সুইডেন দলে ইব্রার বদলি সাবেক সতীর্থ লারসনের ছেলে

সুইডেন দলে ইব্রাহিমোভিচের জায়গায় নেওয়া হয়েছে জর্ডান লারসনকে।
ফাইল ছবি

হেনরিক লারসনকে মনে আছে? বার্সেলোনার সহকারী এ কোচকে সুইডেনের জার্সিতেই বেশি মনে রেখেছেন সবাই। ১৯৯৪ বিশ্বকাপে সুইডেনের নিজের আগমনী বার্তা ঘোষণা করেছিলেন লারসন। সেল্টিক সমর্থকদের কাছে ‘রাজাধিরাজ’ তকমা পাওয়া লারসন প্রায় ৮ বছর জাতীয় দলে খেলেছেন জ্লাতান ইব্রাহিমোভিচের সঙ্গে।

এবার ইউরো সামনে রেখে অবসর ভেঙে ফিরেছিলেন ইব্রা। কিন্তু হাঁটুর চোটের কারণে ইউরোকে সামনে রেখে সুইডেনের ঘোষণা করা দলে জায়গা হয়নি এসি মিলান তারকার। তাঁর জায়গায় সুইডিশ আক্রমণভাগে ডাক পেয়েছেন ২৩ বছর বয়সী স্পাতার্ক মস্কো ফরোয়ার্ড জর্ডান লারসন। ঠিকই ধরেছেন। হেনরিক লারসনের ছেলে!

চোটের কারণে মাঠের বাইরে ছিটকে পড়েছেন এসি মিলানের সুইডিশ তারকা ইব্রাহিমোভিচ।
ছবি: রয়টার্স

৩৯ বছর বয়সী ইব্রা পেশাদার ক্যারিয়ার শুরু করেন ১৯৯৯ সালে মালমোর হয়ে। তার দুই বছর আগে জন্ম জর্ডান লারসনের। কাল ইউরোর জন্য ঘোষিত ২৬ জনের দলে জর্ডানকে ডেকেছেন সুইডেন কোচ ইয়ানে অ্যান্ডারসন। ২০১৮ সালে এস্তোনিয়ার বিপক্ষে সুইডেন জাতীয় দলে অভিষেক জর্ডানের। দেশের হয়ে এ পর্যন্ত ৫ ম্যাচ খেলে ১টি গোল পেয়েছেন তিনি। একমাদ্র গোলটি মলদোভার বিপক্ষে প্রীতি ম্যাচে। স্কোয়াড নিয়ে সুইডেনের কোচ অ্যান্ডারসন বলেন, ‘আমাদের দলে ভালো বৈচিত্র্য আছে। বেশ কিছু প্রতিযোগিতায় খেলা অভিজ্ঞ ফুটবলার আছে আমাদের। এর বাইরে তরুণ কিছু খেলোয়াড় আছে যারা ভালো করতে মুখিয়ে আছে, এটাই হবে তাদের প্রথম টুর্নামেন্ট। এই ভারসাম্যটুকু দলের জন্যই ভালো।’

গত মার্চে বিশ্বকাপ বাছাইপর্ব দিয়ে অবসর ভেঙে সুইডেন দলে ফেরেন ইব্রা। ২০১৬ ইউরো খেলার পর অবসর নিয়েছিলেন তিনি। ১৪ জুন সেভিয়ায় স্পেনের মুখোমুখি হয়ে এবারের ইউরো শুরু করবে সুইডেন। ইব্রার দলের বাইরে থাকা প্রসঙ্গে অ্যান্ডারসন বলেন, ‘সে খুবই হতাশ। তার সঙ্গে আমিও হতাশ। সে আমাদের সৌভাগ্য কামনা করেছে এবং আমিও তার দ্রুত সুস্থ ওঠার শুভকামনা জানিয়েছি।’ সুইডেনের হয়ে ১০৬ ম্যাচে ৩৭ গোল করা হেনরিক লারসনের ছেলে জর্ডান এবারের মৌসুমে স্পার্তাকের হয়ে ২৯ ম্যাচে ১৫ গোল করেছেন। ১১ জুন শুরু হবে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ (ইউরো)।

চোট ইউরোতে খেলতে দিল না ইব্রাহিমোভিচকে।
ছবি: রয়টার্স

ইউরোয় সুইডেনের স্কোয়াড

গোলরক্ষক: রবিন ওলসেন, কার্ল-ইয়োহান ইয়নসন, ক্রিস্টোফার নর্দফেল্ট।
ডিফেন্ডার: লুডভিগ অগুস্টিনসন, আন্দ্রেয়া গ্রাঙ্কভিস্ট, ভিক্টর লিন্ডেলফ, ফিলিপ হেলেন্ডার, এমিল ক্রাফথ, মিকাইল লুসটিগ, পন্টাস ইয়ানেসন, মার্কাস দানিয়েলসন, মার্টিন ওলসন।
মিডফিল্ডার: ইয়েন্স কাইয়ুস্তে, গুস্তাভ সভেনসন, ভিক্টর ক্লাসন, আলবিন একডাল, এমিল ফোর্সবার্গ, সেবাস্তিয়ান লারসন, ক্রিস্টোফার ওলসন, কেন সেমা, ম্যাতিয়াস সভেনবার্গ।
ফরোয়ার্ড: মার্কাস বার্গ, দেয়ান কুলুসেফস্কি, রবিন কুয়াইসন, আলেক্সান্দার ইসাক, জর্ডান লারসন।