১১ বছর পর লাল কার্ড দেখে ২ বছর নিষিদ্ধের শঙ্কায় পেপে

১১ বছর পর লাল কার্ড দেখেছেন পেপেছবি: এএফপি

পেপে মানেই মারদাঙ্গা এক খেলোয়াড়। জোসে মরিনিওর অধীন রিয়াল মাদ্রিদে খেলার সুবাদে পর্তুগিজ ডিফেন্ডারের এই পরিচয়টা সবার মনে গাঁথা হয়ে গেছে। তাই গত শুক্রবার রাতে প্রবল প্রতিদ্বন্দ্বী স্পোর্তিংয়ের বিপক্ষে পোর্তোর পেপে লাল কার্ড পাওয়ার খবরে কেউ খুব একটা পাত্তা দেননি। ভাবটা এমন, ‘এ আর এমন কী!’

চমকে উঠতে হলো তখন, যখন জানা গেল লিগ ম্যাচে ১১ বছর পর লাল কার্ড দেখেছেন পেপে। আগ্রাসনের জন্য বিখ্যাত কোনো খেলোয়াড়ের ক্ষেত্রে এমন তথ্য চোখ কপালে তুলে দিতে বাধ্য। তবে কপাল খারাপ, পেপে এমন এক কাণ্ডে লাল কার্ড দেখেছেন, তাতে এখন দুই বছরের নিষেধাজ্ঞার ভয়ে দিন কাটাতে হচ্ছে তাঁকে।

গত শুক্রবার পোর্তো ও স্পোর্তিংয়ের ম্যাচে রীতিমতো যুদ্ধ হয়েছে। প্রতিপক্ষের মাঠে ২ গোলে এগিয়ে গিয়েছিল স্পোর্তিং। সেখান থেকে সমতায় ফিরেছে পোর্তো। ৪৯ মিনিটে লাল কার্ড দেখেছেন স্পোর্তিংয়ের সেবাস্তিয়ান কোটস।

এর আগেই অবশ্য এক কাণ্ড করেছেন ৩৮ বছর বয়সী পেপে। ৪৪ মিনিটে স্পোর্তিংয়ের রিকার্ডো এসগাইয়ো দেখেছেন হলুদ কার্ড। কারণ, পেপের সঙ্গে তর্ক বাধিয়েছিলেন তিনি। রেফারি জোয়াও পিনহেইরোর দৃষ্টি আকর্ষণ করাতে গিয়ে এসগাইয়োর হলুদ কার্ড দেখার পেছনে পেপের ভূমিকাটা অদ্ভুত। গ্যালারি থেকে ধাতব কিছু ছুড়ে মারা হয় মাঠে। স্পোর্তিংয়ের গোলপোস্টের পেছনে মারা সে বস্তু লুকিয়ে রাখছিলেন পেপে।

ম্যাচ শেষেও ব্যস্ত ছিলেন রেফারি
ছবি: রয়টার্স

পর্তুগিজ সংবাদমাধ্যমগুলো দাবি করছে, সেটা আসলে ছিল একটা বুলেট। নিজেদের দর্শকের এহেন কাণ্ড লুকাতে চাইছিলেন পেপে, ওদিকে স্পোর্তিংয়ের খেলোয়াড়েরা দাবি করছিলেন, রেফারিকে সেটা দেখাক পেপে। এ নিয়ে তর্কাতর্কিতে হলুদ কার্ড দেখেন এসগাইয়ো।

ম্যাচজুড়েই দুই দলের মধ্যে চরম উত্তেজনা ছিল। ম্যাচ শেষে যুদ্ধে রূপ নিল। দুই দলের খেলোয়াড়, কোচ, স্টাফ, এমনকি বল বয়রাও জড়িয়ে পড়ে মারামারিতে। প্রায় ৪০ জনের মধ্যে ৪ জনকে লাল কার্ড দেখিয়েছেন রেফারি। তাঁদের একজন পেপে।

১১ বছর পর লিগে লাল কার্ড দেখলেন পেপে
ছবি: টুইটার

লিগ ম্যাচে পেপের সর্বশেষ লাল কার্ড ছিল ২০১১ সালে। সেভিয়ার বিপক্ষে ২০১১ সালের ডিসেম্বরে দুই অর্ধে দুটি হলুদ কার্ড দেখেছিলেন পর্তুগিজ ডিফেন্ডার। এরপর ২০১৭ সাল পর্যন্ত রিয়ালে খেললেও আর কোনো লিগ ম্যাচে লাল কার্ড দেখেননি। ২০১৪ সালে দেখা লাল কার্ড ছিল পর্তুগালের জার্সিতে, বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে। রিয়াল ছেড়ে তুরস্কে বেসিকতাসে খেলতে গিয়ে একটি লাল কার্ড দেখেছিলেন কিন্তু সেটা কাপে। ২০১৯ সালে পোর্তোতে যোগ দেওয়ার পর শুক্রবারের আগে লাল কার্ড দেখেননি পেপে।

ক্লাব ক্যারিয়ারে এটা মাত্র ১৩তম লাল কার্ড পেপের। কিন্তু এবারের কার্ড তাঁকে ভোগাতে পারে। পেপে নাকি স্পোর্তিংয়ের আন্তর্জাতিক সম্পর্ক পরিচালক উগো ভিয়ানাকে লাথি মেরেছেন। পর্তুগালে কোনো ক্লাবের পরিচালককে আঘাত করার শাস্তি দুই মাস থেকে দুই বছরের নিষেধাজ্ঞা পর্যন্ত হয়।