শেকড়ের মুখোমুখি তারকা ফাতি

আজও কি আলো ছড়াবেন ফাতি?ছবি: রয়টার্স

গোল করে দুই হাত ছড়িয়ে ভোঁ দৌড়। উদ্‌যাপনের জন্য সতীর্থরা কাছে আসতেই এক গাল হাসিতে বুকে টেনে নেন আঠারো বছরের বিস্ময় বালক। আফ্রিকান বংশোদ্ভূত ফুটবলার বলতেই যে গাট্টাগোট্টা ব্যাপারটি চোখের সামনে ভেসে ওঠে, ছেলেটিকে দেখে একদমই সেরকম মনে হয় না। একেবারে লাজুক, মায়াবী একটা মুখ। কিন্তু বল পায়ে পেলেই ভয়ংকর আনসু ফাতি।

পশ্চিম আফ্রিকার দরিদ্র দেশ ‘গিনি বিসাউ ‘তে জন্ম। ভাগ্যের অন্বেষণে পরিবারের সঙ্গে মাত্র ৬ বছর বয়সেই স্পেনে পা রাখা। ভাগ্যিস, স্পেনে পা পড়েছিল শিশুটির। না হলে স্পেন জাতীয় দল বা বার্সেলোনা নাও পেতে পারত ফাতি নামের এক বিস্ময় বালককে। এখনো ১৮ হয়নি, কিন্তু বার্সেলোনা কোচ এখন মেসির পরই হয়তো ফাতির নামটা লিখে রাখেন টিম শিটে। আজ সেভিয়ার বিপক্ষে বার্সেলোনার জার্সিতেও শুরু থেকেই থাকার কথা বিশ্ব ফুটবলের নতুন বিস্ময় বালকের। এ ম্যাচটা তাঁর জন্য বিশেষ এক ম্যাচ। সেভিয়ার বিপক্ষে আজই প্রথম নামবেন ফাতি। প্রায় দশ বছর আগে এই সেভিয়াতেই কলি থেকে ফাতির ফুল হয়ে ওঠার শুরু।

সেভিয়ার জার্সিতে ফাতিকে খুঁজে পাচ্ছেন?
সংগৃহীত ছবি

বার্সেলোনার লা মাসিয়া থেকে উঠে এসেছেন মেসি। বলা হচ্ছে, মেসির পর লা মেসিয়া থেকে উঠে আসা সেরা খেলোয়াড় ফাতি। কিন্তু ফাতির জন্য কৃতিত্বের ভাগ সেভিয়াও নিতে পারে। সেভিয়া হয়তো ফাতির পরিপূর্ণ ফুটবলার হয়ে ওঠার পেছনে পুরো কৃতিত্ব পাবে না। তবে স্প্যানিশ ক্লাবটির পরিচর্যা না পেলে আজকের ফাতি হয়ে ওঠা হতো কিনা, সে সন্দেহ থেকেই যায়। প্রতি বছর শিশুদের যুব বিশ্বকাপ হয়। ইদানীং সেটা স্পেনে আয়োজিত হলেও, একসময় পর্তুগালেই ভবিষ্যৎ ফুটবল তারকাদের মেলা বসত। ২০১০ সালের যুব মিনি বিশ্বকাপ খেলার জন্য যে বয়সের প্রয়োজন ছিল, ফাতির তা ছিল না। কিন্তু সেভিয়ার যুব প্রকল্পের কোচ আরনেস্তো চাও ফাতিকে দুই ধাপ এগিয়ে থাকা দলে খেলার সুযোগ দেন। টুর্নামেন্টে ব্রাজিলিয়ান ক্লাবের বিপক্ষে এমনই দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেয়, ফাতির বয়স যে আট তা বিশ্বাস করতে চাচ্ছিল না ব্রাজিলের ক্লাবটি। বয়স প্রমাণ করতে শেষ পর্যন্ত দেখাতে হয় পাসপোর্ট।

সেভিয়ার হেরেরার সঙ্গে জড়িয়ে আছে ফাতির নাড়ি নক্ষত্র। নিজেকে স্প্যানিশ নয়, সেভিয়ান বলেই পরিচয় দেন ফাতি। শৈশবে তাঁকে বলতে গেলে দত্তক নিয়ে ফেলেছিলেন পাসকুয়াল ও মারিয়ার দেল মার দম্পতি। এই ব্যাংকার ও আইনজীবীর দম্পতি ফাতিকে সন্তানের মতো ভালোবাসতেন তাঁরা। হেরেরা থেকে সেভিয়া ক্লাবের দূরত্ব ছিল ৮৫ কিলোমিটার। তাঁকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে ক্লাবে নিয়ে যাওয়ার কাজটা এ দুজনই করতেন। এ ছাড়া ফাতির জন্য সব রকমের সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিল তাঁরা।

