সিটির চাপ বাড়িয়ে শীর্ষে লিভারপুল

গোলের পর কেইতাকে নিয়ে দিয়াজের উল্লাসছবি: রয়টার্স

সম্ভাব্য চার শিরোপা জেতার দৌড়ে আছে লিভারপুল। লিগ কাপ আগেই জিতেছে অলরেডরা। এফএ কাপের ফাইনালে উঠে গেছে। তবে নামে-ভারে এগিয়ে আছে বাকি দুই শিরোপা। ইংলিশ প্রিমিয়ার লিগে মাত্র এক পয়েন্টে পিছিয়ে আছে ম্যানচেস্টার সিটির চেয়ে। আর চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে ভিয়ারিয়ালকে ২-০ গোলে হারিয়ে দিয়েছে। এ দুই শিরোপা জেতার ক্ষেত্রে সম্ভাবনায় কোনটি ইয়ুর্গেন ক্লপের চোখে এগিয়ে, সেটা বোঝা গেছে আজ। এক পয়েন্ট হারালেই বিপদ, এমন সময়ে আজ নিউক্যাসলের ঘরের মাঠে গুরুত্বপূর্ণ কিছু খেলোয়াড়কে বসিয়ে রেখেছিলেন লিভারপুল কোচ।

সৌদি রাজপুত্রের বিনিয়োগে বলীয়ান হলেও এখনো লিভারপুলকে পরীক্ষায় ফেলার মতো গুছিয়ে ওঠা দল হতে পারেনি নিউক্যাসল ইউনাইটেড। প্রতিপক্ষের মাঠে ১-০ গোলে জিতে ঘণ্টা তিনেকের জন্য হলেও তাই লিগের শীর্ষে চলে গেছে লিভারপুল। রাতে লিডসের মাঠে বাড়তি চাপ নিয়ে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি।

৩৯ মিনিটে আলমিরনের গোল অফসাইডে বাতিল হয়েছে
ছবি: রয়টার্স

ম্যাচ একাদশ দেখেই চমকে উঠেছেন সবাই। মোহাম্মদ সালাহ নেই আক্রমণে। মাঝমাঠে নেই ফাবিনিও ও থিয়াগো। রক্ষণে নেই ট্রেন্ট আলেক্সান্ডার–আরনল্ড। কিছুটা হলেও খর্বশক্তির লিভারপুল। মঙ্গলবার ভিয়ারিয়ালের মাঠে খেলতে হবে। এ কারণে কিছু খেলোয়াড়কে বিশ্রাম দেওয়ার চিন্তা তখনই টের পাওয়া গেছে। কিন্তু পুরোপুরি বিশ্রাম মেলেনি তাঁদের। ম্যাচের বড় সময় ধরে আধিপত্য বিস্তার করেও ব্যবধান বাড়াতে পারেনি লিভারপুল। সে কারণেই সালাহ, থিয়াগো, ফাবিনিও—সবাইকেই নামাতে হয়েছিল ক্লপের।

চিন্তায় পড়ে গিয়েছিলেন ক্লপ
ছবি: রয়টার্স

ম্যাচের শুরু থেকেই দাপট দেখানো লিভারপুল এগিয়ে গেছে ১৯ মিনিটে। মিলনারের কাছ থেকে বল পেয়ে জোতা ও নাবি কেইতা নিজেদের মধ্যে বল দেওয়া–নেওয়া করে বক্সে ঢুকে পড়েন। অন্যদের পাস দেওয়ার সুযোগ পাননি কেইতা। কারণ, তাঁর সামনে থাকা দুই লিভারপুল খেলোয়াড় অফসাইডে ছিলেন। তাই নিজেই ড্রিবল করে প্রতিপক্ষ গোলরক্ষককে বোকা বানিয়ে শট নিয়েছেন। দুই নিউক্যাসল ডিফেন্ডার মানবদেয়াল সৃষ্টি করেও ঠেকাতে পারেননি। দুজনের মধ্যে দিয়ে গোল।

গোল খেয়ে স্বাগতিক দল তেড়েফুঁড়ে আক্রমণে উঠেছে—এটা বলা যাচ্ছে না। বরং কেইতা-মানে-দিয়াজ ও জোতারাই প্রাধান্য বিস্তার করেছেন। আক্রমণের গতি ও গোলের সুযোগ—সবকিছুতেই এগিয়ে ছিল লিভারপুল। নিউক্যাসলের দু–একটি প্রতি–আক্রমণ ভয় জাগালেও আলিসন বেকারের সামনে সেগুলো নিষ্ফলা হয়ে উঠছিল। ৩৯ মিনিটে সমতা ফিরিয়েছিল স্বাগতিক ফল। কিন্তু আলমিরনের গোল অফসাইডে বাতিল হয়েছে।

সালাহকে নামতে হয়েছে পরে
ছবি: রয়টার্স

দ্বিতীয়ার্ধেও খেলার ধারা বদলায়নি। লিভারপুল একের পর এক আক্রমণ করেছে। কিন্তু ব্যবধান বাড়ছিল না বলে যেকোনো সময় গোল খেয়ে পয়েন্ট খোয়ানোর ভয় রয়ে যাচ্ছিল। ৬৯ মিনিটে তাই সালাহকে নামানো হলো মাঠে। ফাবিনিও নেমেছেন তাঁর সঙ্গে। খেলা শেষ হওয়ার ১২ মিনিট আগে খেলা নিয়ন্ত্রণের আশায় থিয়াগোকেও নামানো হয়েছে। এর আগেই গোল পরিশোধের চরম সুযোগ পেয়েছিল নিউক্যাসল। কিন্তু আলিসনকে একে পেয়েও তাঁর গায়ে বল মেরেছেন ক্রিস উড। যদিও গোল হলে সেটা অফসাইডে বাতিল হতো।

নেমে দুবার গোল করার সুযোগ পেয়েছেন সালাহ, কিন্তু নিজের ২৩তম লিগ গোলের দেখা পাননি। যোগ করা সময়ে দারুণ এক ট্যাকলে নিউক্যাসলের ভয়ংকর এক আক্রমণ থামিয়ে দিয়ে কোচকে স্বস্তি দিয়েছেন রবার্টসন।