১৬ বছরে এত বাজে সময় আসেনি বার্সায়

২০২০ বার্সার বাজে বছর।ছবি: রয়টার্স

ভবিষ্যতে বার্সেলোনাসংশ্লিষ্ট কেউ যখন পেছনে ফিরে তাকাবেন, ২০২০ সালটাকে হয়তো এড়িয়েই যেতে চাইবেন তাঁরা। আর করবেন না-ই বা কেন? লিগ হাতছাড়া হয়ে যাওয়া, চ্যাম্পিয়নস লিগে আরেকবার ভরাডুবি, সভাপতির সঙ্গে বিবাদে জড়িয়ে দলের সবচেয়ে বড় তারকার ক্লাব ছাড়তে চাওয়ার ইচ্ছা—কী হয়নি এই বছরটায়? সদ্য অতীত হয়ে যাওয়া বছরটার আরেকটা রেকর্ড সামনে এল এবার, যা অবশ্যই বার্সেলোনা ভুলে যেতে চাইবে।

২০২০ সালে বার্সেলোনা গোল করেছে মোটে ৯৯টি। মেসি, কুতিনিও, গ্রিজমান, সুয়ারেজ, ফাতি কিংবা দেম্বেলেরা মিলে ১০০ গোলের মাইলফলকটাও ছুঁতে পারেননি। এত কম গোল বার্সেলোনা শেষ কোন বছরে করেছিল, গবেষণার বিষয় নিশ্চয়ই। আর সেই গবেষণাটাই করে দেখিয়েছেন স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার পরিসংখ্যানবিদেরা।

তাঁরা জানিয়েছেন, ২০০৪ সালের পর এত কম গোল করে কখনোই বছর শেষ করেনি কাতালানরা। সেবার ফ্রাঙ্ক রাইকার্ডের বার্সেলোনা গোল করেছিল মাত্র ৯১টি। মেসি তখন সদ্যই ফুল হয়ে ফুটতে শুরু করেছেন। বার্সেলোনার সবচেয়ে বড় তারকা হিসেবে তত দিনে অধিষ্ঠিত রোনালদিনিও নামের এক ব্রাজিলিয়ান।

৯৯ গোলের মাত্র ২৬ গোল মেসির।
ছবি: রয়টার্স

অথচ কয়েক বছর আগেও বার্সার অবস্থা এতটা খারাপ ছিল না। ২০১৫ সালেও ১৮০টা গোল করেছিল বার্সার দুরন্ত দলটা। দিন দিন সেটি কমতে কমতে এখন ঠেকেছে ৯৯–এ। মেসি ঠিক ভালো না খেললে তার সরাসরি প্রভাব যে বার্সার ওপরেও পড়ে, তার আরেকটা প্রমাণই যেন এই তথ্য। এবার মেসি গোল করেছেন মাত্র ২৬টা। বার্সার এমন বেহাল তো হবেই!

গোল কম করলেও গোল সহায়তায় মেসি ছিলেন ষোলো আনা। ২০১৫ সালেও গোলে সহায়তা করেছিলেন ২৬ বার, এবারও তা–ই। গোল করা ও সহায়তা মিলে মেসি মোট ৫২ গোলে অবদান রেখেছেন এ বছর।

বাকি সবাই মিলে মাত্র ৪৭টা গোল বের করতে পেরেছেন বছরজুড়ে। ভাবা যায়!