সেভিয়ার দিনগুলোতে একটি নিয়মিত দৃশ্য ছিল অনুশীলনের আগে অথবা পরে স্যান্ডউইচের জন্য ফাতির ক্লাবের বারে যাওয়া। স্প্যানিশ টরটিলা স্যান্ডউইচের ভক্ত ছিল ফাতি। পরবর্তীতে তাঁর এ আগ্রহের কথা জেনে মারিয়া ফাতিকে নিজে স্যান্ডউইচ তৈরি করে দিতেন। তবুও ক্লাবের বারে গিয়ে স্যান্ডউইচ খেত ফাতি। কেন এ কাজটা করত সে প্রশ্নের উত্তরে তাঁর শৈশবের লড়াকু দিনগুলোর ছাপ ছিল। ফাতি নাকি গিনি বিসাউতে থাকতেই শিখেছে পরের দিনের খাবারের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত আজকে দিনের খাবার খাওয়া যায় না। এ কারণেই ক্লাবে যাওয়ার আগে তাকে দেওয়া স্যান্ডউইচটা রেখে দিত, আর ক্লাবেরটাই খেত।

আজ ফাতির গায়ে বার্সেলোনার জার্সি। এর আগে বার্সা ‘বি’ দলের হয়ে খেলার সময়-ই কিছু ম্যাচে মূল দলে খেলার সুযোগ পান। অল্প বয়সেই গোলের মেলা বসিয়ে রেকর্ডের খাতা খুলে বসতে বাধ্য করে। ১৭ বছর বয়সী উইঙ্গারকে সম্প্রতি বার্সার মূল দলে অন্তর্ভুক্ত করেছেন কোচ রোনাল্ড কোমান। আর্তুরো ভিদালের রেখে যাওয়া ২২ নম্বর জার্সিটা এখন তাঁর গায়ে। বার্সার মূল দলে উঠে আসার সঙ্গে সঙ্গে তাঁর বাই আউট ক্লজ মূল্য বেড়ে দাঁড়িয়েছে ৪০ কোটি ইউরো।

আজ এ ছবিটার কথা ভুলেই নামবেন ফাতি।
সংগৃহীত ছবি

গত বছর সেপ্টেম্বরে ফাতিকে স্পেনের নাগরিকত্ব প্রদান করা হয়। এর পর তো স্পেন জাতীয় দলের হয়ে তাঁর অভিষেকও হয়ে গিয়েছে। এরই মধ্যে সেপ্টেম্বরে ইউরোপিয়ান নেশনস কাপে ইউক্রেনের বিপক্ষে মাত্র ১৭ বছর ৩১১ দিন বয়সে গোল করে স্পেন জাতীয় দলের ইতিহাসে দ্বিতীয় সর্ব নিম্ন বয়সে গোল করার রেকর্ড গড়েছেন ফাতি।
এই অল্প বয়সে ফাতির অনেক অর্জন। তবে আজকের রাতটা তাঁর কাছে ভিন্ন আবহে আসতে যাচ্ছে। প্রথমবারের মতো মুখোমুখি হতে যাচ্ছে তাঁর শৈশবের ক্লাব সেভিয়ার। শুধুই কী আজ শৈশবের মুখোমুখি হওয়া! ছোটবেলার নায়ক হেসুস নাভাসের বিপক্ষে খেলবেন আজ। এই উইঙ্গার এখন রাইটব্যাক হিসেবে খেলেন, মাঠের বাঁ প্রান্তে খেলা ফাতি তাই আজ সরাসরি লড়বেন তাঁর বিপক্ষে। গত মৌসুমেও সেভিয়ার মাঠে গিয়েছিলেন, খেলা হয়নি সেদিন। তবে বহুদিনের লালিত স্বপ্ন পূরণ করেছিলেন, বহু চেষ্টার পর নাভাসের পরা জার্সি জোগাড় করেছিলেন ফাতি।

আজ সেই নাভাসকে হারানোর জন্যই মাঠে নামবেন, তাঁর জন্য আজকের ম্যাচটা তাই শুধুই একটি ম্যাচ নয়।