১০ জন নিয়েও জেতার চেষ্টা করেছে ব্রুজোনের বাংলাদেশ
র্যাঙ্কিং, পরিসংখ্যান—সবকিছুতেই বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে ভারত। সে দলের বিপক্ষে পিছিয়ে পড়েও এক খেলোয়াড় কম নিয়ে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের প্রায় পুরোটা সময় বাংলাদেশ যে এক খেলোয়াড় কম নিয়ে খেলেছে, তা খেলা দেখে কখনোই মনে হয়নি। উল্টো ম্যাচের প্রতিমুহূর্তে সুনীল ছেত্রীদের পরীক্ষা নিয়েছেন মতিন মিয়া, ইয়াসিন আরাফাতরা।
দুর্দান্ত খেলে এমন ড্রয়ের পর উচ্ছ্বসিত বাংলাদেশের সমর্থকেরা। কোচ অস্কার ব্রুজোন বলেছেন, বাংলাদেশের সেরা খেলাটা এখনো বাকি। হয়তো গ্রুপ পর্বের শেষ দুটি ম্যাচ মালদ্বীপ ও নেপালের বিপক্ষে দেখা যাবে সেরা খেলাটা। এ ছাড়া অস্কার ব্রুজোন তো বলেছেনই, ফাইনাল নিয়ে তাঁর দল ম্যাচ খেলতে চায় ৫টি।
২২ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দলের দায়িত্ব নেন ব্রুজোন। মাত্র অল্প কয়েক দিনের অনুশীলন শেষে দল নিয়ে মালে গেছেন তিনি। এমন একটা সময়ে দলের দায়িত্ব নিয়েছেন তিনি, যখন দলের আত্মবিশ্বাস তলানিতে। তবে মালেতে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপে এখন পর্যন্ত ভালো ফুটবল উপহার দিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারানোর পর আজ ভারতের বিপক্ষে ১-১ গোলে দুর্দান্ত ড্র।
ম্যাচ শেষে মালে থেকে এই প্রতিবেদককে ব্রুজোন বলেন, ‘বাংলাদেশের সেরা খেলাটা এখনো বাকি। এই দলটা সাফের ফাইনালে খেলবে।’ ৫২ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বিশ্বনাথ ঘোষ। বাকি সময়ে ১০ খেলোয়াড় নিয়ে খেললেও জয়ের আশা ছাড়েননি ব্রুজোন, ‘আমরা ১০ জনের দল হয়ে যাওয়ার পরও জেতার চেষ্টা করেছি। খেলোয়াড়েরা তাদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে।’