সাউথগেটকে জয়ের কৌশল বলে দিচ্ছেন মরিনিও

ইংলিশ ফুটবল ছেড়ে এবার ইতালিয়ান লিগের দল রোমার দায়িত্ব নিয়েছেন জোসে মরিনিও।ছবি: এএফপি

ইউরো চ্যাম্পিয়নশিপের শেষ ষোলোতে অসাধ্য সাধন করেছে ইংল্যান্ড। ৫৫ বছর পর কোনো বড় টুর্নামেন্টে জার্মানিকে হারিয়ে রীতিমতো উচ্ছ্বাসে ভাসছে ইংলিশরা। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ইংল্যান্ডের প্রতিপক্ষ ইউক্রেন। ৩ জুলাই রোমের কোয়ার্টার ফাইনাল নিয়ে বেশ সতর্ক ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট। ইউক্রেনকে হারালেই শেষ চারের টিকিট মিলবে ইংল্যান্ডের। অথচ ইউক্রেনকে হারানোর আগেই সেমিফাইনাল নিয়ে ভাবতে শুরু করেছেন আরেক কোচ জোসে মরিনিও!

ইতালিয়ান ক্লাব রোমার কোচ মরিনিও এরই মধ্যে নানাভাবে সাউথগেটকে পরামর্শ দিয়ে চলেছেন। তা তিনি দিতেই পারেন, ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবের সাবেক কোচের যে ইংলিশ ফুটবলারদের হাতের তালুর মতোই চেনেন।

ইংল্যান্ড যে ইউক্রেনকে হারিয়ে দেবে, সে ব্যাপারে আমি ভীষণ আত্মবিশ্বাসী। আমি যদি ওই দলের দায়িত্বে থাকতাম, তাহলে ডেকলান রাইস ও ক্যালভিন ফিলিপসকে সেমিফাইনালের জন্য বাঁচাতে বিশ্রাম দিতাম এই ম্যাচে।
জোসে মরিনিও

যেহেতু জার্মানির বিপক্ষে আগের ম্যাচে হলুদ কার্ড দেখেছেন ইংল্যান্ডের মিডফিল্ডার ক্যালভিন ফিলিপস, ডেকলান রাইস ও ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়ক হ্যারি ম্যাগুয়ার, ইউক্রেনের বিপক্ষে এই ম্যাচে এই তিন ফুটবলারকে তাই বিশ্রামের পরামর্শ দিয়েছেন মরিনিও। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের জয়ের ব্যাপারে দারুণ আত্মবিশ্বাসী মরিনিও দ্য সানকে লেখা এক কলামে জানিয়েছেন, ‘ইংল্যান্ড যে ইউক্রেনকে হারিয়ে দেবে, সে ব্যাপারে আমি ভীষণ আত্মবিশ্বাসী। আমি যদি ওই দলের দায়িত্বে থাকতাম, তাহলে ডেকলান রাইস ও ক্যালভিন ফিলিপসকে সেমিফাইনালের জন্য বাঁচাতে বিশ্রাম দিতাম এই ম্যাচে।’

কিন্তু সাউথগেট যে এটা মানবেন না, তা–ও বলেছেন মরিনিও, ‘গ্যারেথ সাউথগেট এদের বিশ্রাম দেবেন না। কারণ, হ্যারি ম্যাগুয়ারকে একটা ভালো সুযোগ দিতে চান তিনি। যাতে সামনের সপ্তাহের ফাইনালের জন্য ম্যাগুয়ার রক্ষণে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করতে পারে। তাদের তিনজনই হলুদ কার্ড দেখেছে। এবং যদি কোনো কারণে ম্যাগুয়ার চোটে পড়ে তাহলেও একই সমস্যায় পড়বেন কোচ।’

শিষ্যদের সঙ্গে ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট।
ছবি: রয়টার্স

এই সমস্যার সমাধানও একটু পর বলে দিয়েছেন মরিনিও, ‘তিনি সহজেই ওর বদলে খেলাতে পারেন টাইরন মিংসকে। প্রথম দুই ম্যাচে দুর্দান্ত খেলেছে সে।’

ম্যাগুয়ারকে বিশ্রাম দেওয়াটা সাউথগেটের জন্য উপকারই হবে বলে মনে করেন মরিনিও, ‘ম্যাগুয়ারকে বিশ্রাম দেওয়াটা হবে সঠিক কাজ। কারণ, এতে শুধু একটা হলুদ কার্ড এড়ানোয় সম্ভব হবে তা নয়, এতে ইংল্যান্ড তাদের ফুটবলারের ক্লান্তি ও অবসাদও কমাতে পারবে। অন্যদের চেয়ে ভালো প্রস্তুতিও হবে এতে।’

মরিনিও রাইসের বদলে জর্ডান হেন্ডারসনকে দেখতে চান শুরু থেকে, ‘গ্যারেথ ওকে চাপে রাখবে। ওর ওপর শতভাগ ভরসায় থাকবে। তাই আমার মনে হয় এই ম্যাচে কাউকে বিশ্রামে রেখে একাদশে হেন্ডারসনকে আনতে পারেন। কিন্তু দুজনকে আবার একই সঙ্গে শুরুতে নামানো ঠিক হবে না।’

রোমে কাল মরিনিওকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে হাজির হয়েছিলেন রোমার সমর্থকেরা।
ছবি: রয়টার্স

সেমিফাইনালে ইংল্যান্ডের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে চেক প্রজাতন্ত্র বা ডেনমার্ক। ফাইনালে ওঠার জন্য ইংল্যান্ডের সামনে এর চেয়ে ভালো সম্ভাবনা আর কী–ই বা আছে? আর দুটি ম্যাচ জিতে ওয়েম্বলিতে যাওয়ার ভালো সুযোগ না–ও পেতে পারে রাহিম স্টার্লিংরা।