে শোক জানিয়েছে ইন্তারনাসিওনাল, ‘আমাদের সাবেক দুই গোলকিপার আলিসন ও মুরিয়েলের বাবা জোসে অগাস্তিনিও বেকারের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।’

ইএসপিএন ব্রাজিল জানিয়েছে, লেকের বাঁধ থেকে ডাইভ দেওয়ার পর জোসে বেকারকে আর পাওয়া যাচ্ছিল না। বাঁধটা আলিসনদের পারিবারিক জায়গার মধ্যে।

কাকাপাভা ডু সুল ফায়ার সার্ভিসকে খবর দেয় স্থানীয় পুলিশ। তারা একটি উদ্ধারকর্মী দল পাঠায় রাত সাড়ে ৯টা নাগাদ। রাত ১২টা নাগাদ জোসে বেকারের মৃতদেহ পাওয়ার খবরটি নিশ্চিত করেছে ইএসপিএন ব্রাজিল

সংবাদ সংস্থাটিকে বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন দুই ছেলের মুখপাত্রও। আলিসন ও মুরিয়েলের ক্যারিয়ারে বেশ বড় ভূমিকা ছিল একসময়ের অপেশাদার ফুটবল খেলা গোলকিপার জোসের। আলিসনের দাদা অস্কারও ছিলেন গোলকিপার।

২০১৮ সালে একবার আলিসন বলেছিলেন, ‘আমরা গোলকিপারদের পরিবার। আমার বাবা তাঁর কাজের জায়গার দলের হয়ে খেলেছেন। মা স্কুলে হ্যান্ডবল খেলেছেন এবং আমার দাদা অপেশাদার ফুটবল খেলেছেন। তাঁদের পর আমার ভাই যখন খেলা শুরু করল, আমিও নেমে পড়ি।’

মুরিয়েলের ক্লাব ফ্লুমিন্সের টুইট, ‘গোলকিপার মুরিয়েল ও আলিসনের বাবা জোসে অগাস্তিনিও বেকারের মৃত্যুতে গভীর শোক জানাচ্ছে ফ্লুমিন্সে ফুটবল ক্লাব। তাঁদের পরিবার ও স্বজনদের প্রতি সহমর্মিতা।’