স্পেনে যৌনদাস হয়ে ছিলেন এই ফুটবলাররা?

ফুটবলারদেরও এমন মানবেতর জীবন কাটাতে হলো! প্রতীকী ছবি
ফুটবলারদেরও এমন মানবেতর জীবন কাটাতে হলো! প্রতীকী ছবি

খেলার বিশ্ব যখন বর্ণবাদের বিরুদ্ধে লড়াই নিয়ে ব্যস্ত, এমন সময় এলো শিড়দাড়া শীতল করে দেওয়ার মতো একটি খবর। এবিসি নিউজের খবর অনুযায়ী দক্ষিণ আমেরিকা থেকে স্পেনে আসা সাতজন তরুণকে কাদিজের প্রাদো ডেল রেতে আটকে রেখে যৌনদাস হিসেবে কাজ করতে বাধ্য করা হয়েছে।

স্পেনের সিভিল গার্ড ওই সাত তরুণকে উদ্ধার করেছে এবং তাঁদের সঙ্গে কথা বলে জানতে পেরেছে নিজ নিজ দেশে তাঁরা পেশাদার ফুটবল খেলতেন। এঁদের সবাইকে ভালো বেতনের চাকরি দেওয়ার লোভ দেখিয়ে স্পেনে নিয়ে আসা হয়েছে।
সিভিল গার্ড অভিযানে নেমে দেখতে পেয়েছে ওই সাত তরুণ কাদিজে মানবেতর জীবনযাপন করছিলেন। যৌনদাস হিসেবে কাজ করানোর পাশাপাশি তাঁদেরকে নিজেদের খাবার জোগাড় করতে ভিক্ষাও করানো হতো।
সিভিল গার্ডের প্রতিবেদন থেকে জানা গেছে, যে সংস্থা ওই সাত তরুণকে স্পেনে এনেছে তারা খুব কৌশলে কাজটি করেছে। সংস্থাটি প্রথমে
তাদের কিছু লোক দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশে পাঠায়। ওই লোকগুলো সেখানে তুলনামূলক দরিদ্র এবং শক্তিশালী শারীরিক গঠনের তরুণদের ভালো বেতনের চাকরির লোভ দেখিয়ে ফাঁদে ফেলে। একই সঙ্গে এটাও বলে নিজের দেশে তাঁরা যিনি যে কাজ করছেন সেটাই করতে দেওয়া হবে।
তরুণ ওই সাত ফুটবলারকে ভালো ক্লাব পাইয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু স্পেনে বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গেই তাঁদের কাদিজে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের কাগজপত্রসহ সঙ্গে থাকা সবকিছু কেড়ে নেয়। যেন তাঁরা কোনোভাবেই পালিয়ে যেতে না পারে।