সেমিফাইনালের উত্তাপে ব্রাজিলিয়ান–আর্জেন্টাইন বারুদ

বসুন্ধরার ব্রাজিলিয়ান উইঙ্গার রবসনডি সিলভাছবি: প্রথম আলো

লাতিন ফুটবলের প্রতি বাংলাদেশের মোহ আকাশচুম্বী। ঘরোয়া ফুটবলে বিভিন্ন দলের হয়ে এবার সাতজন লাতিন ফুটবলার খেলছেন বাংলাদেশে। এর মধ্যে পাঁচজন খেলছেন দুটি দল বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেডে।

ফেডারেশন কাপ ফাইনালে ওঠার লড়াইয়ে আজ মুখোমুখি হচ্ছে বসুন্ধরা ও আবাহনী, সেখানে মাঠে দেখা যাবে পাঁচ লাতিন ফুটবলারকে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সেমিফাইনাল ম্যাচটি শুরু হবে বিকেল চারটায়।

বসুন্ধরায় দুই ব্রাজিলিয়ান উইঙ্গার রবসন ডি সিলভা ও মিডফিল্ডার জোনাথন ফার্নানদেজের সঙ্গে আর্জেন্টাইন স্ট্রাইকার রাউল বেসেরা। আবাহনীতে ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফায়েল আগুস্তো, স্ট্রাইকার ফ্রান্সিসকো তোরেস।

বসুন্ধরার মোট ৬ গোলের ৫টিই এসেছে ব্রাজিলিয়ান রবসন ও বেসেরার পা থেকে। আবাহনীকে সেমিফাইনালের টিকিট এনে দিয়েছেন ব্রাজিলিয়ান তোরেস। বোঝাই যাচ্ছে উভয় দলের কোচের কাছেই লাতিন ফুটবলাররাই সেরা অস্ত্র।

এখন পর্যন্ত টুর্নামেন্টের সেরা খেলোয়াড় বসুন্ধরার রবসন। ক্যারিয়ারের বাংলাদেশ অধ্যায়ে তিনটি ম্যাচ খেলে সব কটিতেই ম্যাচসেরা হয়েছেন এ উইঙ্গার।

দলের প্রয়োজনে আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবে খেলেও তাঁর পায়ে দেখা গেছে ব্রাজিলিয়ান সুরভি ছড়ানো দুটি গোল। তাঁর স্বদেশি জোনাথন এখনো গোলের খাতা খুলতে পারেননি।

তবে অনেকের মতে কার্যকর ফুটবলে রবসনের তুলনায় অনেক এগিয়ে জোনাথন। মাঝমাঠ থেকে খেলাটি তৈরি করেন। রক্ষণভাগকেও ছায়া দিতে দেখা যায় তাঁকে।

বসুন্ধরায় দুই ব্রাজিলিয়ান উইঙ্গার রবসন ডি সিলভা ও মিডফিল্ডার জোনাথন ফার্নানদেজের সঙ্গে রয়েছেন আর্জেন্টাইন স্ট্রাইকার রাউল বেসেরা
ছবি: প্রথম আলো

ব্রাজিলের বিখ্যাত ক্লাব বোতাফোগোর জার্সিতে খেলেছেন জোনাথন। তাঁকে আজ মাঠে বেশির ভাগ সময় লড়াই করতে হবে আবাহনীর মিডফিল্ডার রাফায়েলের সঙ্গে। আবাহনীর জার্সিতে কোয়ার্টার ফাইনালে বারিধারার বিপক্ষে প্রথম ম্যাচ খেলেন রাফায়েল।

সেদিন পুরোপুরি ফিট মনে না হলেও বোঝা গেছে তাঁর পায়েও ভবিষ্যতে ফুটবে ব্রাজিলিয়ান ফুটবলের ‘ফুল’। আজ দ্বিতীয় ম্যাচে নিশ্চয় সতীর্থদের সঙ্গে বোঝাপড়ার উন্নতির ছাপ থাকবে।

বসুন্ধরার স্ট্রাইকার বেসেরা ও আবাহনীর তোরেস। টানা তিন ম্যাচেই গোল করেছেন বেসেরা। তবে দিয়েছেন অনেক গোল মিসের মহড়াও। তবুও বেসেরার সঙ্গে তুলনা করলে পিছিয়ে রাখতে হবে তোরেসকে। তিন ম্যাচ খেলে একটি মাত্র গোল করেছেন তোরেস।

তবে তোরেসের সেই গোলটির মূল্য শুধু আবাহনীর সমর্থকেরাই জানেন! কোয়ার্টার ফাইনালে বারিধারার বিপক্ষে যোগ করা সময়ের শেষ মুহূর্তে গোল করে আবাহনীকে সেমিফাইনালের টিকিট এনে দেন তোরেস। দলকে ফাইনালে তোলার ঘোষণাটাও দিয়ে রেখেছেন।

আজকের ম্যাচের আগে সতীর্থ রাফায়েলের ব্যাপারে মূল্যায়ন তো করেছেন তোরেস। তবে তাঁর আগে শুনে নিন বসুন্ধরার দুই স্বদেশি খেলোয়াড় সম্পর্কে ব্রাজিলিয়ান তোরেসের মূল্যায়ন, ‘শুনেছি এই ম্যাচটি অনেকটা ডার্বির মতো। আজ চারজন ব্রাজিলিয়ান মাঠে থাকবে। তাঁদের সঙ্গে আমাদের পরিচয় নেই। এই টুর্নামেন্টে কয়েকটি ম্যাচ দেখেছি। তাঁরা খুবই ভালো খেলোয়াড়। সত্যিকার অর্থেই তাঁরা ব্রাজিলিয়ান ফুটবলটা খেলছে।’

অনুশীলনে ঢাকা আবাহনীর খেলোয়াড়েরা
ছবি: প্রথম আলো

তোরেসের কথাই শিষ্টাচারের সৌন্দর্য। ব্যক্তিগত ব্যাপারে বলার না থাকলেও প্রশংসায় ভাসিয়েছেন আবাহনী সতীর্থ রাফায়েলকে, ‘আমি স্ট্রাইকার, আমার কাজ গোল করা। নিজের সম্পর্কে আর কীই–বা বলতে পারি! তবে রাফায়েল অসাধারণ খেলোয়াড়। আপনারা ওর খেলা দেখে আনন্দ পাবেন। সে মাঠে যা ইচ্ছে করে, তাই দেখাতে পারে। তবে ওকে সময় দিতে হবে।’