সাদা-কালো জার্সিধারীদের সাদা-মাটা ফুটবল

>খুবই সাদামাটা ফুটবল দিয়ে স্বাধীনতা কাপ শুরু করেছে মোহামেডান।
ক্লাব থেকে বঙ্গবন্ধু স্টেডিয়াম পর্যন্ত রাস্তার ফাঁকে ফাঁকে দেখা গেছে সাদা-কালো পতাকা। মোহামেডান ক্লাবের অতি উৎসাহী কিছু সমর্থক সুদিনের আশায় এভাবে পতাকাগুলো উড়িয়েছেন। কিন্তু সমর্থকদের মুখে হাসি ফোটাতে পারেননি খেলোয়াড়েরা। রহমতগঞ্জের বিপক্ষে গোলশূন্য ড্র করে স্বাধীনতা কাপ শুরু করেছেন তাঁরা। সমর্থকদের জন্য বরং স্বস্তি ম্যাচটি হারেনি মোহামেডান।
ফেডারেশন কাপের গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর ইংলিশ কোচ ক্রিস্টোফার ইভান গেছেন ছুটিতে। কবে ফিরবেন না-ফিরবেন, নিশ্চিত নয়। প্রধান কোচের অনুপস্থিতিতে সাদা-কালোরা আরও সাদামাটা এক দল। ফেডারেশন কাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিলেও মোহামেডানের খেলায় একটা ছন্দ ছিল। কিন্তু আজ একেবারেই সাদামাটা ফুটবল উপহার দিয়েছে সাদা-কালো জার্সি ধারিরা।
মোহামেডানে গোল করবে কী, তাঁদের আক্রমণ ঠেকানোর জন্য রহমতগঞ্জের তো তেমন কষ্টই করতে হয়নি। ফেডারেশন কাপে ল্যান্ডিং দারবোয়ের পায়ে ঝলক দেখা গিয়েছিল। গাম্বিয়ান এই মিডফিল্ডার আজ মাঠে থাকলেন যেন শুধু থাকার জন্যই! তাঁর পা থেকে যে ক্যারিশমাটিক ফুটবল দেখা যায়, তা নেই। যদিও ম্যাচের শেষ ১০ মিনিট চেষ্টা করেছেন। নিয়েছিলেন বেশ কয়েকটি ফ্রি-কিক। এতে শুধু রহমতগঞ্জের গোলরক্ষক তিতুমীর চৌধুরীর পরীক্ষাই নেওয়া গিয়েছে। বরং কয়েকবার আক্রমণে উঠেছিল পুরোনো ঢাকার দল। কিন্তু ফিনিশিং দুর্বলতায় তারাও পায়নি গোলের দেখা।