স্বপ্ন দেখতে নেইমারের সঙ্গী হলেন রামোস

রামোস এখন পিএসজির।ছবি: টুইটার

মোহামেদ বোহাফসি আগেই ফাঁস করে দিয়েছেন খবরটি। চমকে যাওয়ার তাই কোনো সুযোগ ছিল না। এক সপ্তাহ আগেই ফ্রেঞ্চ সাংবাদিক বলে দিয়েছেন, নেইমারের পিএসজিতেই মন বসেছে সের্হিও রামোসের। আনুষ্ঠানিক ঘোষণাটাও চলে এল আজ। একটু আগে বেশ ঘটা করে পিএসজি ও রামোসের টুইটার অ্যাকাউন্ট থেকে জানিয়ে দেওয়া হয়েছে এই জুটি বাঁধার কথা।

রিয়াল মাদ্রিদের সঙ্গে ১৬ বছরের সম্পর্ক শেষ হয়েছে জুনে। রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ রামোসকে দুই বছরের চুক্তি দেওয়ার প্রয়োজন বোধ করেননি, কিন্তু পিএসজি রামোসের মতো ফুটবলারের গুরুত্ব বুঝতে পেরে দুই বছরের প্রস্তাবই দিয়েছে। ইউরোপের শ্রেষ্ঠত্ব বুঝে নেওয়ার আশায় থাকা পিএসজি এবার রামোসের নেতৃত্বের গুণটাকেও পাচ্ছে।

আজ বাংলাদেশ সময় বেলা ৩টা ১৫ মিনিটে পিএসজির অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে রামোসের যোগদানের খবর জানিয়ে দেওয়া হয়েছে। পিএসজির বিভিন্ন ভাষার অ্যাকাউন্ট থেকে করা টুইটগুলোর ভাষ্য একই, পিএসজি আনন্দের সঙ্গে সের্হিও রামোসের আগমনের কথা জানাচ্ছে। স্প্যানিশ ডিফেন্ডার দুই বছরের জন্য চুক্তি করেছে, যা ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত চলবে।

রামোসও জানাচ্ছেন, রিয়াল পর্ব শেষ হলেও ক্যারিয়ারে আরও কিছু জিততে চান। আরও বড় কিছু জেতার স্বপ্ন দেখছেন আর সেটা পূরণ করতে পিএসজিকেই ভরসা মানছেন, ‘স্বপ্ন দেখার জন্য সেরা জায়গা, জয়ের ধারা ধরে রাখার জন্য সেরা ক্লাব এটি। সবকিছু জেতার জন্য আমরা লড়তে চাই।’

ক্লাবের ওয়েবসাইটে অবশ্য আরেকটু বিস্তারিত বলেছেন রামোস। চুক্তি স্বাক্ষরের পর বলেছেন, ‘পিএসজিতে যোগ দিতে পেরে আমি খুবই খুশি। আমার জীবনে খুব বড় এক পরিবর্তন এটি, নতুন চ্যালেঞ্জ এবং এমন একদিন, যা কখনো ভুলব না। উচ্চাভিলাষী এক প্রকল্পের অংশ হতে পেরে, এত দারুণ সব খেলোয়াড়ের স্কোয়াডে যুক্ত হতে পেরে আমি গর্বিত। প্যারিস সেন্ট জার্মেই এমন ক্লাব, যারা শীর্ষ পর্যায়ে নিজেদের প্রমাণ করেছে। আমি প্যারিসে এসে আরও ভালো করতে চাই এবং যত সম্ভব ট্রফি জিততে চাই।’

পিএসজিতেও নিজের প্রিয় ৪ নম্বর জার্সি পরবেন রামোস। সেটাও একটি আনুষ্ঠানিক ঘোষণায় জানিয়ে দিয়েছে পিএসজি। মজার ব্যাপার, এ ব্যাপারে রামোসের আনুষ্ঠানিক বক্তব্য কালই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল।

আর সে সুবাদেই সবাই নিশ্চিত হয়েছিল, রামোস পিএসজিতেই যাচ্ছেন, ‘এ ব্যাপারে আমি বেশ কুসংস্কারে বিশ্বাস করি। আমি ৪ নম্বর ভালোবাসি। কারণ, ক্যারিয়ারের শুরু থেকে এ জার্সি পরছি এবং ক্যারিয়ার ও জীবনে এ সংখ্যা আমাকে অনুসরণ করেছে। অনেক ভাগ্য আর বিজয় এনে দিয়েছে। একজন মানুষ ও পেশাদার হিসেবে আমার অংশ এই ৪ নম্বর। পিএসজির মতো দারুণ এক ক্লাবে এ জার্সি পরাটা গর্বের ব্যাপার। প্যারিসে ৪ নম্বর জার্সিটা পরাটা বিশেষ কিছু।’