হাসপাতাল থেকে ছাড়া পেয়ে ডেনমার্কের অনুশীলন দেখতে গেলেন এরিকসেন

ফিনল্যান্ডের বিপক্ষে ম্যাচে মাঠে পড়ে যাওয়ার কিছুক্ষণ আগে এরিকসেন।এএফপি

ডেনমার্কের পরের ম্যাচে আর হাসপাতাল থেকে দলকে সমর্থন করতে হবে না ক্রিস্টিয়ান এরিকসেনকে। সফল অস্ত্রোপচারের পর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ডেনিশ মিডফিল্ডার। এখন তিনি নিজের বাড়িতে বসেই স্ত্রী ও সন্তানদের নিয়ে গ্রুপপর্বে প্রিয় দলের শেষ খেলাটা দেখতে পারবেন। এরিকসেনের হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার খবরটি আজ দিয়েছে ডেনিশ ফুটবল অ্যাসোসিয়েশন (ডিবিইউ)।

ফিনল্যান্ডের বিপক্ষে ম্যাচে এরিকসেন মাটিতে। তাঁকে ঘিরে আছেন উদ্বিগ্ন সতীর্থরা।
রয়টার্স

ইউরোতে ফিনল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচের প্রথমার্ধে মাঠে পড়ে গিয়েছিলেন এরিকসেন। মাঠে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। পরে সেখান থেকে জানা যায়, মাঠে এরিকসেনের হার্ট অ্যাটাক হয়েছিল। তাঁর হৃদ্‌যন্ত্রে এখন অস্ত্রোপচারের মাধ্যমে হার্ট-স্টার্টার যন্ত্র বসানো হয়েছে।

মাঠে ২৯ বছর বয়সী এরিকসেনের হৃৎস্পন্দন একসময় বন্ধ হয়ে গিয়েছিল। তখন প্রথমে সতীর্থরা আর পরে দলের চিকিৎসকেরা সিপিআর দিয়ে তাঁকে বাঁচিয়ে রাখেন। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর ইন্টার মিলানের মিডফিল্ডার এক বিবৃতিতে বলেছেন, ‌‌‘শুভেচ্ছা আর শুভকামনা জানানোর জন্য সবাইকে ধন্যবাদ।’ ছাড়া পেয়েই এরিকসেন সতীর্থদের অনুশীলন দেখতেও গিয়েছিলেন।

এরিকসেন যখন হাসপাতালে ছিলেন
টুইটার

এরিকসেনের অসুস্থ হওয়ার ঘটনার পর উয়েফা সাময়িকভাবে ম্যাচটি স্থগিত করে। পরে ডেনমার্ক দলকে দুটি বিকল্প দেয়; তারা ম্যাচটি সেদিন রাতেই একটু পরে খেলতে পারবে অথবা পরের দিন স্থানীয় সময় দুপুর ১২টায়ও খেলতে পারবে। ডেনমার্ক ম্যাচটি সেদিনই খেলে এবং ফিনল্যান্ডের কাছে ১-০ গোলে হেরে যায়। পরের ম্যাচেও বেলজিয়ামের কাছে হেরেছে ডেনমার্ক।

দুটি ম্যাচ হারলেও কাগজে-কলমে এখনো ডেনমার্কের পরের রাউন্ডে যাওয়ার সুযোগ আছে। সেই লক্ষ্য নিয়ে তারা আগামী সোমবার রাশিয়ার বিপক্ষে খেলতে নামবে। সেই ম্যাচের জন্য এরিকসেন দলকে শুভকামনা জানিয়ে রেখেছেন হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরই, ‘আমার অস্ত্রোপচার সফল হয়েছে। আমি এখন ভালোভাবে সবকিছু করতে পারছি আর ভালোই আছি। আবার সবাইকে কাছ থেকে দেখতে পেরে ভালো লাগছে। সোমবার রাশিয়ার বিপক্ষে ম্যাচে যে আমি দলের জন্য গলা ফাটাব, সেটা না বললেও চলছে।’