১২ ম্যাচে ১৫ গোল, বেনজেমাই চ্যাম্পিয়নস লিগের সেরা

চ্যাম্পিয়নস লিগের সেরা খেলোয়াড় বেনজেমাছবি: রয়টার্স

২০২২ সালের ব্যালন ডি’অর জয়ের সবচেয়ে বড় দাবিদার করিম বেনজেমা। রিয়াল মাদ্রিদের ফরাসি ফরোয়ার্ড শেষ পর্যন্ত বছরের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পাবেন কি না, কে জানে! তবে রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়নস লিগে ১৪তম শিরোপা এনে দেওয়ার পথে ১২ ম্যাচে ১৫ গোল করা বেনজেমা একটি স্বীকৃতি পেয়ে গেছেন আজ। উয়েফা চ্যাম্পিয়নস লিগের ২০২১-২২ মৌসুমের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ৩৪ বছর বয়সী ফরাসি তারকা।

উয়েফার সেরা একাদশের গোলবারে থিবো কোর্তোয়া
ছবি: এএফপি

গত শনিবার ফাইনালে লিভারপুলের বিপক্ষে যাঁর একমাত্র গোলে জিতেছে রিয়াল, সেই ভিনিসিয়ুস জুনিয়রও স্বীকৃতি পেয়েছেন। ব্রাজিলিয়ান উইঙ্গার নির্বাচিত হয়েছেন মৌসুমসেরা তরুণ খেলোয়াড়। ২১ বছর বয়সী ভিনিসিয়ুস ২০২১-২২ মৌসুমে চ্যাম্পিয়নস লিগে গোল করেছেন ৪টি, গোলে সহায়তা করেছেন ৬টি।

মৌসুমের সেরা একাদশও আজ ঘোষণা করেছে উয়েফা। একাদশে বেনজেমা-ভিনিসিয়ুসসহ চারজন খেলোয়াড় চ্যাম্পিয়ন রিয়ালের। রানার্সআপ লিভারপুলেরও চারজন জায়গা পেয়েছেন একাদশে। সেরা একাদশে চেলসি, ম্যানচেস্টার সিটি ও পিএসজির একজন করে খেলোয়াড় জায়গা পেয়েছেন।

এমবাপ্পে আছেন সেরা একাদশে
ছবি: রয়টার্স

চ্যাম্পিয়নস লিগের মৌসুমসেরা একাদশ

গোলরক্ষক: থিবো কোর্তোয়া (রিয়াল মাদ্রিদ)।

ডিফেন্ডার: ট্রেন্ট আলেক্সান্ডার-আরনল্ড (লিভারপুল), অ্যান্টোনিও রুডিগার (চেলসি), ভার্জিল ফন ডাইক (লিভারপুল), অ্যান্ডি রবার্টসন (লিভারপুল)।

মিডফিল্ডার: কেভিন ডি ব্রুইনা (ম্যান সিটি), ফাবিনিও (লিভারপুল), লুকা মদরিচ (রিয়াল মাদ্রিদ)।

ফরোয়ার্ড: কিলিয়ান এমবাপ্পে (পিএসজি), করিম বেনজেমা (রিয়াল মাদ্রিদ), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)।