হরলান্ডকে কেনার মিথ্যা দাবি বার্সেলোনার প্রার্থীর

বরুসিয়া ডর্টমুন্ড স্ট্রাইকার আরলিং হরলান্ডছবি: টুইটার

ফুটবলের বর্তমান প্রজন্মের অন্যতম সেরা তারকা তিনি। কিলিয়ান এমবাপ্পেকে হিসেবে না টানলে অনূর্ধ্ব-২১ বছর বয়সী ফুটবলারদের মধ্যে সেরা বলেই বিবেচিত আরলিং হরলান্ড।

তাঁকে পাওয়ার আশায় বসে আছে বহু দল। কিন্তু বরুসিয়া ডর্টমুন্ড থেকে তাঁকে পেতে চাইলে টাকার থলে নিয়েই হয়তো নামতে হবে আগ্রহীদের।

হরলান্ডের ব্যাপারে রিয়াল মাদ্রিদ, চেলসি কিংবা ম্যানচেস্টার ইউনাইটেডের নামই বেশি শোনা গেছে। বার্সেলোনার নাম শোনা যাওয়ার সম্ভাবনা জাগেনি দুটো কারণে।

প্রথমত, ক্লাবটি নেইমার কিংবা মেম্ফিস ডিপাইকে নিয়েই ব্যস্ত ছিল দলবদলের বাজারে। আর দ্বিতীয়ত, কাতালান ক্লাবের আর্থিক দুর্দশার কথা এখন প্রকাশ্যে ছড়িয়ে পড়েছে। তাই যেকোনো দলবদলের গুঞ্জনই আপাতত কিছুদিনের জন্য আড়ালে চলে যাচ্ছে।

এমন অবস্থাতেই বার্সেলোনার সভাপতি হওয়ার দৌড়ে থাকা এক প্রার্থীর পক্ষ দাবি করছে, তারা হরলান্ডের সঙ্গে কথা পাকা করে ফেলেছে!

আগামী ২৪ জানুয়ারি সভাপতি নির্বাচন হবে বার্সেলোনায়। বিজয়ী হওয়ার জন্য একেক প্রার্থী একেক পথ বেছে নিয়েছেন। হুয়ান লাপোর্তা রিয়াল মাদ্রিদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা ও মেসি-স্তুতিকে অস্ত্র মেনেছেন।

ভিক্তর ফন্ত মেসিকে তুষ্ট করার সঙ্গে প্রতিজ্ঞা করেছেন জাভিকে কোচ বানিয়েই ছাড়বেন। এমিলি রুশো একটু ভিন্ন পথ ধরেছেন। তিনি মেসির জন্য ক্লাবের আর্থিক ক্ষতি করার পক্ষে নন।

হরলান্ডের মতো তরুণকে বার্সায় নিয়ে আসার কথা বলেছেন ক্লাবটির সভাপতি পদপ্রার্থী
ছবি: টুইটার

বরং ক্লাবের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য যা যা করা দরকার, সব করার প্রতিশ্রুতি দিচ্ছেন—যার একটি হরলান্ডের মতো তরুণ তারকাকে ক্লাবে ডেকে আনা।

রুশোর পরামর্শক পদে আছেন জোসেপ মারিয়া মিনগেয়া। ভবিষ্যৎ সহসভাপতি হওয়ার আশায় থাকা এই কর্মকর্তাই দাবি করেছেন, আগামী ২৪ জানুয়ারি রুশো জয় পেলেই, আগস্টের মধ্যে বার্সেলোনার জার্সিতে দেখা যাবে নরওয়েজিয়ান স্ট্রাইকারকে।

মিনগেয়ার দাবি, এরই মধ্যে কথা পাকা হয়ে আছে দুই পক্ষের। হরলান্ডের এজেন্ট বিখ্যাত মিনো রাইওলা। খেলোয়াড় দলবদলের জন্য ক্লাবের কাছ থেকে বড় অঙ্কের টাকা খসানোর জন্য বিখ্যাত এই এজেন্ট।

২০১৬ সালে পল পগবার দলবদল ঘটিয়ে ইউনাইটেডের কাছ থেকে এককালীন ৩ কোটি ইউরো কামিয়ে নিয়েছিলেন। শর্ত সাপেক্ষে সেটা নাকি ৫ কোটি ইউরোতেও রূপ নিতে পারে! সালজবুর্গ থেকে হরলান্ডকে ডর্টমুন্ডে নিতেও একই কাজ করেছিলেন রাইওলা।

বার্সার সভাপতি পদপ্রার্থী এমিলি রুশো এবং তাঁর পরামর্শক মিনগেয়া

হরলান্ডের জন্য সালজবুর্গকে মাত্র ২ কোটি ইউরো দিয়েছে ডর্টমুন্ড। কিন্তু বাড়তি ২ কোটি ৩০ লাখ ইউরো ঠিকই জার্মান ক্লাব থেকে খসিয়ে নিয়েছিলেন রাইওলা।

