সাফের ক্যাম্পে আছেন এলিটা কিংসলি

কিংসলি আছেন সাফের ক্যাম্পেফাইল ছবি: প্রথম আলো

আগেই জানা গিয়েছিল জাতীয় দলের ৩৫ জনের প্রাথমিক তালিকায় আছে এলিটা কিংসলির নাম। তবে সে তালিকায় নাম থাকা মানেই যে তিনি সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে ডাকা জাতীয় ফুটবল দলের ক্যাম্পে ডাক পাবেন, সেটি নয়। সেটি নির্ভর করছিল কতজনকে ক্যাম্পে ডাকা হবে, তার ওপর। আপাতত সুসংবাদ, ক্যাম্পে ডাকা হয়েছে নাইজেরিয়ায় জন্ম নেওয়া বাংলাদেশের নাগরিক এই স্ট্রাইকারকে। বিশ্বস্ত সূত্রের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে বিষয়টি।

গতকাল শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। আজ খেলোয়াড়দের জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার কথা রয়েছে। নতুন কোচ অস্কার ব্রুজোনের অধীনে সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে অনুশীলন শুরু হবে আগামীকাল। ১ থেকে ১৬ অক্টোবর মালদ্বীপে অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপ।

লিগে বসুন্ধরার হয়ে এলিটা মন্দ করেননি
ছবি: প্রথম আলো

বাংলাদেশি নাগরিক হিসেবে আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য এখনো ফিফার ছাড়পত্র পাননি কিংসলি। দ্রুত সে ছাড়পত্র পাওয়ার ব্যাপারে আশাবাদী বাফুফে। তাই সাফ চ্যাম্পিয়নশিপের ক্যাম্পে ডাকা হচ্ছে কিংসলিকে।

এখন দেখার অপেক্ষা কিংসলি ক্যাম্পে কোচ ব্রুজোনের নজর কেড়ে জাতীয় দলে সুযোগ করে নিতে পারেন কি না!