শুরুর আগেই কি রেকর্ড?

৩৮ মিনিট দেরিতে শুরু হয়েছে চ্যাম্পিয়নস লিগ ফাইনালছবি: রয়টার্স

চ্যাম্পিয়নস লিগ তো পরের কথা, খেলার জগতেই এমন কিছু আর দেখা গেছে কি না, তা নিয়ে সংশয় আছে। সাধারণত খেলাধুলার জগতে একটা ম্যাচ যখন শুরু হওয়ার কথা, ঠিক সে সময়েই শুরু হয়। কিন্তু প্যারিসে আজ চ্যাম্পিয়নস লিগের ফাইনাল সেদিক থেকে বুঝি রেকর্ডই গড়ল!

নির্ধারিত সময়ের ৩৮ মিনিট পর অবশেষে রেফারির বাঁশি স্তাদ দো ফ্রান্সে। শুরু হয়েছে রিয়াল মাদ্রিদ ও লিভারপুলের ফাইনাল।

উয়েফার দিক থেকে প্রথমে সমর্থকদের মাঠে ঢুকতে দেরি হওয়াকে কারণ হিসেবে দেখানো হলেও পরে জানানো হয়েছে নিরাপত্তাজনিত কারণেই ম্যাচ শুরু হতে দেরি হয়েছে।

ব্রিটিশ খেলাধুলাবিষয়ক ওয়েবসাইট দ্যঅ্যাথলেটিক জানাচ্ছে, অনেক সমর্থক ম্যাচের দুই-আড়াই ঘন্টা আগে স্টেডিয়ামের ফটকে গেলেও নির্ধারিত সময়ের মধ্যে স্টেডিয়ামে ঢুকতে পারেননি। সমর্থকদের দিক থেকে আয়োজকদের অদক্ষতাকেই দায়ী করা হচ্ছে।

বিশেষ করে লিভারপুলের অনেক সমর্থক মাঠে ঢুকতে পারেননি। যদিও লিভারপুলের সমর্থকদের একটি অংশ জোর করে স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করেছেন বলে অভিযোগ এসেছে।

অন্যদিকে লিভারপুলের সমর্থকদের অভিযোগ, পুলিশ অযথাই গেটে ঢোকার মুখে তল্লাশিতে দেরি করছে। ব্রিটিশ অনেক সাংবাদিক জানাচ্ছেন, অনেক গেট বন্ধ ছিল বলে অভিযোগ উঠেছে। সে ক্ষেত্রে বিকল্প পথের দিকনির্দেশনাও দেওয়া ছিল না। সাংবাদিকদেরও অনেকে টুইটে জানাচ্ছেন, এক-দুই ঘন্টারও বেশি সময় অপেক্ষার পর ঢুকতে পেরেছেন তাঁরা।

এরই মধ্যে সমর্থকদের সঙ্গে বাকবিতন্ডার মধ্যে পুলিশ কাঁদানে গ্যাস ছুঁড়েছে বলেও খবর আসছে।