১৮ বছর পর...

এস্পানিওলের মাঠে হারের পর হতাশ রিয়াল মাদ্রিদ তারকা করিম বেনজেমাছবি: রয়টার্স

ইব্রাহিমোভিচের কেমন লেগেছে?

ফুটবল বিশ্বে জ্লাতান ইব্রাহিমোভিচ নিজেই একটা ব্র্যান্ড। বাকি সবার থেকে আলাদা। নইলে নিজের জন্মদিনে কেউ নিজেকে ১০০০ হর্সপাওয়ারের ফেরারি স্পোর্টস কার উপহার দিয়ে লিখতে পারে, ‘জ্লাতানকে শুভ জন্মদিন।’

কিন্তু তাঁর সাবেক ক্লাবের জন্য কালকের দিনটা শুভ হয়নি। আরও খোলাসা করে বললে তাঁর জন্মদিনের সপ্তাহে ভাগ্য শুভ হয়নি সাবেক দুই ক্লাবের—এর মধ্যে একটি দলের সঙ্গে তাঁর স্মৃতিটা তেতো, অন্য দলের সঙ্গে খুব মধুর না হলেও তেতো বলা যায় না।

তাই প্রশ্ন উঠতে পারে, নিজের ৪০তম জন্মদিনের সপ্তাহে মনের মণিকোঠার দুই ভুবনে জায়গা করে নেওয়া ক্লাব দুটির একই ভাগ্য বরণ জ্লাতানের কেমন লেগেছে। আর হ্যাঁ, সেই ভাগ্যটা হলো হার।

ইউরোপিয়ান ফুটবলে এই একটা সপ্তাহ গেল বটে! কাল এস্পানিওলের মাঠে গিয়ে ২–১ গোলে হারল রিয়াল মাদ্রিদ। পরশু আতলেতিকো মাদ্রিদের মাঠে দুটো (২–০) হজম করল বার্সেলোনা।

এদিকে রেনের মাঠেও একই ভাগ্য দেখতে হয় পিএসজিকে। কিন্তু বায়ার্ন মিউনিখ তাদের চেয়েও দুর্ভাগা—ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে তারা (২–১ গোলে) হেরেছে ঘরের মাঠে!

আতলেতিকোর মাঠে হারের পর বার্সা তারকা মেম্ফিস ডিপাই
ছবি: রয়টার্স

বার্সেলোনায় ভালো সময় কাটেনি ইব্রার। তখন বার্সা কোচ পেপ গার্দিওলার সঙ্গে মোটেও ভালো সম্পর্ক ছিল না সুইডিশ তারকার।

গার্দিওলা প্রসঙ্গে জ্লাতান একবার বলেছিলেন, ‘আমাকে কেনা মানে ফেরারি কেনা। ফেরারি চালাতে হলে প্রিমিয়াম জ্বালানি দিতে হবে। মহাসড়কে গতি বাড়াতে হয়। কিন্তু গার্দিওলা ডিজেল ভরে গ্রামাঞ্চল দেখতে বের হন। তিনি যদি এটাই চান, তাহলে ফিয়াট কেনা উচিত ছিল।’ বার্সায় মাত্র এক মৌসুম খেলে লিগ জয়ের স্বাদ পেয়েছিলেন এসি মিলান স্ট্রাইকার।

পিএসজিতে চার মৌসুম থেকে টানা চারবার লিগ জিতেছেন ইব্রা। তাঁর যে স্বভাব—ধরে নেওয়া যাক বার্সার হারে মনে দখিনা হাওয়া বইলেও পিএসজির হারে মনে জেঁকে বসার কথা উত্তুরে হাওয়া। বেশ ভালো সময় কেটেছে প্যারিসে।

বায়ার্ন মিউনিখও হারের মুখ দেখেছে
ছবি: রয়টার্স

ক্লাবটি ছেড়ে আসার সময় বলেছিলেন, ‘আইফেল টাওয়ারের জায়গায় আমার মূর্তি বানালে থাকতে পারি।’ ইব্রার সেই পিএসজি কাল মেসি–নেইমার–এমবাপ্পেদের নিয়েও কোনো গোল করতে পারেনি। দুটো গোল হজম করায় ইব্রার দুই সাবেক ক্লাবই এক দিনে হারল একই ব্যবধানে।

শুধু তা–ই নয়, ইউরোপিয়ান ফুটবলে একই দিনে বার্সা, বায়ার্ন, রিয়াল ও পিএসজির একই সপ্তাহেও হারের নজিরও খুঁজে বের করেছেন খেলাধুলার পরিসংখ্যানবিদেরা।

ফুটবল পরিসংখ্যানের জন্য বিখ্যাত অ্যাকাউন্ট ‘মিস্টারচিপ’–এ টুইট করে তথ্যটি জানাল—১৮ বছর পর এবার একই সপ্তাহে বার্সা, বায়ার্ন, রিয়াল ও পিএসজির হারের নজির দেখা গেল।

এর আগে ২০০৩ সালে দেপোর্তিভো লা করুনার মাঠে বার্সা যে সপ্তাহে ৪–২ গোলে হেরেছিল, সেই একই সপ্তাহে ঘরের মাঠে ভেরডার ব্রেমেনের বিপক্ষে ১–০ গোলে হারে বায়ার্ন, লাঁসের মাঠে ১–০ গোলে হারে পিএসজি আর রিয়াল সোসিয়েদাদের মাঠে গিয়ে ৪–২ গোলে হারে রিয়াল মাদ্রিদ।

পিএসজির হয়ে হার দেখতে হয় লিওনেল মেসিকে
ছবি: রয়টার্স

টুইটে একটি বিষয় উল্লেখ করা হয়নি। স্পেন, ফ্রান্স, জার্মানি ও নেদারল্যান্ডসের (আয়াক্সও ১–০ গোলে হেরেছে ইউট্রেখটটের বিপক্ষে) সেরা দলগুলোর এই সপ্তাহে লিগে অপরাজিত ধারায় ছেদ পড়েছে হারের মধ্য দিয়ে। এ সপ্তাহে হারের আগপর্যন্ত লা লিগায় অপরাজিত ছিল রিয়াল ও বার্সা। লিগ আঁতে অপরাজিত ছিল পিএসজি এবং বুন্দেসলিগায়ও হারের মুখ দেখেনি বায়ার্ন। এমনকি আয়াক্সও এই সপ্তাহে দেখল প্রথম হার!