শিরোপা জিতবেন, জিতবেন না; ক্লপের মন দুটিই বলছে

লিভারপুলের কোচ ইয়ুর্গেন ক্লপছবি: রয়টার্স

মানুষের মন বলে কথা! ইয়ুর্গেন ক্লপও তো মানুষই। তাই তো তাঁর মন দুটিই বলছে-লিভারপুল ইংলিশ প্রিমিয়ার লিগ হয়তো জিতবে না, কিন্তু পরক্ষণেই আবার তাঁর মনে আশা জেগে ওঠে-ফুটবলে অসম্ভব বলে কিছু নয় বলেই আবার লিভারপুল শিরোপা জিতবে বলে আশা করছেন তিনি!

আজ সাউদাম্পটনের মাঠ থেকে ২-১ গোলে জিতে এসে শিরোপা জয়ের আশা বাঁচিয়ে রেখেছে লিভারপুল। এই জয়ের পর ৩৭ ম্যাচে ৮৯ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছে ক্লপের দল। সমান ম্যাচে ৯০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি।

লিগের শেষ ম্যাচে আগামী রোববার সিটি অ্যাস্টন ভিলার কাছে হারলে আর লিভারপুল উলভসের বিপক্ষে জিতলেই শিরোপা জিতবে ক্লপের দল।

সমীকরণ যখন এই, কী ভাবছেন ক্লপ? লিভারপুলের জার্মান কোচের কথা, ' এটা (শিরোপা জয়) সম্ভব। আবার মনে হচ্ছে না (যে আমরা শিরোপা জিতব), কিন্তু এটা সম্ভব। আমি শুধু এটুকুই বলতে পারি।'

জোয়েল মাতিপের জয়সূচক গোলের পর লিভারপুলের খেলোয়আড়দের উচ্ছ্বাস
ছবি: রয়টার্স

লিভারপুলের শিরোপা জয় কেন অসম্ভব মনে হচ্ছে, সেই ব্যাখ্যাও দিয়েছেন ক্লপ, 'যে কারণে আমাদের শিরোপা জয় সম্ভব নয় বলে হচ্ছে সেটা হলো সিটি তাদের ঘরের মাঠে অ্যাস্টন ভিলার বিপক্ষে খেলবে।' ভিলা বৃহস্পতিবার বার্নলির বিপক্ষে খেলবে। এরপর ম্যান সিটির বিপক্ষে ম্যাচ। ক্লান্ত ভিলা সিটির বিপক্ষে রোববার কেমন খেলবে, সেটা নিয়ে সন্দিহান ক্লপ।

কিন্তু ফুটবলে যেকোনো কিছুই সম্ভব বলে মনে করেন ক্লপ, 'কিন্তু এটা ফুটবল। ২০১৯ সালে সিটি চ্যাম্পিয়ন হয়েছিল ১১ সেন্টিমিটারের কারণে।' ক্লপ এই ১১ সেন্টিমিটার বলতে তাদেরই বিপক্ষে জন স্টোনসের গোললাইন থেকে একটি গোল বাঁচানোর বিষয় বোঝাতে চেয়েছেন। সেই ম্যাচে লিভারপুল সিটির কাছে ২-১ গোলে হেরেছিল।

ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের শুভেচ্ছা বিনিময়
ছবি: রয়টার্স

তবে এবার যে ভাগ্যটা শুধুই নিজেদের হাতে নেই, ক্লপ বলেছেন সেটিও, 'যদি চ্যাম্পিয়ন হতে হয় তাহলে আগে আমাদের জিততে হবে, এরপর অ্যাস্টন ভিলার সিটির মাঠে একটি পয়েন্ট পেতে হবে।'

এরপর ক্লপ নিজেদের একটি প্রতিজ্ঞার কথাও জানিয়েছেন, 'আমরা কখনোই হাল ছেড়ে দিই না। আমরা চেষ্টা করব। আমরা শেষ ম্যাচটা নিজেদের মাঠে খেলব। আবহটা থাকবে অসাধরণ। এটাকে ব্যবহার করার চেষ্টা করব আমরা। আগে নিজেদের কাজটা করতে হবে। ফুটবল কখনো কখনো অদ্ভূত। দেখি কী হয়!'