হাসপাতালে পপকর্ন রাখতে বলেছিলেন পেলে

টুইটারে নিয়মিত পোস্ট করছেন পেলেছবি: টুইটার

আবারও দুশ্চিন্তায় ফেলে দিয়েছিলেন পেলে।

ব্রাজিলিয়ান কিংবদন্তির বয়স ৮১ বছর। গত বছর তাঁর মলাশয়ের টিউমার অপসারণ করা হয়। এর পর থেকেই নিয়ে আসছিলেন কেমোথেরাপি। ইএসপিএন আগেই জানিয়েছে, পেলের যকৃতে টিউমার ধরা পড়েছে এবং ফুসফুসেও আরেকটি টিউমার বেড়ে উঠছে। পরিস্থিতি যখন এমন, তখন পেলের আবারও হাসপাতালে যাওয়ার খবর শুনে মন কেমন করে ওঠাই স্বাভাবিক।

ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে
ফাইল ছবি

সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, গত পরশু হাসপাতালে যেতে হয় তিনবার বিশ্বকাপজয়ী সাবেক ফরোয়ার্ডকে। ২০২১ সালের সেপ্টেম্বরে মলাশয়ের টিউমার অপসারণের পর থেকে সাও পাওলোর একটি হাসপাতালে নিয়মিত চিকিৎসা নিচ্ছেন পেলে। ক্যানসারের চিকিৎসায় কেমোথেরাপি নিতে প্রতি মাসেই তাঁকে হাসপাতালে যেতে হয়। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানায়, মলাশয়ের ক্যানসার চিকিৎসায় এটাই ছিল পেলের শেষ কেমোথেরাপি।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে হাসপাতালে যাওয়ার খবর জানিয়ে কাল একটি ছবিও পোস্ট করেন পেলে। তিনি লিখেছেন, ‘বন্ধুরা, প্রতি মাসের মতো এবারও চিকিৎসা নিতে হাসপাতালে যাচ্ছি। এরই মধ্যে হাসপাতালে নিজের জন্য একটা বড় টিভি এবং পপকর্ন রাখার কথা বলেছি যেন পরে সুপারবোল (যুক্তরাষ্ট্রের রাগবি চ্যাম্পিয়নসশিপের প্লে–অফ) দেখতে পারি। আমার বন্ধু টম ব্রাডি না খেললেও ম্যাচটা দেখব। ভালোবাসাসূচক বার্তাগুলোর জন্য ধন্যবাদ।’

আমেরিকান ফুটবলের কিংবদন্তি ও সাবেক কোয়ার্টারব্যাক টম ব্রাডি দীর্ঘদিন ধরেই পেলের বন্ধু। নিউ ইংল্যান্ড প্যাট্রিয়টস ও তাম্পা বে বুকানেয়ার্সের হয়ে খেলা ব্রাডি এর আগে বেশ কয়েকবার এনএফএলে ম্যাচ দেখতে আমন্ত্রণ জানিয়েছেন পেলেকে। সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার বন্ধুর আমন্ত্রণ রক্ষাও করেছেন।

আবারও হাসপাতালে ভর্তি হলেন পেলে
ফাইল ছবি: এএফপি

সাম্প্রতিক বছরগুলোয় পেলের শরীর খুব একটা ভালো যাচ্ছে না। ভক্তদের সামনে আসার পরিমাণও কমিয়ে দিয়েছেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব সান্তোস ও নিউইয়র্ক কসমসের হয়ে খেলা পেলে।

গত বছরের ডিসেম্বর ও জানুয়ারিতে মলাশয়ের ক্যানসারের চিকিৎসায় কেমোথেরাপি নিতে তাঁকে হাসপাতালে যেতে হয়। যকৃৎ ও ফুসফুসে টিউমারের খবর জানা যায় গত মাসে। তখন ইএসপিএনের এই খবর স্বীকার কিংবা অস্বীকার করেননি পেলের বাণিজ্যিক ব্যবস্থাপক। হাঁটতে অসুবিধা হওয়ায় এর আগে কোমরে অস্ত্রোপচারও করিয়েছেন পেলে।