হারের পর বাস্তবতা মনে করালেন বাংলাদেশ কোচ

নেপালে ভালো খেলতে পারেনি বাংলাদেশবাফুফে

ম্যাচ শেষ হওয়ার ১০ মিনিটের মধ্যেই দুই দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দিলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শরমা ওলি। এর পরে আর খুঁজেই পাওয়া গেল না বাংলাদেশ কোচ জেমি ডেকে। আসলেন না আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনেও। অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনের মিডিয়া ম্যানেজার জানালেন, দল নিয়ে স্টেডিয়াম ছেড়ে চলে গিয়েছেন তিনি।
ফাইনালে নেপালের বিপক্ষে ২-১ গোলে হারের পর কোচের আনুষ্ঠানিক বক্তব্য না জানলে কী আর হয়! পরে হোয়াটসঅ্যাপে ম্যাচ নিয়ে জানতে চাইলে শুধু বললেন, ‘প্রথমার্ধে আমরা ভালো খেলতে পারিনি। সহজেই দুটি গোল হজম করেছি। কিন্তু দ্বিতীয়ার্ধে আমরা ভালো খেলেছি।’


বাস্তবতা হলো তিন জাতি টুর্নামেন্টের ফাইনালে আজ নেপালের সঙ্গে একটুও তাল মেলাতে পারেনি জেমির দল। পুরো ম্যাচেই দাপট ছিল স্বাগতিকদের। প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে গিয়ে ম্যাচটি বের করে নেয় তারা। দ্বিতীয়ার্ধে বদলি নেমে মাহবুবুর রহমান ব্যবধান কমিয়েছেন। জামাল ভূঁইয়ার কর্নার থেকে মাহবুবুরের হেডের গোলটি ছাড়া একবারও নেপাল গোলরক্ষক কিরণ চেমজংয়ের পরীক্ষা নিতে পারেনি বাংলাদেশ।

আমি গতকালই বলেছিলাম ম্যাচে নিজেদের মাঠে নেপালের জয়ের সুযোগ ৭০ ভাগ আর বাংলাদেশের ৩০। আমি মনে করি এটাই বাস্তবতা

নেপালের মাঠে তাদের বিপক্ষে ২-১ গোলে হারাটাই বাংলাদেশ দলের বর্তমান শক্তিমত্তা কি না? জেমি, ‘আমি গতকালই বলেছিলাম ম্যাচে নিজেদের মাঠে নেপালের জয়ের সুযোগ ৭০ ভাগ আর বাংলাদেশের ৩০। আমি মনে করি এটাই বাস্তবতা।’
বাংলাদেশের দুর্বলতা কাজে লাগিয়ে ম্যাচটি জিতেছেন বলে জানান নেপাল কোচ বাল গোপাল, ‘বাংলাদেশের রক্ষণভাগ ভালো খেলতে পারিনি। তাদের মধ্যে শৃঙ্খলা ছিল না। আমরা সেই সুযোগটা কাজে লাগিয়েছি। অবশ্য দ্বিতীয়ার্ধে ভালো খেলেছে বাংলাদেশ।’


অথচ ম্যাচ শুরুর আগে বাংলাদেশের একাদশে ৬ ফরোয়ার্ড দেখে অবাক হয়েছিলেন বলেও জানান তিনি।  বাংলাদেশের সাদউদ্দিন ও রিমন হোসেন দুজনই বর্তমানে ফুল ব্যাক হিসেবে খেললেও তাঁরা আগে ফরোয়ার্ড ছিলেন বিধায় এখনো খেলোয়াড় তালিকায় তাঁদের নামের পাশে ফরোয়ার্ড লেখা হয়।
অধিনায়ক হিসেবে আজ প্রথম শিরোপা জয়ের সুযোগ ছিল দুই দলের অধিনায়কের সামনেই। শেষ হাসি নেপালের অধিনায়ক কিরণের। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এই গোলরক্ষক বলেন, ‘আমি কালই বলেছিলাম আমরা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। কারণ আমাদের তরুণ খেলোয়াড়েরা ভালো খেলছে। আজকের জয়টি তারই ফল। অধিনায়ক হিসেবে এটি আমার প্রথম শিরোপা। দিনটি আমার জন্য বিশেষ মুহূর্তের।’

হতাশা নিয়েই নেপাল থেকে ফিরছে বাংলাদেশ দল
বাফুফে


এই ট্রফিটাকে সদ্য সাবেক হয়ে যাওয়া নেপাল জাতীয় দলের ডিফেন্ডার বিরাজ মহারজনকে উৎসর্গ করেছেন বলে জানান কিরণ। আজ বাংলাদেশের বিপক্ষেই শেষ মুহূর্তে মাঠে নেমে আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ার থেকে অবসর নিয়েছে জাতীয় দলের সাবেক অধিনায়ক বিরাজ।
তিন জাতি টুর্নামেন্টে বাংলাদেশের খেলা দেখার জন্য ২২ মার্চ কাঠমান্ডুতে এসেছিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। প্রথম দুই ম্যাচ দেখলেও আজ ফাইনালের ম্যাচটি দেখা হয়নি তাঁর। দুপুরে ঢাকার বিমান ধরতে কাঠমান্ডু বিমানবন্দরে গেলেও শেষ পর্যন্ত ফ্লাইট জটিলতায় কাঠমান্ডু ছাড়তে পারেননি বাফুফে সভাপতি। তাঁর ফ্লাইট পিছিয়ে নেওয়া হয়েছে আগামীকাল।