শিরোপার স্বপ্ন দেখা শুরু করেছেন মেসিরা

শিরোপার স্বপ্ন দেখছেন মেসিরা।
ছবি: রয়টার্স

সেভিয়ার মতো কঠিন দলকে ২-০ গোলে হারিয়েছে বার্সেলোনা, লিগের সর্বশেষ ম্যাচে। এটা পুরোনো খবর। এই জয় নিয়ে লিগের শীর্ষে থাকা আতলেতিকো মাদ্রিদের আরেকটু কাছে চলে এসেছে বার্সা। শীর্ষে থাকা দিয়েগো সিমিওনের দলের চেয়ে মাত্র দুই পয়েন্টের ব্যবধান এখন তাদের। যদিও বার্সার চেয়ে দুই ম্যাচ কম খেলেছে আতলেতিকো। ওদিকে এই জয় নিয়ে রিয়াল মাদ্রিদকে টপকে বার্সা পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে চলে এলেও রিয়াল আছে মাত্র এক পয়েন্ট পেছনে, হাতেও তাদের একটি ম্যাচ বেশি আছে।

এত কিছুর পরেও আশায় বুক বাঁধতে তো আর সমস্যা নেই। সেই আশাতেই বুক বাঁধছেন বার্সার বর্ষীয়ান স্প্যানিশ সেন্টারব্যাক জেরার্ড পিকে। আশা করছেন, এখনো মৌসুম শেষ হয়ে যায়নি বার্সার। নিজেদের লিগ শিরোপার স্বপ্ন এখনো ফিকে হয়ে যায়নি বলে জানিয়েছেন এই ডিফেন্ডার, ‘অবশ্যই আমরা শিরোপার লড়াইয়ে আছি। আমরা এর চেয়েও খারাপ পরিস্থিতির মুখে পড়েছি। সেভিয়ার বিপক্ষে কোপা দেল রে এর সেমিফাইনালের প্রথম লেগ আর চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডে পিএসজির বিপক্ষে প্রথম লেগটা বাদ দিলে এখনো আমাদের স্বপ্ন দেখার অনেক কিছুই আছে এই মৌসুম নিয়ে। এখনো আমরা আমাদের ওপর বিশ্বাস রাখতে পারি এই মৌসুম নিয়ে। আমি আমার দলকে নিয়ে আশাবাদী। এই মৌসুমে কী হচ্ছে, কী হতে পারে, সব আমাদের মাথায় আছে।’

সেভিয়াকে ২–০ গোলে হারিয়ে শিরোপার স্বপ্ন দেখা শুরু করেছে বার্সেলোনা
ছবি: রয়টার্স

এই সেভিয়ার বিপক্ষেই কিছুদিন আগে কোপা দেল রে এর সেমিফাইনালের প্রথম লেগ হেরে বসেছিল বার্সেলোনা, ২-০ গোলে। আগামী ৪ তারিখে নিজেদের মাঠে আয়োজিত হবে দ্বিতীয় লেগ। সে ম্যাচে কোনোভাবে সেভিয়াকে ভালোভাবে হারিয়ে ফাইনালে উঠতে পারলেই মৌসুমের বাঁক বদলে যাবে বলে মনে করছেন পিকে, ‘দ্বিতীয় লেগটা ভালোভাবে জিতলে আমরা কোপার ফাইনালে উঠে যাব, লা লিগার লড়াইয়ে তো আছিই।’

বলা বাহুল্য, লিগের ম্যাচে সেভিয়াকে তাদের মাটিতেই হারিয়ে সাহস বেড়ে গেছে পিকেদের। এখন দেখার বিষয়, পিকের আশাবাদ বাস্তবায়ন করার জন্য দলের বাকি সদস্যরা কতটুকু কাজ করতে পারেন!