শঙ্কা উড়িয়ে কলকাতা যাচ্ছেন জামাল

বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়াফাইল ছবি: প্রথম আলো

গত অক্টোবরেই কলকাতার ঐতিহ্যবাহী ক্লাব কলকাতা মোহামেডানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন জামাল ভূঁইয়া।

তবে এ মাসের দ্বিতীয় সপ্তাহে করোনায় আক্রান্ত হওয়ায় জামালের মোহামেডানে খেলা শঙ্কায় পড়ে গিয়েছিল। দ্রুত সুস্থ হয়ে ওঠায় স্বস্তি।

আজ বেলা ২টার ফ্লাইটে ঢাকা থেকে কলকাতা যাচ্ছেন জামাল। আজই কলকাতা মোহামেডান দলের সঙ্গে যোগ দেবেন বাংলাদেশ অধিনায়ক।  

এক ভিডিও বার্তায় জামাল বলেন, ‘আজকে ভারত যাচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আজকে মোহামেডানে যোগ দেব।’ জামালকে ছাড়া এরই মধ্যে আইএফএ শিল্ডে চ্যাম্পিয়ন হয়েছে মোহামেডান।

অবশেষে কলকাতায় যাচ্ছেন জামাল ভূঁইয়া
ফাইল ছবি: প্রথম আলো

আগামী ৯ জানুয়ারি শুরু হবে আই লিগ। এর আগে কাতারের বিপক্ষে ৪ ডিসেম্বর দোহায় বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ খেলে বাংলাদেশ। সে ম্যাচটি খেলে ব্যক্তিগত কারণে দলের সঙ্গে ঢাকায় ফেরেননি জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।

১০ ডিসেম্বর ফেরার কথা ছিল তাঁর। কিন্তু তার আগে নির্ধারিত করোনা পরীক্ষায় ‘পজিটিভ’ হন জামাল। ফলে বেঁকে বসেছিল তাঁর ক্লাব মোহামেডান।

ক্লাব সূত্রে জানা গিয়েছিল, তাঁর বিকল্প খেলোয়াড়ও খুঁজতে শুরু করেছিল মোহামেডান। এদিকে ১৯ ডিসেম্বর করোনা পরীক্ষায় ‘নেগেটিভ’ হন জামাল। এরপর কাতার থেকে ফিরে আসেন ঢাকায়।