সালাউদ্দিনকে চ্যালেঞ্জ বাদল–মানিকের

আসন্ন বাফুফে নির্বাচনে সভাপতি পদে নির্বাচন করার ঘোষণা দিয়েও তফসিল ঘোষণার আগে সরে দাঁড়িয়েছেন তরফদার রুহুল আমিন। এর পরে অনেকেই ধরে নিয়েছিলেন ফাঁকা মাঠেই গোল দিতে যাচ্ছেন বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন। তবে আজ মনোনয়ন পত্র কেনার শেষ দিন সভাপতি পদে মনোনয়ন কিনেছেন সাবেক তারকা ফুটবলার বাদল রায় ও শফিকুল ইসলাম মানিক। এদের মধ্যে বাদল রায় বর্তমানে বাফুফের সহসভাপতি পদে আছেন।

অসুস্থ বাদল রায় চ্যালেঞ্জ জানাবেন কাজী সালাউদ্দিনকে।
ফাইল ছবি, বাফুফে

করোনা থেকে এখনো সেরে না ওঠায় বাফুফে ভবনে নিজে উপস্থিত ছিলেন না বাদল। মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তাঁর ভাই। তবে আজ দুপুরে বাফুফে ভবনে নিজে উপস্থিত থেকে মনোনয়ন কিনেছেন শেখ জামাল ধানমন্ডির কোচ শফিকুল ইসলাম। আজ শেষ দিনে মনোনয়ন সংগ্রহ করার কথা বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিনের। ২০১৬ সালের নির্বাচনের আগে বলেছিলেন এটাই তাঁর শেষ নির্বাচন। কিন্তু আবারও নির্বাচনে করতে যাচ্ছেন ১২ বছর ধরে ফুটবলের শীর্ষ পদে থাকা সালাউদ্দিন।

আজ বাফুফে ভবনে এসে সভাপতি পদে মনোনায়ন পত্র সংগ্রহ করেছেন সাবেক ফুটবল তারকা শফিকুল ইসলাম মানিক
ছবি: প্রথম আলো

আগামী ৩ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা বাফুফে নির্বাচন। ৩ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে মনোনয়নপত্র বিক্রি। সহসভাপতি পদে মনোনয়ন কিনেছেন বাফুফের বর্তমান দুই সহসভাপতি তাবিথ আওয়াল ও মহিউদ্দিন আহমেদ।