স্পেনের ফুটবল যেন ‘ঘুমপাড়ানি’ গান

স্পেনকে সেমিফাইনালে তুলেছেন কোচ লুইস এনরিকে।ছবি: রয়টার্স

এবারের ইউরোতে স্পেনের শুরুটা হয়েছিল বেশ ঢিমেতালে। কিন্তু সময় যত গড়িয়েছে, একটু একটু করে স্পেন হয়ে উঠেছে অপ্রতিরোধ্য। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে স্পেন গোলশূন্য ড্র করেছিল সুইডেনের সঙ্গে।

পরের ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে ড্র ১-১ গোলে। সমালোচনাই শুরু হয়ে গিয়েছিল তাদের নিয়ে। কিন্তু গ্রুপের শেষ ম্যাচেই ভোজবাজির মতো উল্টে গেল সবকিছু। স্লোভাকিয়াকে এনরিকের দল হারাল ৫-০ গোলে।

নকআউট পর্বে ক্রোয়েশিয়া আর সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে উঠে স্পেন এখন ইউরো জয়ের স্বপ্ন দেখছে। আগামীকাল ওয়েম্বলিতে ইতালির বিপক্ষে মাঠে নামার আগে এক ইতালিয়ানের কথায় অবাকই হতে পারে সবাই। তাঁর মতে, স্পেনের ফুটবল দেখলে নাকি সবার ঘুম চলে আসে।

ইতালির সাবেক কোচ ফাবিও ক্যাপেলো বলেন, ‘স্পেন এতটা ধীরে খেলছে যে ওদের খেলা দেখলে ঘুম এসে যাবে। আমরা ঘুমিয়ে পড়তে চাই না। স্পেন আসলে ধীরগতির ফুটবল খেলছে। স্পেনের টেকনিকগুলো ভালো এবং ওরা বল ভালোই পায়ে রাখে।’

ক্যাপেলো এদের আক্রমণের ধার বাড়াতে পরামর্শ দিয়েছেন, ‘ওরা যেভাবে খেলে, ওদের বিপক্ষে লড়াই করার জন্য বল ফিরে পেলে দ্রুত প্রতি-আক্রমণে যেতে হবে। তাদের ভালো মানের ফুটবলার আছে কিন্তু এর মানে এই নয় যে স্পেনের রক্ষণ অপরাজেয়।’

ইতালির সাবেক কোচ ফাবিও ক্যাপেলো।
ফাইল ছবি: এএফপি

স্পেন মিডফিল্ডার পেদ্রির পারফরম্যান্সে খুশি হতে পারেননি ক্যাপেলো, ‘ওদের বয়স ১৮ বছর কিন্তু খেলে ৩০ বছরের মতো। ডোকুর খেলা আমার ভালো লাগে কিন্তু আমি জোয়ারজিনিওকে বেছে নেব। ও আমাকে প্রতিনিয়তই মুগ্ধ করছে।’

টুর্নামেন্টের অন্যতম ফেবারিট ফ্রান্স বিদায় নিয়েছে শেষ ষোলো থেকে। কিন্তু এভাবে এমবাপ্পেদের বিদায়ে খুশি হতে পারেননি ক্যাপেলো।

বিশেষ করে এমবাপ্পের পারফরম্যান্সে হতাশ তিনি, ‘গুরুত্বপূর্ণ সময়ে পেনাল্টি নিতে ব্যর্থ হয়ে এমবাপ্পের কাছেই ফ্রান্স ধাক্কাটা খেয়েছে। ফ্রান্সকে আগ্রাসী দল বলেই মনে হচ্ছিল। কিন্তু ওরাও বাড়ি ফিরে গেছে।’

টাইব্রেকারে সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে ওঠে স্পেন। টাইব্রেকার জয়ের পর স্পেনের খেলোয়াড়দের উদযাপন।
ছবি: রয়টার্স

এবারের ইউরো চ্যাম্পিয়নশিপে বেলজিয়ামের কাছে শেষ ষোলোয় হেরে বিদায় নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল। কিন্তু দলের সবচেয়ে বড় তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ছুঁয়েছেন আন্তর্জাতিক ম্যাচে জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড। ইরানের আলী দাইয়ির সঙ্গে সমান ১০৭ গোল করেছেন রোনালদো। জুভেন্টাস তারকার প্রশংসাও ঝরল ক্যাপেলোর কণ্ঠে, ‘ক্রিস্টিয়ানো ওর কাজটা ঠিকমতোই করেছে।’