লেভার মুখে শুধু বার্সেলোনা আর বার্সেলোনা

রবার্ট লেভানডফস্কি যোগ দেবেন বার্সায়?ছবি: সংগৃহীত

রবার্ট লেভানডফস্কির তাহলে আর সহ্য হচ্ছে না!

কোথায় এবং কী—দুটি প্রশ্নের উত্তর একসঙ্গে দেওয়া যায়। বায়ার্ন মিউনিখে আর সহ্য হচ্ছে না লেভার। পোলিশ স্ট্রাইকার দিন গুনছেন, কবে বার্সেলোনায় যোগ দেবেন!

জার্মান সংবাদমাধ্যম বিল্ড–এর প্রতিবেদন মানলে এমনটাই মনে হয়। লেভার বায়ার্ন ছাড়া এখনো অনিশ্চিত, কিছুই ঠিক হয়নি। ইউরোপিয়ান সংবাদমাধ্যম জানিয়েছে, লেভানডফস্কিকে কেনার দৌড়ে বেশ কিছু ক্লাবের সঙ্গে চেলসি যোগ দিলেও এগিয়ে বার্সাই। তবে কাতালান ক্লাবটি নাকি এখনো তাঁকে আনুষ্ঠানিকভাবে কেনার দৌড়ে নামেনি।

অর্থাৎ, বায়ার্নের কাছে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠায়নি। যদিও গত মাসে সংবাদ বের হয়, বার্সার সঙ্গে তিন বছরের চুক্তি মৌখিকভাবে পাকা করে রেখেছেন লেভা। কিন্তু তাতে কিছুই চূড়ান্ত হয় না।

ইউরোপের সংবাদমাধ্যম গত শুক্রবার জানিয়েছে, বায়ার্নে আর থাকতেই চান না লেভানডফস্কি। চুক্তির মেয়াদ না বাড়ানোর ইচ্ছা তিনি জানিয়েছেন ক্লাবকে। বায়ার্নের সঙ্গে লেভার চুক্তির মেয়াদ ২০২৩ সাল পর্যন্ত। কিন্তু তিনি ক্লাব ছাড়তে চান এ বছরের মধ্যেই। সে জন্য বার্সার সঙ্গে তাঁর কথা পাকা করে রাখার খবরও বের হয় গত মাসে।

কিন্তু বার্সার প্রস্তাব পাওয়ার পর বায়ার্ন তাঁকে ছাড়তে রাজি না হলে? সে ক্ষেত্রে জটিলতা থাকলেও ওয়েবস্টার নিয়মে জুনেই দুইয়ে দুইয়ে চার মিলিয়ে ফেলতে পারে বার্সা ও লেভানডফস্কি—খেলোয়াড়কে মৌসুম শেষ হওয়ার ১৫ দিনের মধ্যে ক্লাব ছাড়ার ইচ্ছার কথা জানাতে হবে। নতুন ক্লাবটি হতে হবে অন্য কোনো দেশের এবং নতুন ক্লাবটিকে ওই খেলোয়াড়ের বেতনের সমান ক্ষতিপূরণ দিতে হবে সাবেক ক্লাবকে।

অর্থাৎ, লেভার বেতনের সমান ক্ষতিপূরণ দিতে হবে বার্সাকে।

লেভানডফস্কি এবারও বায়ার্নের জার্সিতে গোলের বাণ ছুটিয়ে চলেছেন
ছবি: এএফপি

সে যা–ই হোক, পরিস্থিতি যখন এমন ঘোলাটে, লেভার তখন মোটেও শান্তিতে থাকার কথা নয়। মনের অস্থিরতা তিনি লুকিয়েও রাখতে পারেননি। বায়ার্নের ড্রেসিংরুমেই তা বেরিয়ে গেছে! সাক্ষী ছিলেন লেভার সতীর্থরাই। বিল্ড জানিয়েছে, বায়ার্নের ড্রেসিংরুমেই নিজের অস্থিরতা প্রকাশ করেছেন পোলিশ তারকা।

ড্রেসিংরুমে ফোনে কার সঙ্গে যেন পোলিশ ভাষায় কথা বলছিলেন তিনি। সতীর্থরা ভাষাটা বুঝতে না পারলেও কথা বলার মধ্যে কয়েকবার রাগান্বিত কণ্ঠে লেভার ‘বার্সেলোনা, বার্সেলোনা’ বলা ঠিকই শুনেছেন তাঁরা। ‘লেভানডফস্কি কয়েকবার বার্সেলোনার নাম উচ্চারণ করেছেন’—সূত্রের এ উদ্ধৃতি প্রকাশ করেছে বিল্ড।

সূত্রটি জানিয়েছে, ‘রবার্ট লেভানডফস্কি ড্রেসিংরুমে চিৎকার করেছেন। পোলিশ ভাষায় কথা বলেছেন এ স্ট্রাইকার। সব ফুটবলার তাঁর ভাষা না জানলেও একটি শব্দ বুঝতে পেরেছেন। সেই শব্দটি হলো “এফসি বার্সেলোনা”, যা তিনি বারবার বলেছেন।’
এখন বার্সেলোনা কী করে সেটাই দেখার বিষয়।