সৌদি আরবের ৬২ কোটি টাকার বাড়তি আয়ের প্রস্তাবে রোনালদোর ‘না’

জুভেন্টাস তারকা ক্রিস্টিয়ানো রোনালদোছবি: এএফপি

প্রস্তাবটা ছয় মিলিয়ন ইউরোর। গুগল বলছে, এক ইউরোর বিপরীতে এ মুহূর্তে বাংলাদেশি মুদ্রায় ১০৩ টাকা ২৮ পয়সা পাওয়া যাবে।

সে হিসাবে প্রস্তাবটার মূল্য বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় ৬১ কোটি ৯৬ লাখ ৯৬ হাজার টাকারও বেশি। অর্থাৎ, প্রায় ৬২ কোটি টাকা। কী করতে হবে এই টাকা পেতে? তেমন কিছুই না।

প্রচারণার কাজ। হয়তো দু-একটি বিজ্ঞাপনে নিজের চেহারা দেখাতে হবে, হয়তো শুভেচ্ছাদূত হিসেবে কিছু কথা বলতে হবে, মাঝেমধ্যে ইনস্টাগ্রাম কিংবা ফেসবুক-টুইটারে দু-একটি পোস্ট দিতে হবে...এই তো! সাধারণত, এমন প্রস্তাবগুলোয় এই কাজই তো করতে হয়।

ক্রিস্টিয়ানো রোনালদো এমন কাজ কতশত প্রতিষ্ঠানের জন্যই তো করেছেন, করছেন। ৩৫ বছর বয়সী পর্তুগিজ ফরোয়ার্ড কোটি কোটি ইউরো কামাইও করছেন সেসব স্পনসরশিপের চুক্তি থেকে।

বলা যায়, ফুটবলের বাইরে এসব রোনালদোর বাড়তি আয়ের উৎস। শুধু রোনালদো কেন, দুনিয়াজোড়া প্রায় সব অ্যাথলেট, সব সেলেব্রিটিরই এমন স্পনসরশিপ চুক্তি আছে।

কিন্তু সৌদি আরব থেকে আসা প্রস্তাবে মন গলেনি রোনালদোর। নিজেদের নতুন প্রচারণা ক্যাম্পেইন ‘ভিজিট সৌদি’র অংশ হিসেবে সৌদি আরবের পর্যটন বোর্ড দিয়েছিল এই প্রস্তাব, কিন্তু এমন লোভনীয় প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন জুভেন্টাস ফরোয়ার্ড।

ইংলিশ দৈনিক দ্য টেলিগ্রাফকে উদ্ধৃত করে স্প্যানিশ দৈনিক এএস জানাচ্ছে, প্রস্তাবটা বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসিকেও দিয়েছে সৌদি আরবের পর্যটন বোর্ড। মেসি এই প্রস্তাব গ্রহণ করেছেন, নাকি ফিরিয়ে দিয়েছেন, তা এখনো জানা যায়নি।

রোনালদো কেন প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন, তা এখনো জানা যায়নি। আগামী মাস থেকে প্রচারণা ক্যাম্পেইন শুরু করবে সৌদি আরবের পর্যটন বোর্ড। সে জন্য ক্রীড়াক্ষেত্রের বড় বড় তারকা এবং বড় ক্রীড়া ইভেন্টকে কাজে লাগিয়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে চায় তারা।

বিশেষ করে যেখানে মানবাধিকারবিষয়ক সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো সংগঠনগুলো দেশটির বেশ কিছু ব্যাপার নিয়ে সমালোচনা করায় বহির্বিশ্বে সৌদি আরব কিছুটা ইমেজ সংকটে।

ভাবমূর্তি উজ্জ্বল করার অংশ হিসেবেই ২০১৯ সালে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, আতলেতিকো মাদ্রিদ ও ভ্যালেন্সিয়াকে নিয়ে স্প্যানিশ সুপার কাপ নিজেদের দেশে আয়োজন করেছিল সৌদি আরব।

স্পেনের বাইরে সেবারই প্রথম স্প্যানিশ সুপার কাপ আয়োজিত হয়েছে। অনেক বিতর্কও হয়েছে এ নিয়ে। তবে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) ১২ কোটি ইউরোর বিনিময়ে তিন বছর স্প্যানিশ সুপার কাপ সৌদি আরবে আয়োজনের চুক্তিতে সই করেছে।

২০১৯ সালেই বক্সার অ্যান্থনি জশুয়ার সঙ্গে অ্যান্ডি রুইজের লড়াই হয়েছে সৌদি আরবের রাজধানী রিয়াদে। ২০২১ সালের ফর্মুলা ওয়ানের শেষের আগের রেসটি জেদ্দায় আয়োজনের চুক্তি হয়েছে, যদিও সে চুক্তি করে কদিন আগে বেশ বিতর্কের মুখে পড়েছে ফর্মুলা ওয়ান।

সৌদি আরবের পর্যটন বোর্ড মেসিকেও নাকি একই প্রস্তাব দিয়েছে
ছবি: টুইটার

এরই অংশ হিসেবে রোনালদো ও মেসিকে হয়তো পর্যটনের প্রচারণার সঙ্গে শামিল করতে চাইছে সৌদি আরব। তবে রোনালদো কেন প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছেন—ইংলিশ দৈনিক দ্য টেলিগ্রাফের সে প্রশ্নে উত্তর দিতে অস্বীকৃতি জানিয়েছে রোনালদোর মুখপাত্র প্রতিষ্ঠান।

মেসির মুখপাত্রও সৌদি আরবের এই প্রকল্পের সঙ্গে মেসির সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্নের জবাব দিতে অপারগতা জানিয়েছেন।