সালাহর এই উদ্‌যাপনের পেছনে মন খারাপের গল্প

হ্যাটট্রিকের পর সালাহর উদযাপন।ছবি: টুইটার

মাস্টার মাইন্ড বনাম মাস্টার মাইন্ড। চাপের জবাবে পাল্টা চাপ—খেলাটা না দেখে থাকলে হাইলাইটস দেখার লোভ জাগাতে এটুকুই যথেষ্ট। লিভারপুল-লিডস ইউনাইটেড ম্যাচে অনেকেই কাল টিভি পর্দা থেকে চোখ সরাতে পারেননি। ফুটবলের চোখ জুড়ানো জমজমাট লড়াই বলতে যা বোঝায় আর কি। এর মাঝেই মোহাম্মদ সালাহ-র গোল উদ্‌যাপনের একটি দৃশ্য শুধু চোখ নয় মনও জুড়িয়েছে।

চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচে ৪-৩ গোলে জিতেছে লিভারপুল। চ্যাম্পিয়নদের জয়ে মূল ভূমিকা সালাহর। হ্যাটট্রিক করেন মিসরীয় ফরোয়ার্ড, এর মধ্যে ৮৮ মিনিটে পেনাল্টি থেকে তাঁর করা গোলটি ৩ পয়েন্ট এনে দেয় লিভারপুলকে। এই গোলের পর অন্যরকম এক উদ্‌যাপন করেন সালাহ। অনেকেরই তা চোখে পড়েছে। দুই হাত কানে রেখে জিভ বের করেন সালাহ। মিসরীয় তারকাকে আগে কখনো এভাবে গোল উদ্‌যাপন করতে দেখা যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সংবাদমাধ্যমে এ নিয়ে আগ্রহ জেগেছে। পরে জানা গেল পেছনের গল্পটা হৃদয়বিদারক।

মিসরীয় ক্লাব আল আহলি ফরোয়ার্ড মোয়ামেন জাকারিয়া।
ছবি: টুইটার

মোয়ামেন জাকারিয়ার নাম শুনেছেন? মিসরের ক্লাব আল-আহলির ফরোয়ার্ড ছিলেন তিনি। মিসর জাতীয় দলে সালাহর সঙ্গে খেলেছেন ২০১৮ বিশ্বকাপ বাছাইপর্বে। ৩২ বছর বয়সী জাকারিয়া ফুটবলার ছিলেন—কথাটা বলতেই হচ্ছে কারণ ২০১৮ সালের ডিসেম্বর থেকে আর প্রতিযোগিতামূলক ম্যাচে খেলেননি তিনি। গত মাসে তাঁর শরীরে অ্যামিট্রোপিক ল্যাটারাল স্কেরোসিস (এএলএস) রোগ ধরা পড়ে। এ রোগে স্নায়ুতন্ত্র, মস্তিস্ক ও স্পাইনাল কর্ড ক্ষতিগ্রস্ত হয়। স্থায়ী কোনো চিকিৎসা নেই। এ রোগের জন্যই আর কখনো ফুটবল খেলতে পারবেন না জাকারিয়া। জিভ বের করে দুই হাতে কান ঢেকে আর কখনো গোল উদ্‌যাপন করতে দেখা যাবে না তাঁকে। সালাহ তাই জাকারিয়ার হয়ে কাজটা করে দিলেন ইংলিশ প্রিমিয়ার লিগে।

মিসরীয় সংবাদকর্মী মোহাম্মেদ আদম ‘লিভারপুল ইকো’কে বলেন, ‘সে (জাকারিয়া) সালাহর বন্ধু। মিসরীয় ফুটবলের সবাই তার জন্য মর্মাহত, সমব্যথী। এটা তার ট্রেডমার্ক উদ্‌যাপন, সালাহ সম্ভবত বন্ধুর জন্যই এমন উদ্‌যাপন করেছে। জাকারিয়া ৮ নম্বর জার্সি পরে, আর সালাহও হাতের ইশারায় আরবিতে সংখ্যাটা বুঝিয়েছে।’ শুক্রবার মিসরীয় প্রিমিয়ার লিগের ম্যাচ জয়ের পর জাকারিয়াকে নৈবেদ্য দিয়ে একই উদযাপন করেন আল আহলির ফুটবলাররা। সতীর্থদের এই ভালোবাসা দেখে জাকারিয়া টুইট করেন, ‘আল আহলি ম্যানেজমেন্ট ও খেলোয়াড়দের ধন্যবাদ। জীবনের অন্যতম সুখের দিন কাটালাম। ভক্তদের ধন্যবাদ।’লিভারপুলের সাবেক রাইটব্যাক স্টিভেন ডার্বিও একই রোগে আক্রান্ত। এ জন্য দুই বছর আগে বাধ্যতামূলক অবসরে যেতে হয় তাঁকে। এখন তিনি ফাউন্ডেশন গড়ে এই রোগের বিরুদ্ধে যুদ্ধে নেমেছেন।

কাল হ্যাটট্রিক তুলে নেওয়ার পাশাপাশি একটি রেকর্ডও ভেঙেছেন সালাহ। লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগে সর্বশেষ যে ৩৫ ম্যাচে সালাহ গোল করেছেন, তার সবগুলো জিতেছে অ্যানফিল্ডের ক্লাবটি। আগে এই রেকর্ডটির মালিক ছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক স্ট্রাইকার ওয়েন রুনি। এ ছাড়াও ১৯৮৮-৮৯ মৌসুমে জন অলড্রিজের পর লিভারপুলের প্রথম খেলোয়াড় হিসেবে লিগের প্রথম দিনেই হ্যাটট্রিকের দেখা পেলেন সালাহ।