১৪ বছর পর ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ

বাংলাদেশ জাতীয় ফুটবল দলফাইল ছবি

এই বছর জানুয়ারিতে ইন্দোনেশিয়া জাতীয় দলের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। ইন্দোনেশিয়াতেই হওয়ার কথা ছিল ম্যাচ দুটি। কিন্তু জাতীয় দলের ফুটবলারদের সবার দুই ডোজ টিকা নিশ্চিত করতে না পারায় সে সফর স্থগিত হয়।

আগামী মাসে আবার ইন্দোনেশিয়া সফরের ঘোষণা দিয়েছে বাফুফে। ইন্দোনেশিয়া জাতীয় দলের বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হবে ১ জুন জাভা দ্বীপের রাজধানী বান্দুংয়ে।

এই ম্যাচটি মূলত এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি। আগামী ৮ থেকে ১৪ জুন মালয়েশিয়ায় অনুষ্ঠিত হবে এশিয়ান কাপের বাছাইপর্ব। ইন্দোনেশিয়ায় ম্যাচ খেলে সেখান থেকে সরাসরি মালয়েশিয়া চলে যাবেন জামাল ভূঁইয়ারা।

ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচটি বান্দুংয়ে
ফাইল ছবি

আজ জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির মিটিং শেষে বাফুফের পাঠানো ভিডিও বার্তায় বাফুফে সহসভাপতি ও জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সভাপতি কাজী নাবিল আহমেদ বলেছেন, ‘আগামী ১ জুন ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বান্দুং শহরে ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৬ মে সারাহ রিসোর্টে জাতীয় দলের ক্যাম্প শুরু হবে। সেখান থেকে ফিরে বসুন্ধরা কিসের মাঠে (বসুন্ধরা কিংস অ্যারেনা স্টেডিয়াম) অনুষ্ঠিত হবে ক্যাম্প। ২৭ মে ইন্দোনেশিয়ার উদ্দেশে দল ঢাকা ছাড়বে।’

এর মধ্যে দিয়ে ১৪ বছর পর ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলবে জাতীয় দল। ইন্দোনেশিয়ার বিপক্ষে সর্বশেষ ২০০৮ সালে ম্যাচ খেলেছিল বাংলাদেশ। মালয়েশিয়ায় অনুষ্ঠিত মারদেকা কাপে সে ম্যাচে ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ।