লুকাকুর জন্মদিনে ২৪ জনকে জরিমানা

লুকাকুর জন্মদিনের পার্টি বন্ধ করেছে পুলিশ।ছবি: রয়টার্স

আজ রোমেলু লুকাকুর জন্মদিন। ইন্টার মিলানকে ১১ বছর পর সিরি ‘আ’ জেতানো বেলজিয়ান ফরোয়ার্ড পা দিয়েছেন ২৮-এ। দল লিগ জিতেছে কদিন আগে। সেই রেশ না কাটতেই জন্মদিন, গত রাতে বড়সড় পার্টিই হলো।

সেই পার্টিতে অবশ্য বাগড়া দিয়েছে পুলিশ। ইতালিয়ান পুলিশ জানিয়েছে, মিলানের স্কয়ার মিলানো দুয়োমো হোটেলে করোনাবিধি ভঙ্গের অভিযোগে অভিযান চালিয়েছে তারা। রাত ৩টায় চালানো সেই অভিযানে লুকাকু ও তাঁর সতীর্থ অ্যাশলি ইয়াং, আশরাফ হাকিম, ইভান পেরিসিচসহ মোট ২৪ অতিথিকে জরিমানা করা হয়।

সিরি ‘আ’তে এবার ২২ গোল করেছেন রোমেলু লুকাকু।
ছবি: রয়টার্স

লুকাকুর ঘনিষ্ঠজনেরা জানাচ্ছেন, লুকাকু নিজে জন্মদিনের পার্টি দেননি। উৎসবের আয়োজন করেছেন লুকাকুর পরিচিত সেই হোটেলের ম্যানেজার। করোনাভাইরাসের সঙ্গে লড়াই করা মিলান এখন ‘ইয়েলো জোন’। এই জোনে থাকা মানুষজন আগামী ১৫ জুন পর্যন্ত দিনে একবার বাড়ি থেকে বেরোতে পারেন। আবার একসঙ্গে চারজনের বেশি বেরোনোও নিষেধ।

তার ওপর ইয়েলো জোনে রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত কারফিউ চলে। এমন পরিস্থিতিতে লুকাকুরা কিনা পার্টি করলেন শেষ রাতে। পুলিশকে কেউ জানানোর পরই চলে অভিযান।

লিগ শিরোপা নিশ্চিত হয়ে গেলেও ইন্টার মিলানের বড় ম্যাচ বাকি আছে। আগামী শনিবার টানা ৯ বারের চ্যাম্পিয়ন জুভেন্টাসের মুখোমুখি হবে ১১ বছর পর শিরোপা জেতা দলটি। জুভেন্টাসকেও অবশ্য এমন ঘটনার মুখোমুখি হতে হয়েছে। করোনার বিধি ভঙ্গের অভিযোগে গত মাসে দলটির ওয়েস্টন ম্যাকেনি, পাওলো দিবালা ও আর্থুরকে জরিমানা করা হয়। পরের ম্যাচে ওই তিনজনকে ছাড়াই দল সাজিয়েছিলেন জুভেন্টাস কোচ আন্দ্রেয়া পিরলো।

জুভেন্টাস কোচ আন্তোনিও কন্তে পিরলোর পথে হাঁটবেন কি না, কে জানে। চার ম্যাচ হাতে রেখে লিগ জিতে নিলেও জুভেন্টাস ম্যাচটা যে মর্যাদার লড়াই। এবারের লিগে ২২ গোল করা ফরোয়ার্ডকে বাদ দেওয়াটা সহজ হবে না।