শিরোপার আরও কাছে আতলেতিকো

আতেলতিকোকে দ্বিতীয় গোল এনে দেওয়ার পর আনহেল কোরেয়া।ছবি: রয়টার্স

ম্যাচ জেতো, শিরোপার নাটাইটা রাখো নিজেদের হাতে। নিজেদের মাঠে আজ রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে এই ছিল আতলেতিকো মাদ্রিদের মন্ত্র। লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষ দলটি ম্যাচ জিতে নিজেদের হাতেই রেখেছে শিরোপা লড়াইয়ের নাটাই। ম্যাচের শেষের দিকে বুক ধুকপুক করা কয়েক মিনিট কাটানো দিয়েগো সিমিওনের দল জিতেছে ২–১ গোলে। প্রথমার্ধেই দলটি এগিয়ে ছিল ২–০ গোলে।

৩৬তম ম্যাচে পাওয়া ২৪তম জয়ে আতলেতিকোর পয়েন্ট এখন ৮০। এই জয়ে নিকট প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে গেল 'জাজিম নির্মাতা'রা। নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে আতলেতিকো এগিয়ে ৫ পয়েন্টে। এক ম্যাচ কম খেলা রিয়াল অবশ্য আগামীকাল রাতেই ব্যবধানটা ২ পয়েন্টে নামিয়ে আনতে পারে। জিনেদিন জিদানের দল খেলবে গ্রানাদার মাঠে খেলবে গ্রানাদার বিপক্ষে।

ম্যাচ জিততে আতলেতিকোর আক্রমণভাগের যেমন অবদান, তেমনি অবদান গোলরক্ষক ইয়ান ওবলাকের দারুণ কিছু সেভের। আতলেতিকো ম্যাচের শুরু থেকেই চেপে ধরে সোসিয়েদাদকে। একের পর আক্রমণে দিশেহারা করে দেয় প্রতিপক্ষের রক্ষণকে। ৫ মিনিটে সহজ সুযোগ নষ্ট করেন লুইস সুয়ারেজ। শুধু গোলরক্ষক সামনে থাকলেও তাঁর ভলি উড়ে যায় বারের ওপর দিয়ে। ৮ মিনিটে সুয়ারেজের ফ্রিকিক অল্পের জন্য বাইরে দিয়ে যায়। পরের মিনিটে বক্সের মধ্য থেকে মার্কোস ইয়োরেন্তের শট বাঁচিয়ে দেন সোসিয়েদাদ গোলরক্ষক।

দারুণ কিছু সেভ করেছেন আতলেতিকো গোলরক্ষক ইয়ান অবলাক।
ছবি: রয়টার্স

আতলেতিকোর অপেক্ষার অবসান হয় ১৬ মিনিটে। ম্যাচের প্রথম কর্নার থেকেই এসেছে গোলটি। কর্নার থেকে সরাসরি অবশ্য নয়। একটু পেছন থেকে ঘুরে বলটি আসে বক্সের বাঁ প্রান্তে থাকা ইয়ানিক কারাসকোর কাছে। তা থেকে গোল করতে ভুল করেননি বেলজিয়ান উইঙ্গার।

এই গোলের ২ মিনিট পর সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল সোসিয়েদাদ। আন্দের বারেনেৎসেয়ার শটটি ধরতে অবশ্য তেমন কষ্ট করতে হয়নি আতলেতিকো গোলরক্ষক ইয়ান ওবলাকের।

২৮ মিনিটে দ্বিতীয় গোল পেয়ে যায় আতলেতি। লুইস সুয়ারেজের থ্রু ধরে বক্সের ভেতরে ডান প্রান্ত থেকে শটে গোল পেয়ে যান আর্জেন্টাইন ফরোয়ার্ড আনহেল কোরেয়া। ৩ মিনিট পর সোসিয়েদাদের আলেক্সান্দার ইসাকের শট দারুণ ক্ষিপ্রতায় রুখে দেন ওবলাক। ৩৭ মিনিটে আবার ত্রাতা অবলাক। এবারও ইসাককে হতাশ করে কর্নারের বিনিময়ে দলকে রক্ষা করেন স্লোভেনিয়ান গোলরক্ষক। ওবলাক দলতে খেতে দেননি দ্বিতীয়ার্ধেও। এ অর্ধে অন্তত তিনবার দলকে বাঁচিয়েছেন আতলেতি গোলরক্ষক। সোসিয়েদাদের একটু শট সাইড বারে লেগেও ফিরেছে।

আতলেতিকোর প্রথম গোলটি ইয়ানিক কারাসকোর।
ছবি: রয়টার্স

সোসিয়েদাদের একমাত্র গোলটি এসেছে ৮৩ মিনিটে। কর্নার থেকে পাওয়া বলে খুব কাছ থেকে গোল করেন ইগর জুবেলদিয়া। এরপর দারুণ খেলেও আর আতলেতিকোর জাল খুঁজে পায়নি সোসিয়েদাদ।

আতলেতিকো ১১তম লিগ শিরোপা ঘরে তুলতে পারে আগামী রোববারই। সেদিন ঘরের মাঠে ওসাসুনার বিপক্ষে খেলবে দলটি। আগামীকাল রাতে রিয়াল পয়েন্ট হারালে, রোববার আতলেতিকো জিতলেই সাত বছর পর পুনরুদ্ধার করবে লিগ শিরোপা।

রিয়াল কাল রাতে জিতলেও রোববার শিরোপা নিষ্পত্তি হয়ে যেতে পারে লিগের। আতলেতি জিতলে শিরোপার লড়াই শেষ রাউন্ডে নিতে সেদিন জিততেই হবে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে। লিওনেল মেসির বার্সার অবশ্য শিরোপা পুনরুদ্ধারে প্রতিদ্বন্দ্বীদের পা হড়কানো ছাড়া অন্য কোনো উপায় নেই।