সুয়ারেজকে আতলেতিকোর কাছে ছাড়বেন না বার্তোমেউ?

শান্তিমতো ক্লাবও ছাড়তে পারবেন না সুয়ারেজ?ছবি : রয়টার্স

বার্সায় রোনাল্ড কোমান কোচ হয়ে এসেই নতুন ক্লাব খুঁজতে বলেছিলেন সুয়ারেজকে। বার্সার ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ এ গোলদাতাকে নিজের পরিকল্পনায় রাখেননি এই ডাচ কোচ। এরপর সুয়ারেজকে ঘিরে জুভেন্টাসের নামই বেশি উচ্চারিত হয়েছে। কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় ভাষা, যে কারণে বিশেষ পাসপোর্টের জন্য পরীক্ষা দিতে বসতে হয়েছে সুয়ারেজকে। কিন্তু পরীক্ষার ফল যা–ই হোক, জুভেন্টাস কোচ আন্দ্রেয়া পিরলোও জানিয়ে দেন, তাঁর তুরিনে আসার সম্ভাবনা নেই। বরং রোমার স্ট্রাইকার এডিন জেকো কিংবা আতলেতিকোর আলভারো মোরাতার দিকে জুভেন্টাস নজর দিয়েছে এখন।

কিন্তু মাত্রই গত মৌসুমে পাকাপাকিভাবে নিয়ে আসা মোরাতাকে আতলেতিকো কেন ছেড়ে দিচ্ছে? এর উত্তরেও জড়িয়ে আছে সুয়ারেজের নাম। হ্যাঁ, ঠিকই ধরেছেন। জোয়াও ফেলিক্স, ডিয়েগো কস্তাদের সঙ্গে খেলানোর জন্য লুইস সুয়ারেজকেই মনে ধরেছে আতলেতিকোর কোচ ডিয়েগো সিমিওনের। সংবাদমাধ্যম তো বটেই, টুইটারে সংবাদকর্মীদের মতামতও তেমনি। তার আগে বার্সেলোনার সঙ্গে চুক্তি বাতিল করতে হবে সুয়ারেজকে। ইতিমধ্যে সে কাজটিও সম্পন্ন হয়েছে। ইতালিয়ান সংবাদকর্মী ফাব্রিজিও রোমানো টুইট করেছেন আতলেতিকোর সঙ্গে নাকি কথাবার্তাও পাকা হয়ে গিয়েছে সুয়ারেজের। এখন শুধু চুক্তির খুঁটিনাটি চূড়ান্ত করাই বাকি। শুধু রোমানোই নয়, বার্সেলোনাভিত্তিক নির্ভরযোগ্য সকল সাংবাদিক খবরটি নিশ্চিত করেছিলেন গতকাল।

সুয়ারেজের ক্লাব ছাড়ার বাধা দিচ্ছেন বার্তোমেউ।
ছবি : রয়টার্স

কিন্তু কিছুদিন আগে মেসিকে অসন্তুষ্ট করা ক্লাব সভাপতি জোসেপ মারিয়া সুয়ারেজকে চুপচাপ ক্লাব ছাড়তে দেবেন কেন? এখানেও একটা বিতর্কের সৃষ্টি করেছেন তিনি। বলা হচ্ছে, লিগের অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী আতলাতিকোর কাছে সুয়ারেজকে যেতে দেবে না বার্সেলোনা। স্প্যানিশ সংবাদমাধ্যম আরএসিওয়ানের নির্ভরযোগ্য সংবাদকর্মী জেরার্দ রোমেরো জানিয়েছেন, সুয়ারেজের সঙ্গে বার্সেলোনার একটা সম্মতিপত্র রয়েছে, যেখানে বার্সেলোনা উল্লেখ করে দিয়েছিল, সুয়ারেজ বার্সা ছাড়লে কয়েকটা ইউরোপীয় ক্লাবে যোগ দিতে পারবেন না। তবে এই সম্মতিপত্রে আতলেতিকোর নাম নেই। কিন্তু সুয়ারেজ আতলেতিকোতে যোগ দিতে পারেন শুনে এত দিনে বার্তোমেউর হুঁশ হয়েছে।

