সেদিন বর্ণবাদী মন্তব্য করেছিলেন নেইমারও?

ছবি: এএফপি

নেইমারকে ‘মোনো’ নাকি ‘বোবো’ বলেছিলেন আলভারো গঞ্জালেস? এটা নিয়ে এখনো তদন্ত চলছে। স্প্যানিশ শব্দ মোনোর বাংলা করলে হয় বানর আর বোবো মানে বোকা! নেইমারকে উদ্দেশ করে এই দুটি শব্দের কোনটি আলভারো বলেছিলেন তা বের করার আগেই পিএসজি-মার্শেই ম্যাচে ঘটে যাওয়া ঘটনা অন্যদিকে মোড় নিচ্ছে! এবার সন্দেহ করা হচ্ছে নেইমারও মার্শেইয়ের এক খেলোয়াড়কে উদ্দেশ করে বর্ণবাদী মন্তব্য করেছিলেন!

নিজেদের মাঠে মার্শেইয়ের কাছে গত ১৩ সেপ্টেম্বর ফরাসি লিগ ওয়ানের ম্যাচটি ১-০ গোলে হেরে গিয়েছিল পিএসজি। ম্যাচটি মানুষ যতটা না মাঠের খেলার জন্য মনে রাখবে, এর চেয়ে বেশি মনে রাখবে বাজে কিছু ঘটনার জন্য। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচটিতে ক্ষণে ক্ষণে উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। ফাউল, লাল কার্ড আর হলুদ কার্ডের ছড়াছড়ির এক ম্যাচ ছিল সেটি। খেলোয়াড়দের মধ্যে ঝগড়াটা এক সময় ধাক্কাধাক্কি থেকে মারপিটেও গড়ায়।

পিএসজির বিপক্ষে ম্যাচে নেইমারকে বেশ কয়েকবার ফাউল করেছিলেন মার্শেইয়ের জাপানিজ ডিফেন্ডার সাকাই।
ছবি: টুইটার

পাঁচ লাল কার্ডের ম্যাচটিতে বহিষ্কার হতে হয়েছিল পিএসজির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারকেও। মার্শেইয়ের স্প্যানিশ ডিফেন্ডার আলভারোর মাথায় চাটি মেরেছিলেন তিনি। ম্যাচ শেষে অবশ্য নেইমার অভিযোগ করেছেন, আলভারো তাঁকে উদ্দেশ করে বর্ণবাদী মন্তব্য করেছেন। বিষয়টি নিয়ে তদন্ত করছে প্রোফেশনাল লিগ কমিটি (এলএফপি)।

বিষয়টি ঠিকভাবে তদন্ত করতে এলএফপি ব্রাজিল থেকে তিনজন বিশেষজ্ঞ ‘লিপ রিডার’ নিয়ে এসেছে। ঠোঁট নাড়ানো দেখে যাঁরা কেউ কী বলেছে সেটা ঠিকঠাক বলে দিতে পারেন লিপ রিডাররা। সেই লিপ রিডাররা নাকি বলেছেন, নেইমারকে উদ্দেশ করে আলভারো ‘মোনো’ বলেছেন! কিন্তু আলভারোর ঘনিষ্ঠজনেরা আর মার্শেই কর্তৃপক্ষের দাবি তিনি এটা বলেননি। আলভারো নাকি নেইমারকে উদ্দেশ করে বলেছিলেন ‘বোবো’!

‘মোনো’ নাকি ‘বোবো’—এটা নিয়ে যখন ফুটবল বিশ্বে আলোচনা, স্পেনের রেডিও কাদেনা কোপে দিয়েছে আরেক খবর। নেইমার নাকি মার্শেইয়ের জাপানি ডিফেন্ডার হিরোকি সাকাইকে উদ্দেশ করে বর্ণবাদী মন্তব্য করেছিলেন! নেইমার এই কাণ্ডটি নাকি ঘটিয়েছিলেন বিরতিতে টানেল দিয়ে ড্রেসিংরুমে যাওয়ার সময়। মার্শেইয়ের ডিফেন্ডারকে কী বলেছিলেন নেইমার। কাদেনা কোপে যা জানতে পেরেছে। সাকাইকে উদ্দেশ করে নেইমার বলেছিলেন, ‘চীনা বিষ্ঠা!’

টানেলে নেইমার আর সাকাই যে এক সঙ্গে যাচ্ছিলেন এবং সেই সময় সাকাইকে নেইমার কিছু একটা বলছিলেন তার ছবিও নাকি মার্শেইয়ের কাছে আছে। এই অভিযোগ যদি সত্যিই হয় তাহলে এর জন্য অবশ্যই শাস্তি পেতে হবে নেইমারকে। তবে পিএসজি-মার্শেই ম্যাচের বর্ণবাদের এই নাটক শেষ পর্যন্ত কত দূর গড়ায় তা দেখতে আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে ফুটবল বিশ্বকে।