১১ মাসের জন্য বাংলাদেশ ফুটবল দলের কোচ কাবরেরা

জাতীয় ফুটবল দলের নতুন স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা।ছবি: সংগৃহীত

আজ জাতীয় দলের জন্য নতুন কোচ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। নতুন কোচ স্পেনের হাভিয়ের কাবরেরা। আজ জাতীয় দল ব্যাবস্থাপনা কমিটির সভা শেষে নতুন কোচের নাম ঘোষণা করেছেন জাতীয় দল ব্যাবস্থাপনা কমিটির সভাপতি ও বাফুফে সহসভাপতি কাজী নাবিল আহমেদ। হাভিয়েরের সঙ্গে বাফুফের চুক্তি ১১ মাসের।

হাভিয়ের বাংলাদেশের ২৩ তম বিদেশি কোচ আর স্প্যানিশ হিসেবে তৃতীয়। এর আগে স্প্যানিশ কোচ হিসেবে জাতীয় দলের ডাগআউটে দাঁড়িয়েছেন গঞ্জালো মোরেনো ও অস্কার ব্রুজোন।

স্প্যানিশ ক্লাব আলাভেসের একাডেমির দায়িত্বে ছিলেন ৩৭ বছর বয়সী এ কোচ
ছবি: সংগৃহীত

বাংলাদেশের মধ্যে দিয়ে প্রথম কোনো জাতীয় দলের কোচ হতে যাওয়া হাভিয়েরের বয়স ৩৭। সর্বশেষ স্প্যানিশ লা লিগার ক্লাব আল আলাভেসের একাডেমির দায়িত্বে ছিলেন উয়েফা ‘প্রো’ লাইসেন্সধারী এই স্প্যানিশ কোচ। লা লিগার এই ক্লাবটির একাডেমিতে ২০২০ সালের অক্টোবর থেকে কোচের দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।

নতুন কোচের অধীনে ইন্দোনেশিয়া গিয়ে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ২৪ ও ২৭ জানুয়ারি ।