শ্রীলঙ্কায় ‘তৃতীয়’ দল পাঠালেও সিরিজ জিতবে ভারত

ভারত দলে এখন বিকল্প খেলোয়াড় আছে অনেক।ফাইল ছবি : এএফপি

বিরাট কোহলি, রোহিত শর্মা, শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, অজিঙ্কা রাহানে, যশপ্রীত বুমরা, মোহাম্মদ শামি, রবিচন্দ্রন অশ্বিন...কী দুর্দান্ত এক দল ভারত। এই দলে অনেক অসাধারণ ক্রিকেটারও নিয়মিত খেলতে পারছেন না। শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদব, দেবদূত পাড়িক্কাল, ইশান কিষান...এমন অনেক ভালো খেলোয়াড়ই দলে সুযোগ পাচ্ছেন না। কীভাবে পাবেন? যাঁরা নিয়মিত একাদশে থাকছেন, তাঁদের তো আগে দল থেকে বাদ পড়তে হবে!

সব মিলিয়ে ভারতের বেঞ্চের শক্তিও এখন প্রবল। প্রায় প্রতিবছরই নতুন নতুন খেলোয়াড় উঠে আসছেন। পাকিস্তানের উইকেটকিপার–ব্যাটসম্যান কামরান আকমল মনে করেন, ভারতে এখন এত ভালো খেলোয়াড় আছে যে চাইলে তারা তিনটি জাতীয় দল গড়তে পারে। এবং তৃতীয় দলটি টেস্ট খেলুড়ে দলকে হারাতে পারবে।

তিনটি না হোক, এবার অন্তত দুটি জাতীয় দল বানাতে হচ্ছে ভারতকে। আগামী মাসে ইংল্যান্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলবে ভারত। এরপর কোহলিরা খেলবেন ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ। সব মিলিয়ে প্রায় তিন মাস ইংল্যান্ডে থাকবেন কোহলি–রোহিতরা।

এর মধ্যেই আবার শ্রীলঙ্কা সফরে যেতে হবে ভারতকে। জুলাই মাসে সেখানে তিনটি ওয়ানডে ও তিনটি টি–টোয়েন্টি খেলবে তারা। এই সময়ে তো কোহলি–রোহিতদের মতো দলটির সেরা খেলোয়াড়েরা থাকবেন ইংল্যান্ডে। বাধ্য হয়েই ‘দ্বিতীয় সারির’ খেলোয়াড় নিয়ে শ্রীলঙ্কা সফরে যেতে হবে ভারতকে। সেই দল নিয়ে শ্রীলঙ্কায় ভালো করতে পারবে তো তারা? আকমল মনে করেন, শ্রীলঙ্কায় ‘সি’ দল নিয়ে গেলেও সিরিজ জিতে আসবে ভারত!

কোহলি–রোহিতদের দেখা যাবে না শ্রীলঙ্কায়।
ফাইল ছবি

আকমল বিষয়টি নিয়ে বলেছেন, ‘একই সঙ্গে দুটি দল খেলবে ভারতের। একটি ইংল্যান্ডে, অন্যটি শ্রীলঙ্কায়। তাদের ক্রিকেট সংস্কৃতি এত শক্তিশালী যে তারা একই সঙ্গে তিনটি জাতীয় দলও খেলাতে পারে। এমনকি ভারত “সি” দল নিয়ে শ্রীলঙ্কায় গেলেও সিরিজ জিতে আসবে।’ এই সময়ে শ্রীলঙ্কা যে ছন্দে নেই, সেটি বলতেও ভোলেননি আকমল, ‘লঙ্কানরা বাংলাদেশ থেকে হেরে এসেছে।’

ভারতের বেঞ্চের এ শক্তি কীভাবে হয়েছে, সেটাও বলে দিয়েছেন আকমল, ‘এর জন্য আসলে ভারতের মানসিকতাকে কৃতিত্ব দিতে হবে। তৃণমূল পর্যায়ের ক্রিকেটে তারা কোনো ছাড় দেয় না।’ তৃণমূল পর্যায়ের ক্রিকেটের কথা বলতে গিয়ে রাহুল দ্রাবিড়ের বিষয়টিও টেনে এনেছেন পাকিস্তানের উইকেটকিপার–ব্যাটসম্যান, ‘রাহুল দ্রাবিড় সাত–আট বছর ধরে বিসিসিআইয়ের সঙ্গে কাজ করছেন। দেখুন, ভারতের ক্রিকেটটাকে তিনি কোথায় নিয়ে গেছেন। তৃণমূল পর্যায়ের ক্রিকেটারদের আন্তর্জাতিক ক্রিকেটের জন্য তৈরি করে দিয়েছেন দ্রাবিড়ই। এরপর ভারত জাতীয় দলের প্রধান কোচ রবি শাস্ত্রী তাদের সঠিক পথে পরিচালিত করেন।’