এখন লিগের অন্যতম প্রতিদ্বন্দ্বী আতলেতিকোতে সুয়ারেজকে যেতে দিতে চাচ্ছেন না গত কয়েক সপ্তাহে অনেক দুর্নাম কুড়ানো এই সভাপতি। সম্মতিপত্রে যেসব ক্লাবের নাম উল্লেখ করা রয়েছে (বার্সা ছাড়লে যেসব ক্লাবে সুয়ারেজ যোগ দিতে পারবেন না), ওই তালিকায় এখন আতলেতিকোর নামও ঢুকিয়ে দিতে চাইছেন বার্তোমেউ। তবে বার্তোমেউর সুবিধা হলো, চুক্তিপত্রে কোনো পক্ষেরই সই নেই। শুধু খসড়া করা আছে। আর এটারই সুবিধা নিতে চাইছেন বার্তোমেউ।

ওদিকে আরেক স্প্যানিশ সংবাদমাধ্যম ওন্দা চেরো'র বরাত দিয়ে জেরার্দ টুইট করেছেন, বার্সেলোনা কোনোভাবেই চায় না 'ফ্রি ট্রান্সফারে' সুয়ারেজ আতলেতিকোতে যোগ দিক। মুন্দো দেপোর্তিভোর বার্সেলোনা বিষয়ক নির্ভরযোগ্য সাংবাদিক সার্জি সোলেও জেরার্দের কথাই বলেছেন। জানিয়েছেন, বার্সার সঙ্গে সুয়ারেজের চুক্তি বাতিল ও আতলেতিকোর সঙ্গে সুয়ারেজের চুক্তি প্রায় পাকাপাকি হয়ে গেলেও, শেষ মুহূর্তে এসে বার্তোমেউর কারণে আলোচনার গতি কমে গিয়েছে। মিদিয়াসেত এস্পানিয়া ও কাদেনা সের এর সাংবাদিক মানু কারেনিও'ও একই কারণ দেখিয়েছেন, জানিয়েছেন সুয়ারেজের আতলেতিকো যাওয়া নিয়ে বার্সেলোনার অসন্তুষ্টির কথা।

কাদেনা সের ও সের কাতালুনিয়ার আরেক সাংবাদিক সিকে রদ্রিগেজ জানিয়েছেন, অবস্থা এমনই অভিনব, যে সুয়ারেজের চুক্তি বাতিলের ব্যাপারে সবকিছু প্রায় ঠিক হয়ে গেলেও তাঁর পরবর্তী গন্তব্য নিয়ে খবরের মাধ্যমে জানার পরপরই বার্তোমেউ এখন চুক্তি বাতিলের প্রক্রিয়া থামিয়ে দিতে পারেন।

ওদিকে ওন্দা চেরোর নির্ভরযোগ্য সাংবাদিক আলফ্রেদো মার্তিনেজ ও রেডিও অনুষ্ঠান এল ত্রানসিস্তরের পরিচালক হুয়ান রামোন দে লা মোরেনিয়া টুইট করে জানিয়েছেন, সুয়ারেজের চুক্তিপত্রে যেসব ক্লাবের নাম ছিল (বার্সা ছাড়লে যেসব ক্লাবে সুয়ারেজ যোগ দিতে পারবেন না), ওই তালিকায় নাম ছিল রিয়াল মাদ্রিদ, পিএসজি, ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি ও পিএসজি। আতলেতিকোর নাম ছিল না। এখন এই কারণে সুয়ারেজ যদি আতলেতিকোতে না যেতে পারেন, তাহলে ক্লাবই ছাড়বেন না তিনি।

কিছুদিন আগে ক্লাবের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি বার্তোমেউকে দুষে মিডিয়ায় অনেক কথা বলেছিলেন, ক্লাবই ছাড়তে চেয়েছিলেন। এবার বুঝি সুয়ারেজের ক্ষোভে বিস্ফোরিত হওয়ার পালা!