এটা অন্য সব ক্লাব বাদ দিয়ে ডর্টমুন্ডে খেলোয়াড়কে টেনে নেওয়ার পুরস্কার। সন্দেহ নেই, ডর্টমুন্ড থেকে অন্য ক্লাবে নেওয়ার ক্ষেত্রেও একই নিয়ম মানবেন রাইওলা।

মিনগেয়া ইঙ্গিত দিয়েছেন, রাইওলার সব শর্ত পূরণ করে হলেও হরলান্ডকে বার্সেলোনায় নেবেন তাঁরা, ‘আমরা সব শর্তের কথা জানি এবং যদি জিতি, তাহলে পরদিনই আমি মিনো রাইওলাকে ফোন দেব। এবং সব শর্ত মেনে নেব, আমি এরই মধ্যে এ পরামর্শ দিয়ে রেখেছি তাঁকে (রুশোকে)।’

শুধু হরলান্ড নয়, রিয়ালের অন্য দলবদলের লক্ষ্য কিলিয়ান এমবাপ্পেতেও নজর রুশোদের। তবে হরলান্ডের মতো এমবাপ্পেকে অত সহজে যে টানা যাবে না, সেটা স্বীকার করে নিয়েছেন মিনগেয়া, ‘এটা একটু জটিল কারণ ওর চুক্তি আগামী বছর শেষ হয়ে যাবে। তবে আমরা সবকিছুই ভালোভাবে নজরদারিতে রেখেছি এবং এর মধ্যেই আমরা যোগাযোগ করেছি। আমরা পথে আছি।’

রুশো এর মধ্যেই বেশ বড় কিছু প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন। ক্যাম্প ন্যুর নাম মেসির নামে করার ঘোষণা দিয়েছেন। নেইমারকে বার্সেলোনায় ফেরানোর আশা জানিয়েছেন এবং এখন হরলান্ডকেও নেওয়ার কথা বলছেন।

মেসিকে খুশি করার মতো প্রকল্প তাঁরা দাঁড় করাবেন বলেই আশা দেখাচ্ছেন মিনগেয়া, ‘এখন দেখা না গেলেও আমাদের বিশ্বমানের একটা প্রকল্প আছে। কিন্তু এমিলি রুশোর যে পরিকল্পনা, সেটা সবকিছু বদলে দেবে।’

নির্বাচনে জেতার জন্য বড় খেলোয়াড়কে দলে টানার টোপ দেওয়াটা নতুন কিছু নয়। রিয়ালের ফ্লোরেন্তিনো পেরেজ দুইবার নির্বাচিত হওয়ার পথে লুইস ফিগো ও ক্রিস্টিয়ানো রোনালদোর নাম ব্যবহার করেছেন।

বার্সেলোনার হুয়ান লাপোর্তা ব্যবহার করেছিলেন ডেভিড বেকহামের নাম। তবে সে সময়টায় দুই ক্লাবেরই আর্থিক শক্তি নিয়ে কারও মনে সন্দেহ ছিল না।

বর্তমান পরিস্থিতি ভিন্ন। ক্লাব যেন দেউলিয়া না হয়, সেটা নিশ্চিত করতেই বেতন কমাতে হয়েছে মেসিদের। আর রাইওলাকে রাজি করাতে পারলেও ডর্টমুন্ডকে হরলান্ডের ব্যাপারে রাজি করানো কঠিন হবে, এটা নিশ্চিত।

হরলান্ডের চুক্তিতে ৭ কোটি ৫০ লাখ ইউরোর রিলিজ ক্লজ থাকলেও সেটা ২০২২ সালের আগে কার্যকর হবে না। এর আগে তাঁকে নিতে চাইলে ডর্টমুন্ডের সঙ্গে দর-কষাকষিতে যেতেই হবে বার্সেলোনাকে।

২০১৭ সালে উসমান ডেম্বেলের জন্য শর্ত সাপেক্ষে ১২ কোটি ইউরোর বেশি নেওয়া ডর্টমুন্ড দুর্দান্ত ফর্মে থাকা হরলান্ডকে নিশ্চয় এর কমে ছাড়বে না!

এদিকে বার্সার সভাপতি প্রার্থী রুশো এবং তাঁর পরামর্শক মিনগেয়ার দাবি অস্বীকার করেছেন হরলান্ডের এজেন্ট বিখ্যাত মিনো রাইওলা। দলবদলের বাজারের খবর নিয়ে সংবাদকর্মী হিসেবে সবার আস্থা অর্জন করা ফ্যাব্রিজিও রোমানো এ নিয়ে টুইট করেন।

স্প্যানিশ সংবাদমাধ্যমকে রাইওলা নাকি এ নিয়ে বলেছেন, ‘ভুয়া খবর! হরলান্ডকে নিয়ে বার্সেলোনার কোনো প্রার্থীর সঙ্গে আমার কথা হয়নি এবং হবেও না। জানুয়ারিতে নতুন সভাপতি আসার পর তিনি আমাকে ফোন করতে পারেন।’